নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্বাসরুদ্ধকর ম্যাচে গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। ক্রিকেটপ্রেমীদের কাছে অবশ্য এই ম্যাচে হারেনি কোনো দলই!রোমাঞ্চভরা ম্যাচ উপভোগ করেছেন সবাই। যে ম্যাচে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশের অভিষিক্ত তরুণ ক্রিকেটার জাকের আলী অনিক।
শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারালেও জাকের ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটির কল্যাণে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। ৩৪ বলে ২০০ স্ট্রাইকরেটে অভিষেক ম্যাচে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন জাকের। আজ সিলেটে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সাবেক শ্রীলঙ্কান গ্রেট সনাৎ জয়াসুরিয়াও।
জয়াসুরিয়ার নতুন ভূমিকা শ্রীলঙ্কা ক্রিকেটের পরামর্শক। জাকেরের ব্যাটিং নিয়ে সিলেটে সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘আমি অল্প সময় দেখেছি (জাকেরের ব্যাটিং), বাংলাদেশ ভালোভাবে লড়াইয়ে ফিরেছিল। তাদের ব্যাটাররাও ভালো ব্যাটিং করেছে। কিন্তু চাপের মুহূর্তে ভালো বোলিং করেছে দাসুন শানাকা।’
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। কিন্তু ৮ রানের বেশি দেননি শানাকা। জয়াসুরিয়ার মতে, সিরিজ জয়ের পথে এখন শ্রীলঙ্কাই এগিয়ে আছে। তিনি বললেন, ‘এটা ভালো একটা ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে ব্যাটাররা। হ্যাঁ, আমি মনে করি (সিরিজ জিতবে)। তারা (শ্রীলঙ্কা) ভালো করছে। ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করে ভালো স্কোর গড়ে বাংলাদেশকে চাপে ফেলেছে।’
শেষ দিকে চরিত আসালাঙ্কার ২১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে ২০৬ রানের বড় স্কোর পায় শ্রীলঙ্কা। জয়াসুরিয়া কৃতিত্ব দিয়েছেন সব ব্যাটারকেই, ‘হ্যাঁ সে ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি, আমাদের ব্যাটাররা সবাই ভালো করেছে।’
জয়াসুরিয়া অবশ্য এটাও জানিয়ে রেখেছেন, নিজেদের কন্ডিশনে বাংলাদেশও পরের ম্যাচে কামব্যাক করতে পারে। সেই সুযোগ আছে তাদেরও। শ্রীলঙ্কা ক্রিকেটের এই পরামর্শক বলেন, ‘তারা (বাংলাদেশ) নিজেদের কন্ডিশনে খেলছে। যেকোনো সময় তারা ভালো করতে পারে।’

শ্বাসরুদ্ধকর ম্যাচে গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। ক্রিকেটপ্রেমীদের কাছে অবশ্য এই ম্যাচে হারেনি কোনো দলই!রোমাঞ্চভরা ম্যাচ উপভোগ করেছেন সবাই। যে ম্যাচে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশের অভিষিক্ত তরুণ ক্রিকেটার জাকের আলী অনিক।
শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারালেও জাকের ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটির কল্যাণে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। ৩৪ বলে ২০০ স্ট্রাইকরেটে অভিষেক ম্যাচে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন জাকের। আজ সিলেটে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সাবেক শ্রীলঙ্কান গ্রেট সনাৎ জয়াসুরিয়াও।
জয়াসুরিয়ার নতুন ভূমিকা শ্রীলঙ্কা ক্রিকেটের পরামর্শক। জাকেরের ব্যাটিং নিয়ে সিলেটে সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘আমি অল্প সময় দেখেছি (জাকেরের ব্যাটিং), বাংলাদেশ ভালোভাবে লড়াইয়ে ফিরেছিল। তাদের ব্যাটাররাও ভালো ব্যাটিং করেছে। কিন্তু চাপের মুহূর্তে ভালো বোলিং করেছে দাসুন শানাকা।’
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। কিন্তু ৮ রানের বেশি দেননি শানাকা। জয়াসুরিয়ার মতে, সিরিজ জয়ের পথে এখন শ্রীলঙ্কাই এগিয়ে আছে। তিনি বললেন, ‘এটা ভালো একটা ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে ব্যাটাররা। হ্যাঁ, আমি মনে করি (সিরিজ জিতবে)। তারা (শ্রীলঙ্কা) ভালো করছে। ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করে ভালো স্কোর গড়ে বাংলাদেশকে চাপে ফেলেছে।’
শেষ দিকে চরিত আসালাঙ্কার ২১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে ২০৬ রানের বড় স্কোর পায় শ্রীলঙ্কা। জয়াসুরিয়া কৃতিত্ব দিয়েছেন সব ব্যাটারকেই, ‘হ্যাঁ সে ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি, আমাদের ব্যাটাররা সবাই ভালো করেছে।’
জয়াসুরিয়া অবশ্য এটাও জানিয়ে রেখেছেন, নিজেদের কন্ডিশনে বাংলাদেশও পরের ম্যাচে কামব্যাক করতে পারে। সেই সুযোগ আছে তাদেরও। শ্রীলঙ্কা ক্রিকেটের এই পরামর্শক বলেন, ‘তারা (বাংলাদেশ) নিজেদের কন্ডিশনে খেলছে। যেকোনো সময় তারা ভালো করতে পারে।’

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৯ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৫ ঘণ্টা আগে