হাঁটুর সমস্যা মাশরাফি বিন মর্তুজার কাছে নতুন কিছু নয়। গত ২০ বছরেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলতে গিয়ে এমন সমস্যায় পড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট তো বটেই, বিপিএলেও এমন সমস্যা থেকে রেহাই পাননি।
২০২৩ বিপিএলের মতো এবারও মাশরাফি খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বাভার এবারও পড়েছে তাঁর কাঁধে। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২.৩ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। বোলিং করেছেন শর্ট রান আপে। এরপর রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ বলে করেন ৬ রান। তবে এক ওভারও বোলিং করেননি। এরই মধ্যে মাশরাফির ফিটনেস ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরই সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল। অন্যদিকে বিপিএলে সিলেট পর্ব শুরু হচ্ছে আগামীকাল। তাঁর আগে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসান সাকিব। মাশরাফির প্রসঙ্গে তানজিম সাকিব বলেন, ‘মাশরাফি ভাই যোদ্ধা এবং তিনি নেতা। আমি ছোটবেলা থেকে ওনার (মাশরাফি) খেলা দেখে দেখেই বড় হয়েছি। আপনি জানেন ওনার পায়ে অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে এরপরেও দেশের জন্য খেলে গেছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা।’
হাঁটুর চোটের কারণে মাশরাফিকে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে বারবার। অস্ত্রোপচার, সেলাই, ইঞ্জেকশনের অত্যাচার তো বাংলাদেশের এই ক্রিকেটারের ওপর তো কম হয়নি। তবু ২০০১ থেকে ২০২০ পর্যন্ত ১৯ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মাশরাফি। ৩১০ ম্যাচে নিয়েছেন ৩৯০ উইকেট। এমন অদম্য মানসিকতার মাশরাফি তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে পারেন বলে মনে করেন তানজিম সাকিব। তানজিম সাকিব বলেন, ‘আমাদের (ক্রিকেটারদের) জন্য তিনি (মাশরাফি) রোল মডেল। বিশেষ করে পেস বোলারদের জন্য। তিনি ব্যথাকে ব্যথা হিসেবে কখনোই নেননি। আমরা যারা তরুণ আছি, আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তার মতো নেতা যদি ড্রেসিংরুমে থাকেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
১৯ মিনিট আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
১ ঘণ্টা আগে
লং অনে দারউইশ রাসুলি ক্যাচ ধরার পর শুরু হয়ে যায় উদ্যাপন। ওয়েস্ট ইন্ডিজের সেট ব্যাটার ব্র্যান্ডন কিংয়ের (৫০) উইকেটটা তো আফগানদের জন্য দারুণ এক ব্রেকথ্রু ছিলই। সব ছাপিয়ে আলোচনায় আফগানিস্তানের রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের হ্যাটট্রিক।
২ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় পরশু ক্রিস ওকস ছক্কা মারার পরই কেঁদে ফেলেছিলেন ফাহিম আল চৌধুরী। ২৪ ঘণ্টা না যেতেই একই মাঠে ফের কাঁদলেন ফাহিম। তবে দুটি ঘটনার মধ্যে যে আকাশ-পাতাল ফারাক। পরশু সিলেটের জয়ের খুশিতে কাঁদলেও কাল কেঁদেছিলেন দলের বিদায়ে। রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের পর ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ তুললেন সিল
২ ঘণ্টা আগে