ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

দেশে সাকিব আল হাসানের নামে দায়ের করা হয়েছে হত্যা মামলা। মাঠের বাইরের এত বড় বিতর্ক ছাপিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ক্রিকেটারদের পাশাপাশি ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদ জানাচ্ছেন সাকিবের এই মামলা ইস্যুতে।
সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, শরীফুল ইসলামরা। এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা ‘অপ্রত্যাশিত’—বললেন তিনি।
গত ৫ আগস্ট আদাবর থানায় এক পোশাককর্মীকে হত্যা মামলায় সাকিবকেও আসামি করা হয়। একজন দেশসেরা ক্রিকেটারের বিরুদ্ধে হত্যা মামলা, দেশে ও দেশের বাইরে ব্যাপক আলোচনার বিষয় এখন এটি। তবে দুঃসময়ে সাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের।
আজ সকালে শান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বদরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন। তাঁর নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, আঁধার কেটে নতুন আলো আসবে।’
হত্যা মামলা মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় এক টেস্ট জয়ে ভূমিকা রাখেন সাকিব। বল হাতে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। তাতে ক্রিকেট ইতিহাসে সফলতম বাঁহাতি স্পিনারের তালিকায় শীর্ষস্থানে নাম লেখালেন সাকিব। ড্যানিয়েল ভেট্টোরির চেয়ে ২ উইকেট পিছিয়ে থেকে রাওয়ালপিন্ডিতে খেলতে নেমেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ৪৮২ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন ৭০৭, বাঁহাতি স্পিনারদের মধ্যে যা সর্বোচ্চ। ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ভেট্টোরির।
হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে এক আইনজীবী বিসিবিকে উকিল নোটিশ পাঠিয়েছেন। বিসিবিও সাকিব ইস্যুতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। তবে এখনো সাকিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

দেশে সাকিব আল হাসানের নামে দায়ের করা হয়েছে হত্যা মামলা। মাঠের বাইরের এত বড় বিতর্ক ছাপিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ক্রিকেটারদের পাশাপাশি ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদ জানাচ্ছেন সাকিবের এই মামলা ইস্যুতে।
সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, শরীফুল ইসলামরা। এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা ‘অপ্রত্যাশিত’—বললেন তিনি।
গত ৫ আগস্ট আদাবর থানায় এক পোশাককর্মীকে হত্যা মামলায় সাকিবকেও আসামি করা হয়। একজন দেশসেরা ক্রিকেটারের বিরুদ্ধে হত্যা মামলা, দেশে ও দেশের বাইরে ব্যাপক আলোচনার বিষয় এখন এটি। তবে দুঃসময়ে সাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের।
আজ সকালে শান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বদরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন। তাঁর নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, আঁধার কেটে নতুন আলো আসবে।’
হত্যা মামলা মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় এক টেস্ট জয়ে ভূমিকা রাখেন সাকিব। বল হাতে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। তাতে ক্রিকেট ইতিহাসে সফলতম বাঁহাতি স্পিনারের তালিকায় শীর্ষস্থানে নাম লেখালেন সাকিব। ড্যানিয়েল ভেট্টোরির চেয়ে ২ উইকেট পিছিয়ে থেকে রাওয়ালপিন্ডিতে খেলতে নেমেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ৪৮২ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন ৭০৭, বাঁহাতি স্পিনারদের মধ্যে যা সর্বোচ্চ। ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ভেট্টোরির।
হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে এক আইনজীবী বিসিবিকে উকিল নোটিশ পাঠিয়েছেন। বিসিবিও সাকিব ইস্যুতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। তবে এখনো সাকিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে