Ajker Patrika

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, মুখ খুললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৬: ০৬
সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, মুখ খুললেন শান্ত

দেশে সাকিব আল হাসানের নামে দায়ের করা হয়েছে হত্যা মামলা। মাঠের বাইরের এত বড় বিতর্ক ছাপিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ক্রিকেটারদের পাশাপাশি ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদ জানাচ্ছেন সাকিবের এই মামলা ইস্যুতে।

সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, শরীফুল ইসলামরা। এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা ‘অপ্রত্যাশিত’—বললেন তিনি।

গত ৫ আগস্ট আদাবর থানায় এক পোশাককর্মীকে হত্যা মামলায় সাকিবকেও আসামি করা হয়। একজন দেশসেরা ক্রিকেটারের বিরুদ্ধে হত্যা মামলা, দেশে ও দেশের বাইরে ব্যাপক আলোচনার বিষয় এখন এটি। তবে দুঃসময়ে সাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের।

আজ সকালে শান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বদরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন। তাঁর নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, আঁধার কেটে  নতুন আলো আসবে।’ 

হত্যা মামলা মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় এক টেস্ট জয়ে ভূমিকা রাখেন সাকিব। বল হাতে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। তাতে ক্রিকেট ইতিহাসে সফলতম বাঁহাতি স্পিনারের তালিকায় শীর্ষস্থানে নাম লেখালেন সাকিব। ড্যানিয়েল ভেট্টোরির চেয়ে ২ উইকেট পিছিয়ে থেকে রাওয়ালপিন্ডিতে খেলতে নেমেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ৪৮২ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন ৭০৭, বাঁহাতি স্পিনারদের মধ্যে যা সর্বোচ্চ। ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ভেট্টোরির। 

হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে এক আইনজীবী বিসিবিকে উকিল নোটিশ পাঠিয়েছেন। বিসিবিও সাকিব ইস্যুতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। তবে এখনো সাকিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত