আজকের পত্রিকা ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের বিভিন্ন মন্তব্য বা পোস্ট প্রায়ই ভাইরাল হয়ে যায়। জাতীয় দলে সুযোগ পাওয়া না–পাওয়ার ব্যাপার থেকে শুরু করে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে নানা মতপ্রকাশ করেন তাঁরা। এসব ব্যাপারে কঠোর হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেয়ালখুশিমতো পোস্ট করার প্রবণতা দেখা যাচ্ছে। এই বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার কথাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুধু ক্রিকেটার নয়, বোর্ড পরিচালক ও ম্যাচ অফিশিয়ালদের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমে একই রকম নিয়ন্ত্রণ আরোপ করতে চায় বোর্ড। বিসিবি সভাপতি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি বোর্ড থেকে সবাইকে বলেছি, এগুলো নিয়ে (সামাজিক যোগাযোগমাধ্যমে) কোনো মন্তব্য করা যাবে না। কেউ ভালো খেললেও বেশি কথা বলা যাবে না। আগে দেখা যেত ভালো পারফরম্যান্সের পর ক্রিকেটাররা স্ট্যাটাস দিত। এগুলো এখন কমেছে। আমাদের মধ্যে সমন্বয় প্রয়োজন।’
মাঠের পারফরম্যান্স খারাপ হলে গণমাধ্যমে সমালোচনা নতুন কোনো ব্যাপার নয়। ফারুকের মতে গঠনমূলক সমালোচনা হলে ক্রিকেটের জন্য ভালো হবে। বিসিবি সভাপতি বলেন, ‘মিডিয়ায় সমালোচনা আসবে। তবে তা গঠনমূলক হলে আমাদের কাজ সহজ হবে। আমরা ভুল থেকে শিখতে পারব।’
২০২৪ সালের ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক। সাড়ে চার মাসে বাংলাদেশ ক্রিকেট দল পার করছে অম্ল–মধুর সময়। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ইতিহাস গড়েছে ঠিকই। তবে ঘরের মাঠে বাংলাদেশ বাজেভাবে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তাঁর সময়ই। বিসিবি সভাপতি বলেন, ‘ফলাফল পেতে হলে একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। দায়িত্ব নেওয়ার পর চার মাস হয়েছে। এই সময়ে কোনো ম্যাজিক করা সম্ভব নয়। তবে যদি আমরা সঠিক প্রক্রিয়ায় এগোতে পারি, তাহলে যুক্তিসংগত ফলাফল আসবে। এ জন্য সবার ধৈর্য দরকার।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের বিভিন্ন মন্তব্য বা পোস্ট প্রায়ই ভাইরাল হয়ে যায়। জাতীয় দলে সুযোগ পাওয়া না–পাওয়ার ব্যাপার থেকে শুরু করে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে নানা মতপ্রকাশ করেন তাঁরা। এসব ব্যাপারে কঠোর হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেয়ালখুশিমতো পোস্ট করার প্রবণতা দেখা যাচ্ছে। এই বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার কথাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুধু ক্রিকেটার নয়, বোর্ড পরিচালক ও ম্যাচ অফিশিয়ালদের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমে একই রকম নিয়ন্ত্রণ আরোপ করতে চায় বোর্ড। বিসিবি সভাপতি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি বোর্ড থেকে সবাইকে বলেছি, এগুলো নিয়ে (সামাজিক যোগাযোগমাধ্যমে) কোনো মন্তব্য করা যাবে না। কেউ ভালো খেললেও বেশি কথা বলা যাবে না। আগে দেখা যেত ভালো পারফরম্যান্সের পর ক্রিকেটাররা স্ট্যাটাস দিত। এগুলো এখন কমেছে। আমাদের মধ্যে সমন্বয় প্রয়োজন।’
মাঠের পারফরম্যান্স খারাপ হলে গণমাধ্যমে সমালোচনা নতুন কোনো ব্যাপার নয়। ফারুকের মতে গঠনমূলক সমালোচনা হলে ক্রিকেটের জন্য ভালো হবে। বিসিবি সভাপতি বলেন, ‘মিডিয়ায় সমালোচনা আসবে। তবে তা গঠনমূলক হলে আমাদের কাজ সহজ হবে। আমরা ভুল থেকে শিখতে পারব।’
২০২৪ সালের ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক। সাড়ে চার মাসে বাংলাদেশ ক্রিকেট দল পার করছে অম্ল–মধুর সময়। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ইতিহাস গড়েছে ঠিকই। তবে ঘরের মাঠে বাংলাদেশ বাজেভাবে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তাঁর সময়ই। বিসিবি সভাপতি বলেন, ‘ফলাফল পেতে হলে একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। দায়িত্ব নেওয়ার পর চার মাস হয়েছে। এই সময়ে কোনো ম্যাজিক করা সম্ভব নয়। তবে যদি আমরা সঠিক প্রক্রিয়ায় এগোতে পারি, তাহলে যুক্তিসংগত ফলাফল আসবে। এ জন্য সবার ধৈর্য দরকার।’

বিগ ব্যাশে আজ সিডনি ডার্বিতে শেষ হাসি হেসেছে সিডনি সিক্সার্স। নগর প্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডারকে ৫ উইকেটে হারিয়েছে তারা। জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচের আলো কেড়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। জোড়া সেঞ্চুরির দিনে বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভার দেখেছে ভক্তরা
৯ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার। প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আজ জেতার বিকল্প ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত ফ্র্যাঞ্চাইজিটির সামনে। জয়ের সমীকরণ মেলাতে পারেনি নোয়াখালী। চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরে লিগপর্ব থেকেই বিদায় নিল হায়দার আলীর
২ ঘণ্টা আগে
বিপিএলে হুট করে অধিনায়ক পরিবর্তনের ঘটনা নতুন কিছু নয়। এবারের বিপিএলে দুই ম্যাচের পরই নোয়াখালী এক্সপ্রেস বদলে ফেলে অধিনায়ক। সৈকত আলীর পরিবর্তে হায়দার আলীর কাঁধে নেতৃত্বভার তুলে দেয় নোয়াখালী। আর রংপুর রাইডার্স কি না অধিনায়ক পরিবর্তন করল শেষভাগে এসে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। নিরাপত্তাইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, সেই সিদ্ধান্তে এখনো অনড়। এবার ব্যাপারটি নিয়ে কথা বলতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
৩ ঘণ্টা আগে