আজকের পত্রিকা ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে দুবাইয়ের অন্যতম বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ‘দ্য ময়দান’-এ উঠেছে। বা দলের সঙ্গে নির্বাচক আবদুর রাজ্জাকও রয়েছেন। দলের সঙ্গে অতিরিক্ত বোলার হিসেবে গিয়েছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাঁরা টুর্নামেন্ট শুরুর সঙ্গে সঙ্গে দল ছেড়ে ঢাকায় চলে আসবেন।
চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বে নামার আগে এখান থেকেই প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। টিম হোটেল থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রায় ৩০ কিলোমিটার দূরে। এরই পাশে আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। এখানেই প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। সূত্রে জানা গেছে, এখানেই বেশির ভাগ অনুশীলন চলবে। তবে ম্যাচের আগের দিন স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ মিলতে পারে।

আগামী চ্যাম্পিয়নস ট্রফির মূল মিশনে নামার আগে দুই দিন অনুশীলন করবেন শান্ত-মাহমুদউল্লাহ রিয়াদরা। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান।
দুবাইয়ের পর শান্ত-মুশফিকুর রহিমদের পাকিস্তানে যেতে হবে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দুটি হবে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশের জন্য রাওয়ালপিন্ডিকে পয়মন্ত ভেন্যু বলেই মনে করেন অধিনায়ক শান্ত। মিরপুরে কদিন আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কন্ডিশন আমাদের পক্ষে ভালো, উইকেটও ব্যাটিং সহায়ক হবে বলে আশা করছি। ব্যাটসম্যানরা নিজেদের প্রস্তুতি নিয়েছে, তারা জানে কীভাবে লম্বা ইনিংস গড়তে হয়। বোলাররাও দারুণ ছন্দে আছে। হাতে আরও ছয়-সাত দিন সময় রয়েছে, এই সময়টাকে কাজে লাগিয়ে দল আরও গুছিয়ে নিতে পারবে।’

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে দুবাইয়ের অন্যতম বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ‘দ্য ময়দান’-এ উঠেছে। বা দলের সঙ্গে নির্বাচক আবদুর রাজ্জাকও রয়েছেন। দলের সঙ্গে অতিরিক্ত বোলার হিসেবে গিয়েছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাঁরা টুর্নামেন্ট শুরুর সঙ্গে সঙ্গে দল ছেড়ে ঢাকায় চলে আসবেন।
চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বে নামার আগে এখান থেকেই প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। টিম হোটেল থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রায় ৩০ কিলোমিটার দূরে। এরই পাশে আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। এখানেই প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। সূত্রে জানা গেছে, এখানেই বেশির ভাগ অনুশীলন চলবে। তবে ম্যাচের আগের দিন স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ মিলতে পারে।

আগামী চ্যাম্পিয়নস ট্রফির মূল মিশনে নামার আগে দুই দিন অনুশীলন করবেন শান্ত-মাহমুদউল্লাহ রিয়াদরা। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান।
দুবাইয়ের পর শান্ত-মুশফিকুর রহিমদের পাকিস্তানে যেতে হবে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দুটি হবে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশের জন্য রাওয়ালপিন্ডিকে পয়মন্ত ভেন্যু বলেই মনে করেন অধিনায়ক শান্ত। মিরপুরে কদিন আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কন্ডিশন আমাদের পক্ষে ভালো, উইকেটও ব্যাটিং সহায়ক হবে বলে আশা করছি। ব্যাটসম্যানরা নিজেদের প্রস্তুতি নিয়েছে, তারা জানে কীভাবে লম্বা ইনিংস গড়তে হয়। বোলাররাও দারুণ ছন্দে আছে। হাতে আরও ছয়-সাত দিন সময় রয়েছে, এই সময়টাকে কাজে লাগিয়ে দল আরও গুছিয়ে নিতে পারবে।’

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে