আজকের পত্রিকা ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে দুবাইয়ের অন্যতম বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ‘দ্য ময়দান’-এ উঠেছে। বা দলের সঙ্গে নির্বাচক আবদুর রাজ্জাকও রয়েছেন। দলের সঙ্গে অতিরিক্ত বোলার হিসেবে গিয়েছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাঁরা টুর্নামেন্ট শুরুর সঙ্গে সঙ্গে দল ছেড়ে ঢাকায় চলে আসবেন।
চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বে নামার আগে এখান থেকেই প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। টিম হোটেল থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রায় ৩০ কিলোমিটার দূরে। এরই পাশে আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। এখানেই প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। সূত্রে জানা গেছে, এখানেই বেশির ভাগ অনুশীলন চলবে। তবে ম্যাচের আগের দিন স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ মিলতে পারে।

আগামী চ্যাম্পিয়নস ট্রফির মূল মিশনে নামার আগে দুই দিন অনুশীলন করবেন শান্ত-মাহমুদউল্লাহ রিয়াদরা। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান।
দুবাইয়ের পর শান্ত-মুশফিকুর রহিমদের পাকিস্তানে যেতে হবে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দুটি হবে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশের জন্য রাওয়ালপিন্ডিকে পয়মন্ত ভেন্যু বলেই মনে করেন অধিনায়ক শান্ত। মিরপুরে কদিন আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কন্ডিশন আমাদের পক্ষে ভালো, উইকেটও ব্যাটিং সহায়ক হবে বলে আশা করছি। ব্যাটসম্যানরা নিজেদের প্রস্তুতি নিয়েছে, তারা জানে কীভাবে লম্বা ইনিংস গড়তে হয়। বোলাররাও দারুণ ছন্দে আছে। হাতে আরও ছয়-সাত দিন সময় রয়েছে, এই সময়টাকে কাজে লাগিয়ে দল আরও গুছিয়ে নিতে পারবে।’

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে দুবাইয়ের অন্যতম বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ‘দ্য ময়দান’-এ উঠেছে। বা দলের সঙ্গে নির্বাচক আবদুর রাজ্জাকও রয়েছেন। দলের সঙ্গে অতিরিক্ত বোলার হিসেবে গিয়েছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাঁরা টুর্নামেন্ট শুরুর সঙ্গে সঙ্গে দল ছেড়ে ঢাকায় চলে আসবেন।
চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বে নামার আগে এখান থেকেই প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। টিম হোটেল থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রায় ৩০ কিলোমিটার দূরে। এরই পাশে আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। এখানেই প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। সূত্রে জানা গেছে, এখানেই বেশির ভাগ অনুশীলন চলবে। তবে ম্যাচের আগের দিন স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ মিলতে পারে।

আগামী চ্যাম্পিয়নস ট্রফির মূল মিশনে নামার আগে দুই দিন অনুশীলন করবেন শান্ত-মাহমুদউল্লাহ রিয়াদরা। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান।
দুবাইয়ের পর শান্ত-মুশফিকুর রহিমদের পাকিস্তানে যেতে হবে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দুটি হবে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশের জন্য রাওয়ালপিন্ডিকে পয়মন্ত ভেন্যু বলেই মনে করেন অধিনায়ক শান্ত। মিরপুরে কদিন আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কন্ডিশন আমাদের পক্ষে ভালো, উইকেটও ব্যাটিং সহায়ক হবে বলে আশা করছি। ব্যাটসম্যানরা নিজেদের প্রস্তুতি নিয়েছে, তারা জানে কীভাবে লম্বা ইনিংস গড়তে হয়। বোলাররাও দারুণ ছন্দে আছে। হাতে আরও ছয়-সাত দিন সময় রয়েছে, এই সময়টাকে কাজে লাগিয়ে দল আরও গুছিয়ে নিতে পারবে।’

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৩ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে