Ajker Patrika

আইপিএলের বাকি অংশ শুরু ১৯ সেপ্টেম্বর 

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৭: ৫৯
আইপিএলের বাকি অংশ শুরু ১৯ সেপ্টেম্বর 

স্থগিতের পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের বাকি অংশ আয়োজনের সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সেই চেষ্টা এবার আলোর মুখ দেখেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোববার এক বিবৃতিতে আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ২৭ দিনের সূচিতে ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর। এই ২৭ দিনে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে ৩১টি ম্যাচ। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচে ২০ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮ অক্টোবর হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

প্রথম কোয়ালিফায়ার ১০ অক্টোবর। এলিমিনেটর ১১ অক্টোবর। ১৩ অক্টোবর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর আগামী ১৫ অক্টোবর হবে ফাইনাল। ফাইনালের ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আগের মতোই দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। একই দিনে রাত ৮টায় শুরু হবে আরেক ম্যাচ।

দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি ১৩ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে দুবাই। শারজায় হবে ১০টি এবং আবুধাবিতে হবে ৮টি ম্যাচ। এর আগে আইপিএলের প্রথম পর্বে ২৯টি ম্যাচ হয়েছিল। পরে আইপিএলের জৈব সুরক্ষাবলয়ে করোনা হানা দিলে বাধ্য হয়ে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত