
ভারতের উইকেট চিরায়ত স্পিনবান্ধব। তবে ধর্মশালা টেস্টে প্রথম দিনেই স্পিনাররা যেভাবে সুবিধা পেলেন সেটি অবাক করার মতোন। সারা দিনে যে ১১ উইকেট পড়েছে সব কটা গেছে স্পিনারদের পকেটে। তার মধ্যে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব মিলেই নিয়েছেন ৯ উইকেট! তাহলে বাকি উইকেট দুটি কার? একটি ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার, অন্যটি ইংল্যান্ডের শোয়েব বশিরের।
এমন স্পিনবান্ধব উইকেটে খাবি খেয়েছে ইংলিশ ব্যাটাররা। ব্যাট করতে পারেনি আড়াই সেশনও। প্রথম ইনিংসে করতে পেরেছে ২১৮ রান। তার মধ্যে ওপেনার জ্যাক ক্রলির রান ১০৮ বলে ৭৯। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য দারুণই করেছিল সফরকারীরা। বাজবল না খেলে একটু রয়েসয়েই এগোচ্ছিল। তবে ৬৪ রানে ওপেনিং জুটি ভাঙার পর নামে ধস। ইংল্যান্ডের প্রথম চার উইকেট—ওপেনার বেন ডাকেট (২৭), ওলি পোপ (১১), ক্রলি (৭৯) ও জনি বেয়ারস্টোকে (২৯) বেশিক্ষণ টিকতে দেননি ভারতীয় স্পিনার। পরে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অধিনায়ক বেন স্টোকসকেও (০)।
ইংল্যান্ড মধ্যাহ্নভোজে গিয়েছিল ২ উইকেটে ১০০ রান নিয়ে। চা বিরতির আগে সেই স্কোর দাঁড়ায়—৮/১৯৪। দ্বিতীয় সেশনে সফরকারীদের ভুগিয়েছেন শততম টেস্ট খেলতে নামা অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে ২৫তম বারের মতোন এক ইনিংসে ৪ উইকেট নিলেন তিনি। আর ১২ টেস্টেই উইকেটে ফিফটি করা কুলদীপ চতুর্থ তমবারের মতোন পেলেন এক ইনিংসে ৫ উইকেটের দেখা।
আর শততম টেস্ট খেলতে নেমে বেয়ারস্টো ইংল্যান্ডের হয়ে ১৭তম ব্যাটার হিসেবে ছুঁয়েছেন ৬ হাজার রানের মাইলফলক। আজ ইংল্যান্ডের বাজবলের ছোট ইনিংসটি দেখা গেছে শুধু তাঁর ব্যাটেই। ১৮ বলে ২৯ রান করার পথে ২ চারের সঙ্গে মেরেছেন ২ ছয়। তবে তৃতীয় সেশনে আবারও ‘জয়সবলের’ দেখা পাওয়া গেল। ওপেনার যশস্বী জয়সওয়াল ৫৮ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৭ রান করার পথে ছুঁয়েছেন টেস্টে ১০০০তম রান। ভারতের হয়ে ইনিংসের হিসেবে দ্বিতীয় দ্রুততম হাজারতম রানের কীর্তি গড়েছেন তিনি, টেস্টের হিসেবে দ্রুততম (৯ টেস্ট)।
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নেমেই ভারতকে ১০৪ রান এনে দেন যশস্বী। ফিফটি পেয়েছেন রোহিতও (৫২)। আগামীকাল শুবমান গিলকে (২৬) নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন তিনি। স্বাগতিকেরা দিন শেষ করেছে প্রথম ইনিংসে ১ উইকেটে ১৩৫ রান করে। ৮৩ রানে পিছিয়ে আছে তারা।

ভারতের উইকেট চিরায়ত স্পিনবান্ধব। তবে ধর্মশালা টেস্টে প্রথম দিনেই স্পিনাররা যেভাবে সুবিধা পেলেন সেটি অবাক করার মতোন। সারা দিনে যে ১১ উইকেট পড়েছে সব কটা গেছে স্পিনারদের পকেটে। তার মধ্যে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব মিলেই নিয়েছেন ৯ উইকেট! তাহলে বাকি উইকেট দুটি কার? একটি ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার, অন্যটি ইংল্যান্ডের শোয়েব বশিরের।
এমন স্পিনবান্ধব উইকেটে খাবি খেয়েছে ইংলিশ ব্যাটাররা। ব্যাট করতে পারেনি আড়াই সেশনও। প্রথম ইনিংসে করতে পেরেছে ২১৮ রান। তার মধ্যে ওপেনার জ্যাক ক্রলির রান ১০৮ বলে ৭৯। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য দারুণই করেছিল সফরকারীরা। বাজবল না খেলে একটু রয়েসয়েই এগোচ্ছিল। তবে ৬৪ রানে ওপেনিং জুটি ভাঙার পর নামে ধস। ইংল্যান্ডের প্রথম চার উইকেট—ওপেনার বেন ডাকেট (২৭), ওলি পোপ (১১), ক্রলি (৭৯) ও জনি বেয়ারস্টোকে (২৯) বেশিক্ষণ টিকতে দেননি ভারতীয় স্পিনার। পরে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অধিনায়ক বেন স্টোকসকেও (০)।
ইংল্যান্ড মধ্যাহ্নভোজে গিয়েছিল ২ উইকেটে ১০০ রান নিয়ে। চা বিরতির আগে সেই স্কোর দাঁড়ায়—৮/১৯৪। দ্বিতীয় সেশনে সফরকারীদের ভুগিয়েছেন শততম টেস্ট খেলতে নামা অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে ২৫তম বারের মতোন এক ইনিংসে ৪ উইকেট নিলেন তিনি। আর ১২ টেস্টেই উইকেটে ফিফটি করা কুলদীপ চতুর্থ তমবারের মতোন পেলেন এক ইনিংসে ৫ উইকেটের দেখা।
আর শততম টেস্ট খেলতে নেমে বেয়ারস্টো ইংল্যান্ডের হয়ে ১৭তম ব্যাটার হিসেবে ছুঁয়েছেন ৬ হাজার রানের মাইলফলক। আজ ইংল্যান্ডের বাজবলের ছোট ইনিংসটি দেখা গেছে শুধু তাঁর ব্যাটেই। ১৮ বলে ২৯ রান করার পথে ২ চারের সঙ্গে মেরেছেন ২ ছয়। তবে তৃতীয় সেশনে আবারও ‘জয়সবলের’ দেখা পাওয়া গেল। ওপেনার যশস্বী জয়সওয়াল ৫৮ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৭ রান করার পথে ছুঁয়েছেন টেস্টে ১০০০তম রান। ভারতের হয়ে ইনিংসের হিসেবে দ্বিতীয় দ্রুততম হাজারতম রানের কীর্তি গড়েছেন তিনি, টেস্টের হিসেবে দ্রুততম (৯ টেস্ট)।
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নেমেই ভারতকে ১০৪ রান এনে দেন যশস্বী। ফিফটি পেয়েছেন রোহিতও (৫২)। আগামীকাল শুবমান গিলকে (২৬) নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন তিনি। স্বাগতিকেরা দিন শেষ করেছে প্রথম ইনিংসে ১ উইকেটে ১৩৫ রান করে। ৮৩ রানে পিছিয়ে আছে তারা।

রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
১৫ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে