নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের পরই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য অনাপত্তিপত্র নাহিদ রানাকে আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সিলেটে সিরিজের প্রথম টেস্ট গতকাল চার দিনে শেষ হয়েছে। এবার জানা গেল রানার পাকিস্তানে উড়াল দেওয়ার সময়।
সিলেট থেকে বিমানে আজ ঢাকায় এসে পৌঁছেছেন রানা। আতহার আলী খান নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রানা ও জাকির হাসানের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন। সূত্রে জানা গেছে, আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন রানা। বাংলাদেশের এই গতিতারকাকে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি।
রিশাদ হোসেনের মুখোমুখি তাহলে এবার হতে পারছেন না রানা। কারণ, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সে খেলছেন রিশাদ। বাংলাদেশি এই লেগস্পিনার পুরো পিএসএল খেলার অনাপত্তিপত্র পেয়েছেন। আরেক বাংলাদেশি লিটন দাসকেও পিএসএলের পুরোটা সময় খেলতে অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। কিন্তু চোটে পড়ায় পাকিস্তানের এই টুর্নামেন্টে একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। তাঁকে নিয়েছিল করাচি কিংস।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই রানা নজর কেড়েছেন। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের চেয়েও বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের কাবু করতে সিদ্ধহস্ত তিনি। বাংলাদেশের এই গতিতারকার প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ, ইরফান পাঠানের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে রানা পেয়েছেন ৩ উইকেট। এই টেস্ট বাংলাদেশ হেরেছে ৩ উইকেটে। গতকাল প্রথম টেস্ট শেষের দিনই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। রানার পরিবর্তে দলে এসেছেন তানভীর ইসলাম।
রানা-রিশাদের মুখোমুখি হওয়ার সুযোগ এবারের পিএসএলে অবশ্য রয়েছে। ৯ মে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে লাহোর-পেশোয়ার। ৪ ও ২ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার তিন ও চারে লাহোর ও পেশোয়ার। দুটি দলই খেলেছে চারটি করে ম্যাচ।
আরও পড়ুন:
বাংলাদেশের গতিতারকা নাহিদ রানাকে জিম্বাবুয়ের হুংকার
‘সেঞ্চুরিতে’ পাকিস্তানি ক্রিকেটারের নতুন রেকর্ড, আরও পেছালেন রিশাদ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের পরই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য অনাপত্তিপত্র নাহিদ রানাকে আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সিলেটে সিরিজের প্রথম টেস্ট গতকাল চার দিনে শেষ হয়েছে। এবার জানা গেল রানার পাকিস্তানে উড়াল দেওয়ার সময়।
সিলেট থেকে বিমানে আজ ঢাকায় এসে পৌঁছেছেন রানা। আতহার আলী খান নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রানা ও জাকির হাসানের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন। সূত্রে জানা গেছে, আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন রানা। বাংলাদেশের এই গতিতারকাকে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি।
রিশাদ হোসেনের মুখোমুখি তাহলে এবার হতে পারছেন না রানা। কারণ, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সে খেলছেন রিশাদ। বাংলাদেশি এই লেগস্পিনার পুরো পিএসএল খেলার অনাপত্তিপত্র পেয়েছেন। আরেক বাংলাদেশি লিটন দাসকেও পিএসএলের পুরোটা সময় খেলতে অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। কিন্তু চোটে পড়ায় পাকিস্তানের এই টুর্নামেন্টে একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। তাঁকে নিয়েছিল করাচি কিংস।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই রানা নজর কেড়েছেন। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের চেয়েও বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের কাবু করতে সিদ্ধহস্ত তিনি। বাংলাদেশের এই গতিতারকার প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ, ইরফান পাঠানের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে রানা পেয়েছেন ৩ উইকেট। এই টেস্ট বাংলাদেশ হেরেছে ৩ উইকেটে। গতকাল প্রথম টেস্ট শেষের দিনই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। রানার পরিবর্তে দলে এসেছেন তানভীর ইসলাম।
রানা-রিশাদের মুখোমুখি হওয়ার সুযোগ এবারের পিএসএলে অবশ্য রয়েছে। ৯ মে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে লাহোর-পেশোয়ার। ৪ ও ২ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার তিন ও চারে লাহোর ও পেশোয়ার। দুটি দলই খেলেছে চারটি করে ম্যাচ।
আরও পড়ুন:
বাংলাদেশের গতিতারকা নাহিদ রানাকে জিম্বাবুয়ের হুংকার
‘সেঞ্চুরিতে’ পাকিস্তানি ক্রিকেটারের নতুন রেকর্ড, আরও পেছালেন রিশাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
৩২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
২ ঘণ্টা আগে