
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতরাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুজরাটের অধিনায়কত্ব করেছেন রশিদ খান। ম্যাচটি রশিদের কাছে স্মরণীয় হয়ে থাকার জন্য এই একটি কারণই যথেষ্ট। কারণ আইপিএলের ইতিহাসে রশিদই প্রথম আফগান ক্রিকেটার যিনি অধিনায়কত্ব করলেন। একইসঙ্গে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও গড়লেন সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনার।
গুজরাট টাইটানসের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন রশিদ খান। শুধু নেতৃত্বই দেননি, ব্যাট- বলে ঝলক দেখিয়ে দলকে জিতিয়েছেন। ম্যাচ শেষে রশিদের অকপট স্বীকারোক্তি, ‘দলকে নেতৃত্ব দেওয়াটা একটা স্বপ্ন। সবমিলিয়ে এই জয়টা সেই স্বপ্নকেই অবিস্মরণীয় করে রাখল। (মিলার যখন ব্যাট করতে নামে) সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটাকে যতটা সম্ভব এগিয়ে নেওয়া যায় । আমরা জানতাম ৭ ওভারে ৯০ রান আমরা করতে পারব। ডেভিডকে বলেছিলাম বল তোমার জোনে থাকলেই ব্যাট চালাও।’
অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন মিলার। ৫১ বলে ৯৪ দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মিলার ম্যাচসেরা হলেও দলের জয়ে রশিদের অবদানও কম নয়। রশিদ ৪ ওভার বোলিং করে উইকেট না পেলেও দিয়েছেন ২৯ রান। আর ব্যাটিংয়ে ২১ বলে ৪০ রান করে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আগের কয়েকটা ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া রশিদ সুযোগ পেয়েই সেটি কাজে লাগিয়েছেন, ‘আমি প্রথম পাঁচটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাইনি। নিজেকে আমি একজন অলরাউন্ডার হিসেবেই মনে করি এবং সেই দায়িত্বটাও পালন করতে চাই।’
একজন ব্যাটার কম খেলানো প্রসঙ্গে রশিদের ব্যাখ্যা,‘আমরা একজন ব্যাটার কম নিয়ে খেলেছি। তবে ছয়-সাতে নামা ব্যাটাররা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে পারে। আমি নিজের ব্যাটিং দক্ষতার ওপর ভরসা রেখেছিলাম। মিলারের সঙ্গে আলোচনাও করি। মাথা ঠান্ডা রেখে নিজের জায়গায় বল পেলেই চালিয়ে খেলার চেষ্টা করেছি।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতরাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুজরাটের অধিনায়কত্ব করেছেন রশিদ খান। ম্যাচটি রশিদের কাছে স্মরণীয় হয়ে থাকার জন্য এই একটি কারণই যথেষ্ট। কারণ আইপিএলের ইতিহাসে রশিদই প্রথম আফগান ক্রিকেটার যিনি অধিনায়কত্ব করলেন। একইসঙ্গে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও গড়লেন সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনার।
গুজরাট টাইটানসের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন রশিদ খান। শুধু নেতৃত্বই দেননি, ব্যাট- বলে ঝলক দেখিয়ে দলকে জিতিয়েছেন। ম্যাচ শেষে রশিদের অকপট স্বীকারোক্তি, ‘দলকে নেতৃত্ব দেওয়াটা একটা স্বপ্ন। সবমিলিয়ে এই জয়টা সেই স্বপ্নকেই অবিস্মরণীয় করে রাখল। (মিলার যখন ব্যাট করতে নামে) সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটাকে যতটা সম্ভব এগিয়ে নেওয়া যায় । আমরা জানতাম ৭ ওভারে ৯০ রান আমরা করতে পারব। ডেভিডকে বলেছিলাম বল তোমার জোনে থাকলেই ব্যাট চালাও।’
অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন মিলার। ৫১ বলে ৯৪ দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মিলার ম্যাচসেরা হলেও দলের জয়ে রশিদের অবদানও কম নয়। রশিদ ৪ ওভার বোলিং করে উইকেট না পেলেও দিয়েছেন ২৯ রান। আর ব্যাটিংয়ে ২১ বলে ৪০ রান করে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আগের কয়েকটা ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া রশিদ সুযোগ পেয়েই সেটি কাজে লাগিয়েছেন, ‘আমি প্রথম পাঁচটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাইনি। নিজেকে আমি একজন অলরাউন্ডার হিসেবেই মনে করি এবং সেই দায়িত্বটাও পালন করতে চাই।’
একজন ব্যাটার কম খেলানো প্রসঙ্গে রশিদের ব্যাখ্যা,‘আমরা একজন ব্যাটার কম নিয়ে খেলেছি। তবে ছয়-সাতে নামা ব্যাটাররা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে পারে। আমি নিজের ব্যাটিং দক্ষতার ওপর ভরসা রেখেছিলাম। মিলারের সঙ্গে আলোচনাও করি। মাথা ঠান্ডা রেখে নিজের জায়গায় বল পেলেই চালিয়ে খেলার চেষ্টা করেছি।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৯ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে