
সিরিজ বাঁচাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। হিউস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্র শুরুতে এগোতে থাকে সাবলীলভাবে। স্বাগতিকদের ইনিংসের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন রিশাদ হোসেন।
টস জিতে আজ ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাটিং পেয়ে যুক্তরাষ্ট্র উদ্বোধনী জুটিতে তোলে ৪৪ রান। তখনই পরপর দুই বলে উইকেট নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন রিশাদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র ১০ ওভারে ২ উইকেটে করেছে ৬৮ রান।
প্রথমে ব্যাটিং পেয়ে শুরুটা রয়ে সয়ে করে যুক্তরাষ্ট্র। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২ রান করে স্বাগতিকেরা। পরের ওভার থেকে রান তোলার গতি বাড়াতে থাকেন দুই ওপেনার মোনাঙ্ক প্যাটেল ও স্টিভেন টেলর। পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভার) কোনো উইকেট না হারিয়ে ৪২ রান করে ফেলে যুক্তরাষ্ট্র। যেখানে ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে সাকিব আল হাসান খরচ করেন ১৫ রান। একটি করে চার ও ছক্কা মারেন টেলর। বেশি আক্রমণাত্মক হতে গিয়েই উইকেট খুইয়েছেন যুক্তরাষ্ট্রের এই ওপেনার। সপ্তম ওভারের চতুর্থ বলে রিশাদকে তুলে মারতে যান টেলর। লং অন থেকে দৌড়ে এসে সহজেই বল তালুবন্দী করেন তানজিদ হাসান তামিম। ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন টেলর।
তিন নম্বরে ব্যাটিং করতে নামেন আন্দ্রেস গাউস। সপ্তম ওভারের পঞ্চম বলে রিশাদকে ডিফেন্স করতে যান গাউস। এজ হওয়া বল ক্যাচ ধরেন উইকেটরক্ষক জাকের আলী অনিক। হ্যাটট্রিক অবশ্য করতে পারেননি রিশাদ। সপ্তম ওভারের শেষ বলে রিশাদের বল ডিফেন্স করেন অ্যারন জোনস।জোনস সাবলীলভাবে ডিফেন্স করেন। চারে নামা জোনস ১৩ বলে ১৫ রানে ব্যাটিং করছেন। যুক্তরাষ্ট্র অধিনায়ক প্যাটেল ওপেনিংয়ে নেমে এখনো অপরাজিত। ১৮ বলে ১৮ রান করেছেন তিনি।

সিরিজ বাঁচাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। হিউস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্র শুরুতে এগোতে থাকে সাবলীলভাবে। স্বাগতিকদের ইনিংসের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন রিশাদ হোসেন।
টস জিতে আজ ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাটিং পেয়ে যুক্তরাষ্ট্র উদ্বোধনী জুটিতে তোলে ৪৪ রান। তখনই পরপর দুই বলে উইকেট নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন রিশাদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র ১০ ওভারে ২ উইকেটে করেছে ৬৮ রান।
প্রথমে ব্যাটিং পেয়ে শুরুটা রয়ে সয়ে করে যুক্তরাষ্ট্র। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২ রান করে স্বাগতিকেরা। পরের ওভার থেকে রান তোলার গতি বাড়াতে থাকেন দুই ওপেনার মোনাঙ্ক প্যাটেল ও স্টিভেন টেলর। পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভার) কোনো উইকেট না হারিয়ে ৪২ রান করে ফেলে যুক্তরাষ্ট্র। যেখানে ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে সাকিব আল হাসান খরচ করেন ১৫ রান। একটি করে চার ও ছক্কা মারেন টেলর। বেশি আক্রমণাত্মক হতে গিয়েই উইকেট খুইয়েছেন যুক্তরাষ্ট্রের এই ওপেনার। সপ্তম ওভারের চতুর্থ বলে রিশাদকে তুলে মারতে যান টেলর। লং অন থেকে দৌড়ে এসে সহজেই বল তালুবন্দী করেন তানজিদ হাসান তামিম। ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন টেলর।
তিন নম্বরে ব্যাটিং করতে নামেন আন্দ্রেস গাউস। সপ্তম ওভারের পঞ্চম বলে রিশাদকে ডিফেন্স করতে যান গাউস। এজ হওয়া বল ক্যাচ ধরেন উইকেটরক্ষক জাকের আলী অনিক। হ্যাটট্রিক অবশ্য করতে পারেননি রিশাদ। সপ্তম ওভারের শেষ বলে রিশাদের বল ডিফেন্স করেন অ্যারন জোনস।জোনস সাবলীলভাবে ডিফেন্স করেন। চারে নামা জোনস ১৩ বলে ১৫ রানে ব্যাটিং করছেন। যুক্তরাষ্ট্র অধিনায়ক প্যাটেল ওপেনিংয়ে নেমে এখনো অপরাজিত। ১৮ বলে ১৮ রান করেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৯ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১০ ঘণ্টা আগে