নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট। পাহাড়ি ঢল আর প্রচণ্ড বৃষ্টিতে তলিয়ে গেছে শহর-জনপদ। সিলেটের এমন দুর্যোগের সময় সাধারণ মানুষদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে থাকা সিলেটি ক্রিকেটারদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার কাজ অব্যাহত রেখেছে বোর্ড।
আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, ‘অবশ্যই আমাদের সব সময় চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হন, তাদের পাশে থাকার। এবারও ব্যতিক্রম হবে না।’
সিলেটের বর্তমান পরিস্থিতিতে কীভাবে সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো যায়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি (পাপন) মহোদয় এরই মধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন কীভাবে কাজ করলে কিছুটা হলেও তাদের পাশে থাকা যাবে। সেভাবে আমাদের দেখতে বলেছেন এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক (শফিউল ইসলাম নাদেল) আছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি যোগাযোগ করছেন কীভাবে আমরা সহযোগিতা করতে পারি বা কীভাবে আমরা পাশে থাকতে পারি।’
জাতীয় দলের সঙ্গে দেশের বাইরে আছেন সিলেটের পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। দুর্যোগের এই সময় তাঁদের পরিবারের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান সুজন, ‘সিলেটে আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যাঁরা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি। আমাদের সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের সঙ্গে যোগাযোগ আছে। দুর্যোগের পর যেসব সমস্যা হবে, সেই সব বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি কীভাবে তাঁদের পাশে থাকা যায়।’
শুধু জাতীয় দলের নয়, ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন বিসিবির প্রধান। এ বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বোর্ড সভাপতি মহোদয় এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে, আমাদের যেসব খেলোয়াড় আছেন, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে। এটা শুধু আমাদের জাতীয় দলের সঙ্গে যাঁরা আছেন তাঁরা নন, ক্রিকেটসংশ্লিষ্ট যাঁরা আছেন প্রতিবার তাঁদের পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই এবারও থাকব।’
দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রের প্রয়োজন হয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সে ধরনের কোনো ব্যবস্থা করার অনুরোধ আসেনি। এমন কোনো অনুরোধ এলে সে ব্যাপারেও ভেবে দেখার কথা জানিয়েছে বিসিবি।

আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট। পাহাড়ি ঢল আর প্রচণ্ড বৃষ্টিতে তলিয়ে গেছে শহর-জনপদ। সিলেটের এমন দুর্যোগের সময় সাধারণ মানুষদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে থাকা সিলেটি ক্রিকেটারদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার কাজ অব্যাহত রেখেছে বোর্ড।
আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, ‘অবশ্যই আমাদের সব সময় চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হন, তাদের পাশে থাকার। এবারও ব্যতিক্রম হবে না।’
সিলেটের বর্তমান পরিস্থিতিতে কীভাবে সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো যায়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি (পাপন) মহোদয় এরই মধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন কীভাবে কাজ করলে কিছুটা হলেও তাদের পাশে থাকা যাবে। সেভাবে আমাদের দেখতে বলেছেন এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক (শফিউল ইসলাম নাদেল) আছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি যোগাযোগ করছেন কীভাবে আমরা সহযোগিতা করতে পারি বা কীভাবে আমরা পাশে থাকতে পারি।’
জাতীয় দলের সঙ্গে দেশের বাইরে আছেন সিলেটের পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। দুর্যোগের এই সময় তাঁদের পরিবারের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান সুজন, ‘সিলেটে আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যাঁরা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি। আমাদের সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের সঙ্গে যোগাযোগ আছে। দুর্যোগের পর যেসব সমস্যা হবে, সেই সব বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি কীভাবে তাঁদের পাশে থাকা যায়।’
শুধু জাতীয় দলের নয়, ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন বিসিবির প্রধান। এ বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বোর্ড সভাপতি মহোদয় এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে, আমাদের যেসব খেলোয়াড় আছেন, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে। এটা শুধু আমাদের জাতীয় দলের সঙ্গে যাঁরা আছেন তাঁরা নন, ক্রিকেটসংশ্লিষ্ট যাঁরা আছেন প্রতিবার তাঁদের পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই এবারও থাকব।’
দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রের প্রয়োজন হয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সে ধরনের কোনো ব্যবস্থা করার অনুরোধ আসেনি। এমন কোনো অনুরোধ এলে সে ব্যাপারেও ভেবে দেখার কথা জানিয়েছে বিসিবি।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ মিনিট আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩৫ মিনিট আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
২ ঘণ্টা আগে