Ajker Patrika

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো করার প্রতিশ্রুতি দিচ্ছেন ডমিঙ্গো

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো করার প্রতিশ্রুতি দিচ্ছেন ডমিঙ্গো

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোনো দলই জেতেনি,জিতেছে বৃষ্টি।  উন্ডসর পার্কে সবশেষ ম্যাচ হয়েছে ২০১৭ সালে। এর ৫ বছর পর প্রথম ম্যাচটাই কী না বৃষ্টিতে ভেসে গেল। বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হলেও ১৩ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি। একই মাঠে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ বৃষ্টিতে কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয়টিতে  ভালো করবে বাংলাদেশ জানিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। 

গতকাল সংবাদ সম্মেলনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে মোটামুটি নিশ্চয়তাই দিয়ে দিয়েছেন ডমিঙ্গো। প্রথম টি-টোয়েন্টির আগে ফেরি যাত্রায় এমনিতেই অনেক ধকল গেছে সেইসঙ্গে বাংলাদেশ দল অনুশীলনের সুযোগ পায়নি। ওয়েস্ট ইন্ডিজও অবশ্য  সুযোগ পায়নি। এটাকে তাই ব্যাটিং ভালো করার অজুহাত হিসেবে দেখতে নারাজ ডমিঙ্গো, ‘এটি ওয়েস্ট ইন্ডিজের জন্য সমান ছিল।  তারাও গতকাল অনুশীলন করতে পারেনি, তারাও একই ফেরিতে ছিল।  ব্যাপারে কোনো অজুহাত নয়।’

 গতকাল অন্তত ১৩ ওভার ব্যাটিং করায় অন্তত কিছুটা সময় পেয়েছে বাংলাদেশ। এই অনুশীলন পরের ম্যাচে ম্যাচে কাজে দেবে তাই  দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘বেশ কজন খেলোয়াড় গত কয়েক সপ্তাহ ধরে কোনো ম্যাচ খেলেনি। আফিফ, রিয়াদ... তারা ঢাকায় অনুশীলন করেছিল শুধু। অন্তত আজকে কিছু সময় পাওয়া গেছে ম্যাচের। আমি নিশ্চিত দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলব।’

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন দিন পর রঙিন পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এনামুল হক বিজয়। ইনিংস বড় করতে না পারলেও শুরুটা ভালোই করেছিলেন। ১০ বলে ১৬ রান করে আউট হয়েছেন বিজয়। এই কদিনে বিজয়কেও বেশ মনে ধরেছে ডমিঙ্গো। এই ওপেনারকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন, ‘সে টেস্ট দলে এসেছে, টি-টোয়েন্টি খেলল। যেমনটা দেখেছি ভালো লেগেছে। ভালো টেকনিক, সব সময় রানের খোঁজ করে, উপস্থিতি ইতিবাচক, ভালো ফিল্ডার যেটি খুব গুরুত্বপূর্ণ। দলে এমন খেলোয়াড় ফেরা দারুণ ব্যাপার। বেশ অভিজ্ঞতা ও দারুণ ফর্ম নিয়ে এসেছে সে। তার রান করতে হবে। কিছু ভালো শুরু পেয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত