নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুতেই সেঞ্চুরি করেছেন ইফতেখার হোসেন ইফতি। তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ২২ বছর বয়সী এই তরুণের সেঞ্চুরির দিনে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
মিরপুরে আবাহনী-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ মৌসুমের ডিপিএল। শান্ত খেলছেন আবাহনীর জার্সিতে। এই ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫১ বলে ২০ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। তাঁর ব্যর্থতার দিনে পুরো ৫০ ওভার ব্যাটিং করে আবাহনী ২৩৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬৫ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ তামিম একই সঙ্গে পক্ষ ও প্রতিপক্ষ হয়ে খেলছেন। তাঁর নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আবার গুলশানের সত্ত্বাধিকারীও তামিম। এই দলে খেলছেন ইফতি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান শুরুতেই চাপে পড়ে। ৬.২ ওভারে ২ উইকেটে ৩৪ রানে পরিণত হয় দলটি। গুলশানের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ওপেনিংয়ে নেমে ১১ বলে ৪ রান করেছেন। তিন নম্বরে নামা খালিদ হাসান করেন ৮ বলে ৮ রান।
বিপদে পড়া গুলশানের হাল ধরেন চার নম্বরে নামা ইফতি। তৃতীয় উইকেটে জাওয়াদ আবরারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইফতি। এরপর ইফতি চতুর্থ উইকেটে ১০০ ছুঁইছুঁই জুটি গড়তে অবদান রাখেন। উইকেটরক্ষক ব্যাটার হাবিবুর শেখ মুন্নার সঙ্গে ইফতির এই জুটিতে এসেছে ৯৪ রান। বিপর্যয় সামাল দেওয়া ইফতি সেঞ্চুরি করেন ১০৪ বলে। ২২ বছর বয়সী এই ব্যাটার সপ্তম ওভারে নেমে আউট হয়েছেন ৪৯তম ওভারে। ১১০ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০৮ রান করেন ইফতি। ৪৯তম ওভারের প্রথম বলে ইফতিকে ফিরিয়েছেন আবু হায়দার রনি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন তামিম ইকবাল। নির্ধারিত ৫০ ওভারে গুলশান করে ৮ উইকেটে ২৯৮ রান।

দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি। ৪৮.৪ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করে মোহাম্মদ আবদুল মাজিদ। ৭৩ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন এই ওপেনার। প্রাইম ব্যাংকের আরাফাত সানি ও নাহিদুল ইসলাম তিনটি করে উইকেট নিয়েছেন।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুতেই সেঞ্চুরি করেছেন ইফতেখার হোসেন ইফতি। তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ২২ বছর বয়সী এই তরুণের সেঞ্চুরির দিনে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
মিরপুরে আবাহনী-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ মৌসুমের ডিপিএল। শান্ত খেলছেন আবাহনীর জার্সিতে। এই ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫১ বলে ২০ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। তাঁর ব্যর্থতার দিনে পুরো ৫০ ওভার ব্যাটিং করে আবাহনী ২৩৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬৫ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ তামিম একই সঙ্গে পক্ষ ও প্রতিপক্ষ হয়ে খেলছেন। তাঁর নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আবার গুলশানের সত্ত্বাধিকারীও তামিম। এই দলে খেলছেন ইফতি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান শুরুতেই চাপে পড়ে। ৬.২ ওভারে ২ উইকেটে ৩৪ রানে পরিণত হয় দলটি। গুলশানের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ওপেনিংয়ে নেমে ১১ বলে ৪ রান করেছেন। তিন নম্বরে নামা খালিদ হাসান করেন ৮ বলে ৮ রান।
বিপদে পড়া গুলশানের হাল ধরেন চার নম্বরে নামা ইফতি। তৃতীয় উইকেটে জাওয়াদ আবরারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইফতি। এরপর ইফতি চতুর্থ উইকেটে ১০০ ছুঁইছুঁই জুটি গড়তে অবদান রাখেন। উইকেটরক্ষক ব্যাটার হাবিবুর শেখ মুন্নার সঙ্গে ইফতির এই জুটিতে এসেছে ৯৪ রান। বিপর্যয় সামাল দেওয়া ইফতি সেঞ্চুরি করেন ১০৪ বলে। ২২ বছর বয়সী এই ব্যাটার সপ্তম ওভারে নেমে আউট হয়েছেন ৪৯তম ওভারে। ১১০ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০৮ রান করেন ইফতি। ৪৯তম ওভারের প্রথম বলে ইফতিকে ফিরিয়েছেন আবু হায়দার রনি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন তামিম ইকবাল। নির্ধারিত ৫০ ওভারে গুলশান করে ৮ উইকেটে ২৯৮ রান।

দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি। ৪৮.৪ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করে মোহাম্মদ আবদুল মাজিদ। ৭৩ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন এই ওপেনার। প্রাইম ব্যাংকের আরাফাত সানি ও নাহিদুল ইসলাম তিনটি করে উইকেট নিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে