
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
তামিম ইকবালের সঙ্গে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপে না রাখায় অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহকে নিয়ে গত কিছুদিন অনেক আলোচনা–সমালোচনা হয়েছে। এবার তাঁকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। এটি তাঁর ক্যারিয়ারের শেষ সুযোগ হতে পারে। চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম।
তামিম–মাহমুদউল্লাহর সঙ্গে দলে ফিরেছেন সৌম্য সরকার ও নুরুল হাসানও। মাঝে দুজনই অনেক দিন ধরে দলের বাইরে ছিলেন। অন্যদিকে প্রথমবারের মতো ওয়ানডেতে অভিষেকের সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন—জাকির হাসান, খালেদ আহমেদ ও রিশাদ হাসান। অবশ্য তিনজনেরই আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার জাকির ও পেসার খালেদের ক্যারিয়ার শুরু হয়েছে টেস্ট ক্রিকেট দিয়ে। অন্যদিকে টি–টোয়েন্টি দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছে লেগ স্পিনার রিশাদের।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। নিয়মিত অধিনায়কের সঙ্গে এশিয়া কাপে খেলা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। সাকিব না থাকায় দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘ক্রিকেটারদের মানসিক ও শারীরিক কথা বিবেচনা করেই কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেননা ভারতে লম্বা সময়ের জন্য বিশ্বকাপ হবে। বড় টুর্নামেন্টের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে অন্যদের দেখারও সুযোগ এই সিরিজ।’
অন্যদিকে এশিয়া কাপে ভালো না করায় বাদ পড়েছেন নাঈম শেখ, আফিফ হোসেন ও শামীম হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে মিরপুরে। প্রথম ম্যাচ হবে আগামী ২১ সেপ্টেম্বর। বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। এই সিরিজ শেষেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল। এর আগে কিউইরা ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দ্বিতীয় সারির দল নিয়ে এবার বাংলাদেশ সফরে আসছে সফরকারীরা। আজ রাতে নিউজিল্যান্ড দলের একাংশ ঢাকা বিমানবন্দরে নামবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
তামিম ইকবালের সঙ্গে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপে না রাখায় অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহকে নিয়ে গত কিছুদিন অনেক আলোচনা–সমালোচনা হয়েছে। এবার তাঁকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। এটি তাঁর ক্যারিয়ারের শেষ সুযোগ হতে পারে। চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম।
তামিম–মাহমুদউল্লাহর সঙ্গে দলে ফিরেছেন সৌম্য সরকার ও নুরুল হাসানও। মাঝে দুজনই অনেক দিন ধরে দলের বাইরে ছিলেন। অন্যদিকে প্রথমবারের মতো ওয়ানডেতে অভিষেকের সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন—জাকির হাসান, খালেদ আহমেদ ও রিশাদ হাসান। অবশ্য তিনজনেরই আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার জাকির ও পেসার খালেদের ক্যারিয়ার শুরু হয়েছে টেস্ট ক্রিকেট দিয়ে। অন্যদিকে টি–টোয়েন্টি দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছে লেগ স্পিনার রিশাদের।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। নিয়মিত অধিনায়কের সঙ্গে এশিয়া কাপে খেলা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। সাকিব না থাকায় দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘ক্রিকেটারদের মানসিক ও শারীরিক কথা বিবেচনা করেই কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেননা ভারতে লম্বা সময়ের জন্য বিশ্বকাপ হবে। বড় টুর্নামেন্টের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে অন্যদের দেখারও সুযোগ এই সিরিজ।’
অন্যদিকে এশিয়া কাপে ভালো না করায় বাদ পড়েছেন নাঈম শেখ, আফিফ হোসেন ও শামীম হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে মিরপুরে। প্রথম ম্যাচ হবে আগামী ২১ সেপ্টেম্বর। বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। এই সিরিজ শেষেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল। এর আগে কিউইরা ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দ্বিতীয় সারির দল নিয়ে এবার বাংলাদেশ সফরে আসছে সফরকারীরা। আজ রাতে নিউজিল্যান্ড দলের একাংশ ঢাকা বিমানবন্দরে নামবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৩ ঘণ্টা আগে