
ওমানের বিপক্ষে গতকাল ২৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের রাউন্ড অর্থাৎ, সুপার টুয়েলভসে খেলতে হলেও আরও একটি জয় দরকার মাহমুদউল্লাহর দলের। পাপুয়া নিউগিনির বিপক্ষে আগামীকালের ম্যাচে শুধু জিতলেই হচ্ছে না, জয়টা হতে হবে অন্তত তিন রানের বা তিন বল আগেই।
‘বি’ গ্রুপের প্রতিটি দলই এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কেবল স্কটল্যান্ড। দুই জয়ে ৪ পয়েন্টের সঙ্গে +.৫৭ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কাইল কোয়েৎজারের দল। এক ম্যাচ জিতে ওমান আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। এক ম্যাচ জিতেও রানরেটের কারণে বাংলাদেশের অবস্থান তিনে। চার নম্বরে থাকা পাপুয়া নিউগিনি হেরেছে দুটি ম্যাচেই। আগামীকাল প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দলগুলো।
আগামীকাল দিনের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ এবং পাপুয়া নিউগিনি আর রাতের ম্যাচে স্কটল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনিকে হারাতে পারে আর রাতের ম্যাচে স্কটল্যান্ড জয় পায় ওমানের বিপক্ষে তবে কোন জটিল সমীকরণ ছাড়াই সুপার টুয়েলভসের রাস্তা পরিষ্কার হবে বাংলাদেশের। সে ক্ষেত্রে গ্রুপ রানার্সআপ আপ হয়ে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভসে। আর তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ড যাবে পরের রাউন্ডে।
তবে আগামীকাল যদি বাংলাদেশ জেতে এবং পরের ম্যাচে ওমান জয় পায় তবে বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে চার। তিন দলের পয়েন্ট সমান হলে দুটি ম্যাচের ফল ও সেই হিসেবে রান রেটের ভিত্তিতে দুটি দল সুপার টুয়েলভসে কোয়ালিফাই করবে। রাতের ম্যাচে ওমান স্কটল্যান্ডের বিপক্ষে যদি জেতে আর বাংলাদেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে কমপক্ষে ৩ রানের ব্যবধানে জয় পেলে রান রেটে পিছিয়ে যাবে স্কটল্যান্ড। সে ক্ষেত্রে বাদ পড়বে স্কটিশরা।

ওমানের বিপক্ষে গতকাল ২৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের রাউন্ড অর্থাৎ, সুপার টুয়েলভসে খেলতে হলেও আরও একটি জয় দরকার মাহমুদউল্লাহর দলের। পাপুয়া নিউগিনির বিপক্ষে আগামীকালের ম্যাচে শুধু জিতলেই হচ্ছে না, জয়টা হতে হবে অন্তত তিন রানের বা তিন বল আগেই।
‘বি’ গ্রুপের প্রতিটি দলই এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কেবল স্কটল্যান্ড। দুই জয়ে ৪ পয়েন্টের সঙ্গে +.৫৭ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কাইল কোয়েৎজারের দল। এক ম্যাচ জিতে ওমান আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। এক ম্যাচ জিতেও রানরেটের কারণে বাংলাদেশের অবস্থান তিনে। চার নম্বরে থাকা পাপুয়া নিউগিনি হেরেছে দুটি ম্যাচেই। আগামীকাল প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দলগুলো।
আগামীকাল দিনের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ এবং পাপুয়া নিউগিনি আর রাতের ম্যাচে স্কটল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনিকে হারাতে পারে আর রাতের ম্যাচে স্কটল্যান্ড জয় পায় ওমানের বিপক্ষে তবে কোন জটিল সমীকরণ ছাড়াই সুপার টুয়েলভসের রাস্তা পরিষ্কার হবে বাংলাদেশের। সে ক্ষেত্রে গ্রুপ রানার্সআপ আপ হয়ে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভসে। আর তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ড যাবে পরের রাউন্ডে।
তবে আগামীকাল যদি বাংলাদেশ জেতে এবং পরের ম্যাচে ওমান জয় পায় তবে বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে চার। তিন দলের পয়েন্ট সমান হলে দুটি ম্যাচের ফল ও সেই হিসেবে রান রেটের ভিত্তিতে দুটি দল সুপার টুয়েলভসে কোয়ালিফাই করবে। রাতের ম্যাচে ওমান স্কটল্যান্ডের বিপক্ষে যদি জেতে আর বাংলাদেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে কমপক্ষে ৩ রানের ব্যবধানে জয় পেলে রান রেটে পিছিয়ে যাবে স্কটল্যান্ড। সে ক্ষেত্রে বাদ পড়বে স্কটিশরা।

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তাই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
৭ মিনিট আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
২ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে