Ajker Patrika

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে রিশাদের সুখবর

আপডেট : ২৩ মে ২০২৪, ২২: ৩৮
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে রিশাদের সুখবর

সিরিজ বাঁচাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। হিউস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্র শুরুতে এগোতে থাকে সাবলীলভাবে। স্বাগতিকদের ইনিংসের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন রিশাদ হোসেন। 

টস জিতে আজ ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাটিং পেয়ে যুক্তরাষ্ট্র উদ্বোধনী জুটিতে তোলে ৪৪ রান। তখনই পরপর দুই বলে উইকেট নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন রিশাদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র ১০ ওভারে ২ উইকেটে করেছে ৬৮ রান। 
 
প্রথমে ব্যাটিং পেয়ে শুরুটা রয়ে সয়ে করে যুক্তরাষ্ট্র। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২ রান করে স্বাগতিকেরা। পরের ওভার থেকে রান তোলার গতি বাড়াতে থাকেন দুই ওপেনার মোনাঙ্ক প্যাটেল ও স্টিভেন টেলর। পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভার) কোনো উইকেট না হারিয়ে ৪২ রান করে ফেলে যুক্তরাষ্ট্র। যেখানে ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে সাকিব আল হাসান খরচ করেন ১৫ রান। একটি করে চার ও ছক্কা মারেন টেলর। বেশি আক্রমণাত্মক হতে গিয়েই উইকেট খুইয়েছেন যুক্তরাষ্ট্রের এই ওপেনার। সপ্তম ওভারের চতুর্থ বলে রিশাদকে তুলে মারতে যান টেলর। লং অন থেকে দৌড়ে এসে সহজেই বল তালুবন্দী করেন তানজিদ হাসান তামিম। ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন টেলর।

তিন নম্বরে ব্যাটিং করতে নামেন আন্দ্রেস গাউস। সপ্তম ওভারের পঞ্চম বলে রিশাদকে ডিফেন্স করতে যান গাউস। এজ হওয়া বল ক্যাচ ধরেন উইকেটরক্ষক জাকের আলী অনিক। হ্যাটট্রিক অবশ্য করতে পারেননি রিশাদ। সপ্তম ওভারের শেষ বলে রিশাদের বল ডিফেন্স করেন অ্যারন জোনস।জোনস সাবলীলভাবে ডিফেন্স করেন। চারে নামা জোনস ১৩ বলে ১৫ রানে ব্যাটিং করছেন। যুক্তরাষ্ট্র অধিনায়ক প্যাটেল ওপেনিংয়ে নেমে এখনো অপরাজিত। ১৮ বলে ১৮ রান করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত