নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জয় দিয়ে সিরিজটা শেষ করতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিলেটে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে মেহেরবের দল। শেষ ম্যাচ হারলেও সিরিজটা অবশ্য ৩–২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৫৫ রানে অলআউট বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে তিন বল আর তিন উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান।
১৫৬ রানে লক্ষ্য ব্যাটিং করতে নেমে দলীয় ১৭ রানে সাবাউন বানুরির (৭) উইকেট হারায় আফগানিস্তান। এরপর দলীয় ২৪ রানে সুলিমান আরবজাই (১৪) আউট হলে চাপে পড়ে আফগানরা। ইসহাক জাজাই ও মুহাম্মাদুল্লাহ নাজিবুল্লাহ তৃতীয় উইকেটে ৪৯ রান যোগ করে সেই চাপ সামাল দেন। ইসহাক তুলে নেন অর্ধশতক। নাজিবুল্লাহ ১১, বিলাল আহমেদ ২ ও ইসহাক ৫২ রানে আউট হলে ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে আফগানরা।
পরে অধিনায়ক ইজাজ আহমেদের ৩২ ও ইজহারুল হক নাভিদের ২৯ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৯.৩ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান তুলে জয় নিশ্চিত করে আফগানিস্তান। বাংলাদেশের আশিকুর জামান ৩টি এবং মুশফিক হাসান, নাঈমুর রহমান ও আইচ মোল্লা ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও ইফতিখার ইসলাম। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। তবে ১১ রান করে মাহফিজুল আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আরিফুল ইসলাম (১), ইফতখার (২৬), আইচ মোল্লা (২) ও এসএম মেহেরব (৮) দ্রুত বিদায় নিলে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলার যুবারা। এরপর আব্দুল্লাহ আল মামুনের ৩৭, তাহজিবুল ইসলাম, ১৫ ও নাঈমুর রহমানের ১৬ রানে শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ১৫৫ রানে অলআউট বাংলাদেশ।

জয় দিয়ে সিরিজটা শেষ করতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিলেটে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে মেহেরবের দল। শেষ ম্যাচ হারলেও সিরিজটা অবশ্য ৩–২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৫৫ রানে অলআউট বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে তিন বল আর তিন উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান।
১৫৬ রানে লক্ষ্য ব্যাটিং করতে নেমে দলীয় ১৭ রানে সাবাউন বানুরির (৭) উইকেট হারায় আফগানিস্তান। এরপর দলীয় ২৪ রানে সুলিমান আরবজাই (১৪) আউট হলে চাপে পড়ে আফগানরা। ইসহাক জাজাই ও মুহাম্মাদুল্লাহ নাজিবুল্লাহ তৃতীয় উইকেটে ৪৯ রান যোগ করে সেই চাপ সামাল দেন। ইসহাক তুলে নেন অর্ধশতক। নাজিবুল্লাহ ১১, বিলাল আহমেদ ২ ও ইসহাক ৫২ রানে আউট হলে ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে আফগানরা।
পরে অধিনায়ক ইজাজ আহমেদের ৩২ ও ইজহারুল হক নাভিদের ২৯ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৯.৩ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান তুলে জয় নিশ্চিত করে আফগানিস্তান। বাংলাদেশের আশিকুর জামান ৩টি এবং মুশফিক হাসান, নাঈমুর রহমান ও আইচ মোল্লা ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও ইফতিখার ইসলাম। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। তবে ১১ রান করে মাহফিজুল আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আরিফুল ইসলাম (১), ইফতখার (২৬), আইচ মোল্লা (২) ও এসএম মেহেরব (৮) দ্রুত বিদায় নিলে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলার যুবারা। এরপর আব্দুল্লাহ আল মামুনের ৩৭, তাহজিবুল ইসলাম, ১৫ ও নাঈমুর রহমানের ১৬ রানে শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ১৫৫ রানে অলআউট বাংলাদেশ।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২৫ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩১ মিনিট আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৩ ঘণ্টা আগে