
টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দ নিয়ে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে সিরিজের শুরুটা ভালো হয়নি তাদের। কিউইরা প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ে। আর গতকাল সিরিজ বাঁচানো ম্যাচ খেলতে নেমে বৃষ্টি আইনে ৫০ রানে উইন্ডিজকে হারিয়ে সমতা ফিরিয়েছে তারা।
অবশ্য দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলের অধিনায়ক কেন উইলিয়ামসন চোটে পড়ে ম্যাচ থেকে ছিটকে যান। তিনি না থাকলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি কিউইদের। ২১৩ রানের লক্ষ্যে উইন্ডিজরা ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায়। কাইল মায়ারসকে আউট করে শুরুটা করেন ট্রেন্ট বোল্ট। এরপর বোল্টের সঙ্গে উইকেট নেওয়াতে যুক্ত হন টিম সাউদি। দুজনে মিলে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দেন তাঁরা। দলীয় মাত্র ৭২ রানে এ দুই পেসার ৮ উইকেট তুলে নেন উইন্ডিজের। ১০০-এর নিচে অলআউট করার সম্ভাবনা জাগলেও তা হয়নি স্বাগতিক ব্যাটার ইয়ানিক কারিয়া ও আলজেরি জোসেফের জন্য। নবম উইকেটে তাঁরা ৮৫ রান যোগ করে দলের হারের ব্যবধান কমান। শেষ পর্যন্ত ক্যারিবিয়ানরা ১৬১ রানে অলআউট হলে ৫০ রানের জয় পায় নিউজিল্যান্ড। সাউদি নেন ৪ উইকেট, বোল্টের শিকার ৩ উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। ৩১ রানের মধ্যে সফরকারীরা ৩ উইকেট হারায়। চতুর্থ উইকেটে ফিন অ্যালেন ও ড্যারল মিচেলের ৮৪ রানের জুটি দলকে বড় সংগ্রহের আশা দেখায়। তবে মিচেল ৪১ রানে আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারায় কিউইরা। শেষ পর্যন্ত ম্যাচ-সেরা অ্যালেনের ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে ২১২ রান করে নিউজিল্যান্ড। ৪১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের সেরা বোলার স্পিনার কেভিন সিনক্লিয়ার। ম্যাচে দুবার বৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত খেলা ৪১ ওভারে হয়। বৃষ্টির কারণে ৯ ওভার কমলেও উইন্ডিজেদের জন্য লক্ষ্য মাত্র ১ রান কমে।
সিরিজ নির্ধারণী শেষ ও তৃতীয় ওয়ানডে হবে আগামী রোববার।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দ নিয়ে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে সিরিজের শুরুটা ভালো হয়নি তাদের। কিউইরা প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ে। আর গতকাল সিরিজ বাঁচানো ম্যাচ খেলতে নেমে বৃষ্টি আইনে ৫০ রানে উইন্ডিজকে হারিয়ে সমতা ফিরিয়েছে তারা।
অবশ্য দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলের অধিনায়ক কেন উইলিয়ামসন চোটে পড়ে ম্যাচ থেকে ছিটকে যান। তিনি না থাকলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি কিউইদের। ২১৩ রানের লক্ষ্যে উইন্ডিজরা ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায়। কাইল মায়ারসকে আউট করে শুরুটা করেন ট্রেন্ট বোল্ট। এরপর বোল্টের সঙ্গে উইকেট নেওয়াতে যুক্ত হন টিম সাউদি। দুজনে মিলে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দেন তাঁরা। দলীয় মাত্র ৭২ রানে এ দুই পেসার ৮ উইকেট তুলে নেন উইন্ডিজের। ১০০-এর নিচে অলআউট করার সম্ভাবনা জাগলেও তা হয়নি স্বাগতিক ব্যাটার ইয়ানিক কারিয়া ও আলজেরি জোসেফের জন্য। নবম উইকেটে তাঁরা ৮৫ রান যোগ করে দলের হারের ব্যবধান কমান। শেষ পর্যন্ত ক্যারিবিয়ানরা ১৬১ রানে অলআউট হলে ৫০ রানের জয় পায় নিউজিল্যান্ড। সাউদি নেন ৪ উইকেট, বোল্টের শিকার ৩ উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। ৩১ রানের মধ্যে সফরকারীরা ৩ উইকেট হারায়। চতুর্থ উইকেটে ফিন অ্যালেন ও ড্যারল মিচেলের ৮৪ রানের জুটি দলকে বড় সংগ্রহের আশা দেখায়। তবে মিচেল ৪১ রানে আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারায় কিউইরা। শেষ পর্যন্ত ম্যাচ-সেরা অ্যালেনের ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে ২১২ রান করে নিউজিল্যান্ড। ৪১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের সেরা বোলার স্পিনার কেভিন সিনক্লিয়ার। ম্যাচে দুবার বৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত খেলা ৪১ ওভারে হয়। বৃষ্টির কারণে ৯ ওভার কমলেও উইন্ডিজেদের জন্য লক্ষ্য মাত্র ১ রান কমে।
সিরিজ নির্ধারণী শেষ ও তৃতীয় ওয়ানডে হবে আগামী রোববার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১৪ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে