
আর্জেন্টিনার হয়ে এবারই প্রথম বড় কোনো শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ক্লাব বার্সেলোনার গত মৌসুমটা অবশ্য কেটেছে অম্ল-মধুর। কোপা দেল রে জিতেই মৌসুম শেষ করেছিল স্প্যানিশ ক্লাবটি। তবে ব্যক্তিগত নৈপুণ্যে পিছিয়ে ছিলেন না মেসি।
এসব সাফল্যের স্বীকৃতি হিসেবে অনেকে তাই এ বছর ব্যালন ডি’অর মেসির হাতে দেখছেন। সেই দলেরই একজন ইতালিয়ান সাবেক ফরওয়ার্ড আন্তোনিও ক্যাসানো। তাঁর মতে, মেসি না জিতলে কলঙ্কিত হবে ব্যালন ডি’অর। ক্যাসানোর সঙ্গে নাকি একমত পোষণ করেছেন জর্জিনহোও। এই চেলসি মিডফিল্ডার নিজেই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে ও ইতালিকে ইউরোপ সেরা বানাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জর্জিনহো।
ধারণা করা হচ্ছে, ব্যালন ডি’অরের লড়াইটা মেসির সঙ্গে জর্জিনহোরই হবে। অথচ জর্জিনহো নিজেই নাকি ব্যালন ডি’অরের আশা ছেড়ে দিয়েছেন! ইতালির সাবেক ফরওয়ার্ড ক্যাসানো এমনটাই দাবি করেছেন। তাঁর দাবি, ‘আমরা প্রায় দেড় ঘণ্টা কথা বলেছি। আমি ওকে (জর্জিনহো) বলেছি, জর্জি তুমি কি বিশ্বাস করো মেসির বদলে তুমি ব্যালন ডি’অর পেলে সেটা কলঙ্ক হবে? ও আমাকে উত্তর দিয়েছে, অবশ্যই। মেসির সব সময় এটা জেতা উচিত।’
এ নিয়ে জর্জিনহো নিজেও অবশ্য ইংরেজি দৈনিক ডেইলি মিররের সঙ্গে কথা বলেছেন। সবাই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখে জানিয়ে এই চেলসি মিডফিল্ডার বলেছেন, ‘প্রত্যেকে এটার (ব্যালন ডি’অর) স্বপ্ন দেখে। সত্যি বলতে, এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। আপনি যদি প্রতিভার কথা বলেন তাহলে আমি বিশ্বসেরা নই। কিন্তু যদি শিরোপাকে মানদণ্ড ভাবেন তাহলে বলব, এ মৌসুমে আমার চেয়ে বেশি (শিরোপা) কেউ জেতেনি।’
নিজেকে মেসি-রোনালদোদের সঙ্গে তুলনা করতে নারাজ জর্জিনহো। বলেছেন, ‘আমি কীভাবে মেসি, নেইমার বা রোনালদোর সঙ্গে তুলনা করি? আমার কাছে তারা একেবারেই আলাদা। কিন্তু আমি আবার বলছি, এটা (ব্যালন ডি’অর) নির্ভর করছে একটা মানদণ্ডের ওপর।’

আর্জেন্টিনার হয়ে এবারই প্রথম বড় কোনো শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ক্লাব বার্সেলোনার গত মৌসুমটা অবশ্য কেটেছে অম্ল-মধুর। কোপা দেল রে জিতেই মৌসুম শেষ করেছিল স্প্যানিশ ক্লাবটি। তবে ব্যক্তিগত নৈপুণ্যে পিছিয়ে ছিলেন না মেসি।
এসব সাফল্যের স্বীকৃতি হিসেবে অনেকে তাই এ বছর ব্যালন ডি’অর মেসির হাতে দেখছেন। সেই দলেরই একজন ইতালিয়ান সাবেক ফরওয়ার্ড আন্তোনিও ক্যাসানো। তাঁর মতে, মেসি না জিতলে কলঙ্কিত হবে ব্যালন ডি’অর। ক্যাসানোর সঙ্গে নাকি একমত পোষণ করেছেন জর্জিনহোও। এই চেলসি মিডফিল্ডার নিজেই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে ও ইতালিকে ইউরোপ সেরা বানাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জর্জিনহো।
ধারণা করা হচ্ছে, ব্যালন ডি’অরের লড়াইটা মেসির সঙ্গে জর্জিনহোরই হবে। অথচ জর্জিনহো নিজেই নাকি ব্যালন ডি’অরের আশা ছেড়ে দিয়েছেন! ইতালির সাবেক ফরওয়ার্ড ক্যাসানো এমনটাই দাবি করেছেন। তাঁর দাবি, ‘আমরা প্রায় দেড় ঘণ্টা কথা বলেছি। আমি ওকে (জর্জিনহো) বলেছি, জর্জি তুমি কি বিশ্বাস করো মেসির বদলে তুমি ব্যালন ডি’অর পেলে সেটা কলঙ্ক হবে? ও আমাকে উত্তর দিয়েছে, অবশ্যই। মেসির সব সময় এটা জেতা উচিত।’
এ নিয়ে জর্জিনহো নিজেও অবশ্য ইংরেজি দৈনিক ডেইলি মিররের সঙ্গে কথা বলেছেন। সবাই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখে জানিয়ে এই চেলসি মিডফিল্ডার বলেছেন, ‘প্রত্যেকে এটার (ব্যালন ডি’অর) স্বপ্ন দেখে। সত্যি বলতে, এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। আপনি যদি প্রতিভার কথা বলেন তাহলে আমি বিশ্বসেরা নই। কিন্তু যদি শিরোপাকে মানদণ্ড ভাবেন তাহলে বলব, এ মৌসুমে আমার চেয়ে বেশি (শিরোপা) কেউ জেতেনি।’
নিজেকে মেসি-রোনালদোদের সঙ্গে তুলনা করতে নারাজ জর্জিনহো। বলেছেন, ‘আমি কীভাবে মেসি, নেইমার বা রোনালদোর সঙ্গে তুলনা করি? আমার কাছে তারা একেবারেই আলাদা। কিন্তু আমি আবার বলছি, এটা (ব্যালন ডি’অর) নির্ভর করছে একটা মানদণ্ডের ওপর।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। দরজায় যখন কড়া নাড়ছে আইসিসি ইভেন্ট, তখনই বড় ধাক্কা খেল আফগানরা। বিশ্বকাপই শেষ হয়ে গেল নাভিন উল হকের।
১ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ বিপিএল। লিগ পর্ব, প্লে-অফ পর্ব হিসাব করলে টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ। ঠিক এই সময়েই অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে এখন রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা বয়কটের কারণে ২০২৬ বিপিএলের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ পর্বের ম্যাচই নয়, পরিবর্তন করতে হয়েছে প্লে-অফের সূচিও। তবে ফাইনাল হবে নির্ধারিত দিনেই।
৩ ঘণ্টা আগে
দীপক চাহারের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বল সীমানার দড়ি ছোঁয়ার আগেই মেহেদী হাসান মিরাজ শূন্যে উড়লেন। বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে তখন উল্লাস। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কথা যে বলা হয়েছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
৩ ঘণ্টা আগে