নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপের মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সব মিলিয়ে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার সামর্থ্যের সেরাটা দেখাতে পারেনি বাংলাদেশ। সুপার ফোরে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালের লড়াই থেকে ছিটকে যায় সাকিব আল হাসানের দল। শেষ ম্যাচে অবশ্য গতকাল ভারতের বিপক্ষে জয়টা বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের জ্বালানি হবে।
গ্রুপ পর্বে একটি ও সুপার ফোরে একটি—এবারের এশিয়া কাপে বাংলাদেশের জয় দুটি। এ দুই জয় থেকে অনেক প্রাপ্তি দেখছেন মেহেদী হাসান মিরাজ। আজ দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মিরাজ বলেছেন, ‘দুইটা জয়ে অনেক প্রাপ্তি। শেষ ম্যাচে যেভাবে খেলেছে ক্রিকেটাররা এবং তরুণেরা যেভাবে এগিয়ে এসেছে; তানজিমের অভিষেক হয়েছে, ও খুব ভালো বল করেছে। তাওহীদ ও সাকিব ভাই জুটি গড়েছে। লোয়ার অর্ডাররা কখনো অনেক রান করতে পারেনি। কিন্তু এই ম্যাচে তারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দেখিয়েছে। এটা দলের জন্য অনেক ইতিবাচক।’
ভারতের বিপক্ষে জয়ের পর অধিনায়ক সাকিবও ভালো অনুভূত করছেন বলে জানিয়েছেন মিরাজ। তিনি বলেছেন, ‘অধিনায়ক অবশ্যই খুব ভালো অনুভব করেছে। যেহেতু ভারতের সঙ্গে জিতেছি। অধিনায়ক সবাইকে অভিনন্দন জানিয়েছে। বিশেষ করে যারা জুনিয়র ক্রিকেটার, ওরা তো খুব ভালো খেলেছে।’
এবারের এশিয়া কাপে চোটের সমস্যা ভালোই ভুগিয়েছে বাংলাদেশ দলকে। ফলে কম্বিনেশনেও অনেক পরিবর্তন আনতে হয়েছে, যেটার সঙ্গে ভালোভাবেই জড়িয়েছেন মিরাজ। দলের প্রয়োজনে তাঁকে ভিন্ন পজিশনে খেলতে হয়েছে। এ নিয়ে মিরাজ বলেছেন, ‘এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে। এটা আসলে টিম কম্বিনেশনের কারণেই দেওয়া হয়েছে। কারণ, যদি ওপেনাররা সুস্থ থাকত প্রথম থেকে, তাহলে হয়তো আমি করতাম না। নিয়মিত যে ওপেনার ছিল, তারাই করত। হয়তো টিম কম্বিনেশনের জন্য আমাকে ওপরে খেলতে হয়েছে। আলহামদুলিল্লাহ, একটা ম্যাচে ভালো করেছি। সব মিলিয়ে আমি মনে করি এশিয়া কাপে ক্রিকেটারদের চোট খুব ভুগিয়েছে।’

এশিয়া কাপের মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সব মিলিয়ে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার সামর্থ্যের সেরাটা দেখাতে পারেনি বাংলাদেশ। সুপার ফোরে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালের লড়াই থেকে ছিটকে যায় সাকিব আল হাসানের দল। শেষ ম্যাচে অবশ্য গতকাল ভারতের বিপক্ষে জয়টা বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের জ্বালানি হবে।
গ্রুপ পর্বে একটি ও সুপার ফোরে একটি—এবারের এশিয়া কাপে বাংলাদেশের জয় দুটি। এ দুই জয় থেকে অনেক প্রাপ্তি দেখছেন মেহেদী হাসান মিরাজ। আজ দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মিরাজ বলেছেন, ‘দুইটা জয়ে অনেক প্রাপ্তি। শেষ ম্যাচে যেভাবে খেলেছে ক্রিকেটাররা এবং তরুণেরা যেভাবে এগিয়ে এসেছে; তানজিমের অভিষেক হয়েছে, ও খুব ভালো বল করেছে। তাওহীদ ও সাকিব ভাই জুটি গড়েছে। লোয়ার অর্ডাররা কখনো অনেক রান করতে পারেনি। কিন্তু এই ম্যাচে তারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দেখিয়েছে। এটা দলের জন্য অনেক ইতিবাচক।’
ভারতের বিপক্ষে জয়ের পর অধিনায়ক সাকিবও ভালো অনুভূত করছেন বলে জানিয়েছেন মিরাজ। তিনি বলেছেন, ‘অধিনায়ক অবশ্যই খুব ভালো অনুভব করেছে। যেহেতু ভারতের সঙ্গে জিতেছি। অধিনায়ক সবাইকে অভিনন্দন জানিয়েছে। বিশেষ করে যারা জুনিয়র ক্রিকেটার, ওরা তো খুব ভালো খেলেছে।’
এবারের এশিয়া কাপে চোটের সমস্যা ভালোই ভুগিয়েছে বাংলাদেশ দলকে। ফলে কম্বিনেশনেও অনেক পরিবর্তন আনতে হয়েছে, যেটার সঙ্গে ভালোভাবেই জড়িয়েছেন মিরাজ। দলের প্রয়োজনে তাঁকে ভিন্ন পজিশনে খেলতে হয়েছে। এ নিয়ে মিরাজ বলেছেন, ‘এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে। এটা আসলে টিম কম্বিনেশনের কারণেই দেওয়া হয়েছে। কারণ, যদি ওপেনাররা সুস্থ থাকত প্রথম থেকে, তাহলে হয়তো আমি করতাম না। নিয়মিত যে ওপেনার ছিল, তারাই করত। হয়তো টিম কম্বিনেশনের জন্য আমাকে ওপরে খেলতে হয়েছে। আলহামদুলিল্লাহ, একটা ম্যাচে ভালো করেছি। সব মিলিয়ে আমি মনে করি এশিয়া কাপে ক্রিকেটারদের চোট খুব ভুগিয়েছে।’

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
২৮ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে