
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতরাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুজরাটের অধিনায়কত্ব করেছেন রশিদ খান। ম্যাচটি রশিদের কাছে স্মরণীয় হয়ে থাকার জন্য এই একটি কারণই যথেষ্ট। কারণ আইপিএলের ইতিহাসে রশিদই প্রথম আফগান ক্রিকেটার যিনি অধিনায়কত্ব করলেন। একইসঙ্গে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও গড়লেন সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনার।
গুজরাট টাইটানসের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন রশিদ খান। শুধু নেতৃত্বই দেননি, ব্যাট- বলে ঝলক দেখিয়ে দলকে জিতিয়েছেন। ম্যাচ শেষে রশিদের অকপট স্বীকারোক্তি, ‘দলকে নেতৃত্ব দেওয়াটা একটা স্বপ্ন। সবমিলিয়ে এই জয়টা সেই স্বপ্নকেই অবিস্মরণীয় করে রাখল। (মিলার যখন ব্যাট করতে নামে) সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটাকে যতটা সম্ভব এগিয়ে নেওয়া যায় । আমরা জানতাম ৭ ওভারে ৯০ রান আমরা করতে পারব। ডেভিডকে বলেছিলাম বল তোমার জোনে থাকলেই ব্যাট চালাও।’
অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন মিলার। ৫১ বলে ৯৪ দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মিলার ম্যাচসেরা হলেও দলের জয়ে রশিদের অবদানও কম নয়। রশিদ ৪ ওভার বোলিং করে উইকেট না পেলেও দিয়েছেন ২৯ রান। আর ব্যাটিংয়ে ২১ বলে ৪০ রান করে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আগের কয়েকটা ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া রশিদ সুযোগ পেয়েই সেটি কাজে লাগিয়েছেন, ‘আমি প্রথম পাঁচটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাইনি। নিজেকে আমি একজন অলরাউন্ডার হিসেবেই মনে করি এবং সেই দায়িত্বটাও পালন করতে চাই।’
একজন ব্যাটার কম খেলানো প্রসঙ্গে রশিদের ব্যাখ্যা,‘আমরা একজন ব্যাটার কম নিয়ে খেলেছি। তবে ছয়-সাতে নামা ব্যাটাররা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে পারে। আমি নিজের ব্যাটিং দক্ষতার ওপর ভরসা রেখেছিলাম। মিলারের সঙ্গে আলোচনাও করি। মাথা ঠান্ডা রেখে নিজের জায়গায় বল পেলেই চালিয়ে খেলার চেষ্টা করেছি।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতরাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুজরাটের অধিনায়কত্ব করেছেন রশিদ খান। ম্যাচটি রশিদের কাছে স্মরণীয় হয়ে থাকার জন্য এই একটি কারণই যথেষ্ট। কারণ আইপিএলের ইতিহাসে রশিদই প্রথম আফগান ক্রিকেটার যিনি অধিনায়কত্ব করলেন। একইসঙ্গে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও গড়লেন সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনার।
গুজরাট টাইটানসের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন রশিদ খান। শুধু নেতৃত্বই দেননি, ব্যাট- বলে ঝলক দেখিয়ে দলকে জিতিয়েছেন। ম্যাচ শেষে রশিদের অকপট স্বীকারোক্তি, ‘দলকে নেতৃত্ব দেওয়াটা একটা স্বপ্ন। সবমিলিয়ে এই জয়টা সেই স্বপ্নকেই অবিস্মরণীয় করে রাখল। (মিলার যখন ব্যাট করতে নামে) সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটাকে যতটা সম্ভব এগিয়ে নেওয়া যায় । আমরা জানতাম ৭ ওভারে ৯০ রান আমরা করতে পারব। ডেভিডকে বলেছিলাম বল তোমার জোনে থাকলেই ব্যাট চালাও।’
অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন মিলার। ৫১ বলে ৯৪ দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মিলার ম্যাচসেরা হলেও দলের জয়ে রশিদের অবদানও কম নয়। রশিদ ৪ ওভার বোলিং করে উইকেট না পেলেও দিয়েছেন ২৯ রান। আর ব্যাটিংয়ে ২১ বলে ৪০ রান করে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আগের কয়েকটা ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া রশিদ সুযোগ পেয়েই সেটি কাজে লাগিয়েছেন, ‘আমি প্রথম পাঁচটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাইনি। নিজেকে আমি একজন অলরাউন্ডার হিসেবেই মনে করি এবং সেই দায়িত্বটাও পালন করতে চাই।’
একজন ব্যাটার কম খেলানো প্রসঙ্গে রশিদের ব্যাখ্যা,‘আমরা একজন ব্যাটার কম নিয়ে খেলেছি। তবে ছয়-সাতে নামা ব্যাটাররা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে পারে। আমি নিজের ব্যাটিং দক্ষতার ওপর ভরসা রেখেছিলাম। মিলারের সঙ্গে আলোচনাও করি। মাথা ঠান্ডা রেখে নিজের জায়গায় বল পেলেই চালিয়ে খেলার চেষ্টা করেছি।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৬ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে