Ajker Patrika

সামাজিক মাধ্যমের ব্যাপারে ‘কঠোর’ হচ্ছে বিসিবি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৫: ২২
সামাজিক মাধ্যমে ক্রিকেটার, বোর্ড পরিচালক, আম্পায়ারদের পোস্ট দেওয়ার ব্যাপারে হার্ডলাইনে যাওয়ার চিন্তা এখন বিসিবি সভাপতি ফারুক আহমেদের। ছবি: বিসিবি
সামাজিক মাধ্যমে ক্রিকেটার, বোর্ড পরিচালক, আম্পায়ারদের পোস্ট দেওয়ার ব্যাপারে হার্ডলাইনে যাওয়ার চিন্তা এখন বিসিবি সভাপতি ফারুক আহমেদের। ছবি: বিসিবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের বিভিন্ন মন্তব্য বা পোস্ট প্রায়ই ভাইরাল হয়ে যায়। জাতীয় দলে সুযোগ পাওয়া না–পাওয়ার ব্যাপার থেকে শুরু করে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে নানা মতপ্রকাশ করেন তাঁরা। এসব ব্যাপারে কঠোর হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেয়ালখুশিমতো পোস্ট করার প্রবণতা দেখা যাচ্ছে। এই বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার কথাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুধু ক্রিকেটার নয়, বোর্ড পরিচালক ও ম্যাচ অফিশিয়ালদের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমে একই রকম নিয়ন্ত্রণ আরোপ করতে চায় বোর্ড। বিসিবি সভাপতি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি বোর্ড থেকে সবাইকে বলেছি, এগুলো নিয়ে (সামাজিক যোগাযোগমাধ্যমে) কোনো মন্তব্য করা যাবে না। কেউ ভালো খেললেও বেশি কথা বলা যাবে না। আগে দেখা যেত ভালো পারফরম্যান্সের পর ক্রিকেটাররা স্ট্যাটাস দিত। এগুলো এখন কমেছে। আমাদের মধ্যে সমন্বয় প্রয়োজন।’

মাঠের পারফরম্যান্স খারাপ হলে গণমাধ্যমে সমালোচনা নতুন কোনো ব্যাপার নয়। ফারুকের মতে গঠনমূলক সমালোচনা হলে ক্রিকেটের জন্য ভালো হবে। বিসিবি সভাপতি বলেন, ‘মিডিয়ায় সমালোচনা আসবে। তবে তা গঠনমূলক হলে আমাদের কাজ সহজ হবে। আমরা ভুল থেকে শিখতে পারব।’

২০২৪ সালের ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক। সাড়ে চার মাসে বাংলাদেশ ক্রিকেট দল পার করছে অম্ল–মধুর সময়। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ইতিহাস গড়েছে ঠিকই। তবে ঘরের মাঠে বাংলাদেশ বাজেভাবে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তাঁর সময়ই। বিসিবি সভাপতি বলেন, ‘ফলাফল পেতে হলে একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। দায়িত্ব নেওয়ার পর চার মাস হয়েছে। এই সময়ে কোনো ম্যাজিক করা সম্ভব নয়। তবে যদি আমরা সঠিক প্রক্রিয়ায় এগোতে পারি, তাহলে যুক্তিসংগত ফলাফল আসবে। এ জন্য সবার ধৈর্য দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত