ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
ত্রিনিদাদে গত রাতে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা ছিল বৃষ্টিবিঘ্নিত। ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন মেথডে (ডিএলএস) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। পাকিস্তান তো বটেই, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশেরও। এক ধাপ নিচে নেমে যাওয়া পাকিস্তানের অবস্থান এখন পাঁচ নম্বরে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের রেটিং পয়েন্ট ১০২। পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে এখন উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮। উইন্ডিজের উন্নতিতে বাংলাদেশ নেমে গেছে ১০ নম্বরে। মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, লিটন দাসদের দলের রেটিং পয়েন্ট ৭৭।
পাকিস্তানের অবনতিতে সুখবর পেল শ্রীলঙ্কা। ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন চার নম্বরে লঙ্কানরা। তারা এগিয়েছে এক ধাপ। সেরা দশে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ—এই চার দলেরই জায়গা অদলবদল হয়েছে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এ বছরের মার্চে তারা জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—দুই দলেরই রেটিং পয়েন্ট ১০৯। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে কিউইরা। অজিরা অবস্থান করছে তিন নম্বরে। ৯৬, ৯১ ও ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ছয়, সাত ও আট নম্বরে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ত্রিনিদাদে আগামীকাল হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পরের সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। এই সিরিজ শেষেই বাংলাদেশ ব্যস্ত হয়ে পড়বে এশিয়া কাপে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে।
আরও পড়ুন:

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
ত্রিনিদাদে গত রাতে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা ছিল বৃষ্টিবিঘ্নিত। ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন মেথডে (ডিএলএস) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। পাকিস্তান তো বটেই, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশেরও। এক ধাপ নিচে নেমে যাওয়া পাকিস্তানের অবস্থান এখন পাঁচ নম্বরে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের রেটিং পয়েন্ট ১০২। পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে এখন উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮। উইন্ডিজের উন্নতিতে বাংলাদেশ নেমে গেছে ১০ নম্বরে। মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, লিটন দাসদের দলের রেটিং পয়েন্ট ৭৭।
পাকিস্তানের অবনতিতে সুখবর পেল শ্রীলঙ্কা। ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন চার নম্বরে লঙ্কানরা। তারা এগিয়েছে এক ধাপ। সেরা দশে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ—এই চার দলেরই জায়গা অদলবদল হয়েছে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এ বছরের মার্চে তারা জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—দুই দলেরই রেটিং পয়েন্ট ১০৯। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে কিউইরা। অজিরা অবস্থান করছে তিন নম্বরে। ৯৬, ৯১ ও ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ছয়, সাত ও আট নম্বরে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ত্রিনিদাদে আগামীকাল হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পরের সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। এই সিরিজ শেষেই বাংলাদেশ ব্যস্ত হয়ে পড়বে এশিয়া কাপে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে।
আরও পড়ুন:

বিকেলে আজ সাংবাদিকদের সামনে বেফাঁস মন্তব্য করে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এবার তাঁর পদত্যাগের দাবি উঠেছে। যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে খেলা বন্ধের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন। তাঁর এই বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছে বিসিবি। এমনকি সেই পরিচালকের বিরুদ্ধে ব্য
৩১ মিনিট আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগে