
কাগজে কলমে সামান্যটুকু সম্ভাবনা ছিল পাকিস্তানের। টসে হেরে যাওয়ায় সেই সম্ভাবনাও শেষ হয় পাকিস্তানের। এতে করে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা শেষ তাদের।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের হৃদয় ভেঙে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কারণ পাকিস্তান আগে ব্যাট করে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারলে কম রানে অলআউট করার সুযোগ থাকত তাদের। সমীকরণটা হচ্ছে ৩৫০ রান করে প্রতিপক্ষকে ৬৩ রানে অলআউট করা।
অন্যদিকে ইংল্যান্ড আগে ব্যাটিং করে ৩০০ রান করলে পাকিস্তানকে ৬.১ ওভারে নিতে হবে। সেদিক থেকে সমীকরণটা পাকিস্তানের জন্য অসম্ভব। তবে ৩০০ নয় ইংলিশরা ৩৩৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তানকে।
ইডেনে আজ দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। ইনিংস উদ্বোধন করতে নেমে পাকিস্তানের পেসারদের ওপর চড়াও হন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। দুজনে মিলে ৮২ রান যোগ করেন দলীয় খাতায়। সেটিও ১৩.৩ ওভারে। ৩১ রানে মালানকে আউট করে সেই জুটি ভাঙেন ইফতিখার আহমেদ।
জুটি ভেঙে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি বেয়ারস্টোও। তবে ফিরে যাওয়ার আগে এবারে বিশ্বকাপে দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন তিনি। ৫৯ রানে হারিস রউফের শিকার হন তিনি। তাঁর ইনিংসটি ১ ছক্কা ও ৭ চারে সাজানো।
দ্রুত ২ উইকেট তুলে নিয়ে পাকিস্তান যখন ম্যাচে ফেরার চেষ্টা করছিল ঠিক তখনই তাদের বড় ধাক্কাটা দেন জো রুট ও বেন স্টোকস। ১৩২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন। ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দিলেও দুজনের কেউই সেঞ্চুরি করতে পারেনি।
সতীর্থর পরে নেমে দ্রুত ৮৪ রান করেন শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হন স্টোকস। ইনিংসটি সাজান ১১ চারের বিপরীতে ২ ছক্কায়। আর তিনে নেমে রুট করেন ৬০। তাঁর ইনিংসে ছক্কা নেই বাউন্ডারি চারটি। দুজনে কাছাকাছি সময়েও ফেরেন।
দলীয় ২৪০ রানে স্টোকস বিদায়ের পর ২৫৭ রানে আউট হন রুট। শেষ দিকে দুটি পঁচিশোর্ধ্ব ইনিংস খেলে দলকে ৯ উইকেটে ৩৩৭ রানের স্কোর এনে দেন দুই ইংলিশ ব্যাটার বাটলার ও হ্যারি ব্রুক। ব্রুকের ৩০ রানের বিপরীতে ২৭ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। ৬৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার হারিস।

কাগজে কলমে সামান্যটুকু সম্ভাবনা ছিল পাকিস্তানের। টসে হেরে যাওয়ায় সেই সম্ভাবনাও শেষ হয় পাকিস্তানের। এতে করে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা শেষ তাদের।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের হৃদয় ভেঙে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কারণ পাকিস্তান আগে ব্যাট করে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারলে কম রানে অলআউট করার সুযোগ থাকত তাদের। সমীকরণটা হচ্ছে ৩৫০ রান করে প্রতিপক্ষকে ৬৩ রানে অলআউট করা।
অন্যদিকে ইংল্যান্ড আগে ব্যাটিং করে ৩০০ রান করলে পাকিস্তানকে ৬.১ ওভারে নিতে হবে। সেদিক থেকে সমীকরণটা পাকিস্তানের জন্য অসম্ভব। তবে ৩০০ নয় ইংলিশরা ৩৩৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তানকে।
ইডেনে আজ দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। ইনিংস উদ্বোধন করতে নেমে পাকিস্তানের পেসারদের ওপর চড়াও হন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। দুজনে মিলে ৮২ রান যোগ করেন দলীয় খাতায়। সেটিও ১৩.৩ ওভারে। ৩১ রানে মালানকে আউট করে সেই জুটি ভাঙেন ইফতিখার আহমেদ।
জুটি ভেঙে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি বেয়ারস্টোও। তবে ফিরে যাওয়ার আগে এবারে বিশ্বকাপে দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন তিনি। ৫৯ রানে হারিস রউফের শিকার হন তিনি। তাঁর ইনিংসটি ১ ছক্কা ও ৭ চারে সাজানো।
দ্রুত ২ উইকেট তুলে নিয়ে পাকিস্তান যখন ম্যাচে ফেরার চেষ্টা করছিল ঠিক তখনই তাদের বড় ধাক্কাটা দেন জো রুট ও বেন স্টোকস। ১৩২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন। ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দিলেও দুজনের কেউই সেঞ্চুরি করতে পারেনি।
সতীর্থর পরে নেমে দ্রুত ৮৪ রান করেন শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হন স্টোকস। ইনিংসটি সাজান ১১ চারের বিপরীতে ২ ছক্কায়। আর তিনে নেমে রুট করেন ৬০। তাঁর ইনিংসে ছক্কা নেই বাউন্ডারি চারটি। দুজনে কাছাকাছি সময়েও ফেরেন।
দলীয় ২৪০ রানে স্টোকস বিদায়ের পর ২৫৭ রানে আউট হন রুট। শেষ দিকে দুটি পঁচিশোর্ধ্ব ইনিংস খেলে দলকে ৯ উইকেটে ৩৩৭ রানের স্কোর এনে দেন দুই ইংলিশ ব্যাটার বাটলার ও হ্যারি ব্রুক। ব্রুকের ৩০ রানের বিপরীতে ২৭ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। ৬৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার হারিস।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে