
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোনো দলই জেতেনি,জিতেছে বৃষ্টি। উন্ডসর পার্কে সবশেষ ম্যাচ হয়েছে ২০১৭ সালে। এর ৫ বছর পর প্রথম ম্যাচটাই কী না বৃষ্টিতে ভেসে গেল। বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হলেও ১৩ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি। একই মাঠে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ বৃষ্টিতে কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয়টিতে ভালো করবে বাংলাদেশ জানিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো।
গতকাল সংবাদ সম্মেলনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে মোটামুটি নিশ্চয়তাই দিয়ে দিয়েছেন ডমিঙ্গো। প্রথম টি-টোয়েন্টির আগে ফেরি যাত্রায় এমনিতেই অনেক ধকল গেছে সেইসঙ্গে বাংলাদেশ দল অনুশীলনের সুযোগ পায়নি। ওয়েস্ট ইন্ডিজও অবশ্য সুযোগ পায়নি। এটাকে তাই ব্যাটিং ভালো করার অজুহাত হিসেবে দেখতে নারাজ ডমিঙ্গো, ‘এটি ওয়েস্ট ইন্ডিজের জন্য সমান ছিল। তারাও গতকাল অনুশীলন করতে পারেনি, তারাও একই ফেরিতে ছিল। ব্যাপারে কোনো অজুহাত নয়।’
গতকাল অন্তত ১৩ ওভার ব্যাটিং করায় অন্তত কিছুটা সময় পেয়েছে বাংলাদেশ। এই অনুশীলন পরের ম্যাচে ম্যাচে কাজে দেবে তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘বেশ কজন খেলোয়াড় গত কয়েক সপ্তাহ ধরে কোনো ম্যাচ খেলেনি। আফিফ, রিয়াদ... তারা ঢাকায় অনুশীলন করেছিল শুধু। অন্তত আজকে কিছু সময় পাওয়া গেছে ম্যাচের। আমি নিশ্চিত দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলব।’
এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন দিন পর রঙিন পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এনামুল হক বিজয়। ইনিংস বড় করতে না পারলেও শুরুটা ভালোই করেছিলেন। ১০ বলে ১৬ রান করে আউট হয়েছেন বিজয়। এই কদিনে বিজয়কেও বেশ মনে ধরেছে ডমিঙ্গো। এই ওপেনারকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন, ‘সে টেস্ট দলে এসেছে, টি-টোয়েন্টি খেলল। যেমনটা দেখেছি ভালো লেগেছে। ভালো টেকনিক, সব সময় রানের খোঁজ করে, উপস্থিতি ইতিবাচক, ভালো ফিল্ডার যেটি খুব গুরুত্বপূর্ণ। দলে এমন খেলোয়াড় ফেরা দারুণ ব্যাপার। বেশ অভিজ্ঞতা ও দারুণ ফর্ম নিয়ে এসেছে সে। তার রান করতে হবে। কিছু ভালো শুরু পেয়েছে।’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোনো দলই জেতেনি,জিতেছে বৃষ্টি। উন্ডসর পার্কে সবশেষ ম্যাচ হয়েছে ২০১৭ সালে। এর ৫ বছর পর প্রথম ম্যাচটাই কী না বৃষ্টিতে ভেসে গেল। বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হলেও ১৩ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি। একই মাঠে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ বৃষ্টিতে কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয়টিতে ভালো করবে বাংলাদেশ জানিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো।
গতকাল সংবাদ সম্মেলনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে মোটামুটি নিশ্চয়তাই দিয়ে দিয়েছেন ডমিঙ্গো। প্রথম টি-টোয়েন্টির আগে ফেরি যাত্রায় এমনিতেই অনেক ধকল গেছে সেইসঙ্গে বাংলাদেশ দল অনুশীলনের সুযোগ পায়নি। ওয়েস্ট ইন্ডিজও অবশ্য সুযোগ পায়নি। এটাকে তাই ব্যাটিং ভালো করার অজুহাত হিসেবে দেখতে নারাজ ডমিঙ্গো, ‘এটি ওয়েস্ট ইন্ডিজের জন্য সমান ছিল। তারাও গতকাল অনুশীলন করতে পারেনি, তারাও একই ফেরিতে ছিল। ব্যাপারে কোনো অজুহাত নয়।’
গতকাল অন্তত ১৩ ওভার ব্যাটিং করায় অন্তত কিছুটা সময় পেয়েছে বাংলাদেশ। এই অনুশীলন পরের ম্যাচে ম্যাচে কাজে দেবে তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘বেশ কজন খেলোয়াড় গত কয়েক সপ্তাহ ধরে কোনো ম্যাচ খেলেনি। আফিফ, রিয়াদ... তারা ঢাকায় অনুশীলন করেছিল শুধু। অন্তত আজকে কিছু সময় পাওয়া গেছে ম্যাচের। আমি নিশ্চিত দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলব।’
এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন দিন পর রঙিন পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এনামুল হক বিজয়। ইনিংস বড় করতে না পারলেও শুরুটা ভালোই করেছিলেন। ১০ বলে ১৬ রান করে আউট হয়েছেন বিজয়। এই কদিনে বিজয়কেও বেশ মনে ধরেছে ডমিঙ্গো। এই ওপেনারকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন, ‘সে টেস্ট দলে এসেছে, টি-টোয়েন্টি খেলল। যেমনটা দেখেছি ভালো লেগেছে। ভালো টেকনিক, সব সময় রানের খোঁজ করে, উপস্থিতি ইতিবাচক, ভালো ফিল্ডার যেটি খুব গুরুত্বপূর্ণ। দলে এমন খেলোয়াড় ফেরা দারুণ ব্যাপার। বেশ অভিজ্ঞতা ও দারুণ ফর্ম নিয়ে এসেছে সে। তার রান করতে হবে। কিছু ভালো শুরু পেয়েছে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে