নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জেতার বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হার সঙ্গী হয়েছে সাকিব আল হাসানের দলের। স্বাগতিকদের দেওয়া ২৫৮ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ২৩৬ রানে।
শ্রীলঙ্কার দ্বিতীয় সারির বোলিং লাইনআপেরও যেন কোনো জবাব ছিল না বাংলাদেশের ব্যাটারদের কাছে। গ্রুপ পর্বে ক্যান্ডিতেও আজকের মতোই তাঁদের সামলাতে খাবি খেয়েছেন সাকিব আল হাসানরা। তবে এদিন বাংলাদেশের শুরুটা ভালো হয়। ওপেনিং জুটির পর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারান শুরু হয়। একপ্রান্তে ব্যাটারদের যাওয়া-আসার মাঝে আশার সারথি হয়ে ছিলেন তাওহীদ হৃদয়। মূলত তাঁর ৮২ রানের দুর্দান্ত ইনিংসটি শেষ হতেই বাংলাদেশের ম্যাচ জেতার স্বপ্ন শেষ হয়ে যায়। মহীশ তিকশানার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হৃদয়। রিভিউ নিয়ে লাভ হয়নি। হৃদয়ের ৯৭ বলের ইনিংসে ৭ চার ও এক ছক্কা।
হৃদয়ের ইনিংসটি ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো রান আর দুই ওপেনার ও মুশফিকের। ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। মেহেদি হাসান মিরাজ ২৯ বলে ২৮ রান করে আউট হন। ইনিংসজুড়ে সংগ্রাম করা আরেক ওপেনার নাঈম শেখ ৪৬ বলে ২১ রান করেন। হতাশার ছবি এঁকেছেন লিটন দাস (১৫), সাকিব আল হাসান (৩)।
মুশফিকের সঙ্গে হৃদয়ের পঞ্চম উইকেট জুটি আশা জাগিয়েছিল বটে। তবে দাসুন শানাকাকে তুলে মারতে গিয়ে কাসুন রাজিথার হাতে ক্যাচ দিয়ে আশাহত করেছেন অভিজ্ঞ মুশফিক। তাঁর ইনিংসটি ২৯ রানের। মূলত মুশফিকের আউটের পরই এই ম্যাচে বাংলাদেশের ভাগ্য লেখা হয়ে যায়। শামীম হোসেন পাটোয়ারি ৫ রানে আউট হলে সেটা আরও নিশ্চিত হয়ে যায়।
তবে বিপর্যয়ের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান হৃদয়। তাঁর নিঃসঙ্গ লড়াইটা শেষ পর্যন্ত সমাপ্ত হয়েছে এলবিডব্লিউর বিপক্ষে আম্পায়ার্স কলে। শেষ উইকেটে নাসুম আহমেদ আর হাসান মাহমুদের দুটো ক্যামিং ইনিংস বাংলাদশের আক্ষেপই বাড়িয়েছে শুধু। নাসুম ১৫ বলে ১৫ ও হাসান ৭ বলে ১০ রান করেন। পাতিরানার বলে নাসুমের আউটের মধ্যে দিয়ে শেষ বাংলাদেশের ২১ রানে পরাজয়ের ম্যাচ।

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জেতার বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হার সঙ্গী হয়েছে সাকিব আল হাসানের দলের। স্বাগতিকদের দেওয়া ২৫৮ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ২৩৬ রানে।
শ্রীলঙ্কার দ্বিতীয় সারির বোলিং লাইনআপেরও যেন কোনো জবাব ছিল না বাংলাদেশের ব্যাটারদের কাছে। গ্রুপ পর্বে ক্যান্ডিতেও আজকের মতোই তাঁদের সামলাতে খাবি খেয়েছেন সাকিব আল হাসানরা। তবে এদিন বাংলাদেশের শুরুটা ভালো হয়। ওপেনিং জুটির পর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারান শুরু হয়। একপ্রান্তে ব্যাটারদের যাওয়া-আসার মাঝে আশার সারথি হয়ে ছিলেন তাওহীদ হৃদয়। মূলত তাঁর ৮২ রানের দুর্দান্ত ইনিংসটি শেষ হতেই বাংলাদেশের ম্যাচ জেতার স্বপ্ন শেষ হয়ে যায়। মহীশ তিকশানার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হৃদয়। রিভিউ নিয়ে লাভ হয়নি। হৃদয়ের ৯৭ বলের ইনিংসে ৭ চার ও এক ছক্কা।
হৃদয়ের ইনিংসটি ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো রান আর দুই ওপেনার ও মুশফিকের। ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। মেহেদি হাসান মিরাজ ২৯ বলে ২৮ রান করে আউট হন। ইনিংসজুড়ে সংগ্রাম করা আরেক ওপেনার নাঈম শেখ ৪৬ বলে ২১ রান করেন। হতাশার ছবি এঁকেছেন লিটন দাস (১৫), সাকিব আল হাসান (৩)।
মুশফিকের সঙ্গে হৃদয়ের পঞ্চম উইকেট জুটি আশা জাগিয়েছিল বটে। তবে দাসুন শানাকাকে তুলে মারতে গিয়ে কাসুন রাজিথার হাতে ক্যাচ দিয়ে আশাহত করেছেন অভিজ্ঞ মুশফিক। তাঁর ইনিংসটি ২৯ রানের। মূলত মুশফিকের আউটের পরই এই ম্যাচে বাংলাদেশের ভাগ্য লেখা হয়ে যায়। শামীম হোসেন পাটোয়ারি ৫ রানে আউট হলে সেটা আরও নিশ্চিত হয়ে যায়।
তবে বিপর্যয়ের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান হৃদয়। তাঁর নিঃসঙ্গ লড়াইটা শেষ পর্যন্ত সমাপ্ত হয়েছে এলবিডব্লিউর বিপক্ষে আম্পায়ার্স কলে। শেষ উইকেটে নাসুম আহমেদ আর হাসান মাহমুদের দুটো ক্যামিং ইনিংস বাংলাদশের আক্ষেপই বাড়িয়েছে শুধু। নাসুম ১৫ বলে ১৫ ও হাসান ৭ বলে ১০ রান করেন। পাতিরানার বলে নাসুমের আউটের মধ্যে দিয়ে শেষ বাংলাদেশের ২১ রানে পরাজয়ের ম্যাচ।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৪ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে