
মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল—এটা আগেই জানা গিয়েছিল। আজ জানা গেছে কিউইদের স্কোয়াডও। ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ব্যস্ত সূচির কারণে কিছুদিন আগে নিউজিল্যান্ড সিদ্ধান্ত নিয়েছিল অদলবদল করে কোচিং স্টাফদের কাজে লাগাবে। সেই পদ্ধতি এবার খেলোয়াড়দের ক্ষেত্রেও অনুসরণ করেছে তারা। বিশ্বকাপের আগে ঝুঁকি না নিতেই শক্তিশালী দল নিয়ে আসছে না কিউইরা। টিম সাউদি, টম লাথাম, ডেভন কনওয়ের মতো শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে তারা।
লাথামকে বিশ্রাম দেওয়ায় বাংলাদেশ সফরে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ৩২ বছর বয়সী এই পেসার। বাংলাদেশ সফর শেষে সরাসরি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে নিউজিল্যান্ড।
শীর্ষ সারির খেলোয়াড়দের বিশ্রাম দিলেও নতুন মুখ হিসেবে শুধু ডিন ফক্সক্রফটই দলে ডাক পেয়েছেন। আরব আমিরাতে বিপক্ষে গত মাসে অবশ্য টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ২৫ বছর বয়সী এই ব্যাটারের। এক বছর পর দলে ফিরেছেন ২০২২ সালে একমাত্র ওয়ানডে খেলা ডেন ক্লিভার। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা পেসার ট্রেন্ট বোল্ট ডাক পেয়েছেন দলে।
এবারও দ্বিতীয় সারি দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এমনই দল পাঠিয়েছিল সফরকারীরা। স্কোয়াড ঘোষণা বিষয়ে এনজেডসির নতুন প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেছেন, ‘আগামী এপ্রিলে পাকিস্তান সফরের আগ পর্যন্ত আমাদের ঠাসা সূচি রয়েছে। এ সময় বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টের ম্যাচ রয়েছে। তাই খেলোয়াড় এবং স্টাফদের সতেজ ও ভালোভাবে তৈরি করতে সর্বোত্তম চেষ্টা করা হচ্ছে।’
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল—এটা আগেই জানা গিয়েছিল। আজ জানা গেছে কিউইদের স্কোয়াডও। ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ব্যস্ত সূচির কারণে কিছুদিন আগে নিউজিল্যান্ড সিদ্ধান্ত নিয়েছিল অদলবদল করে কোচিং স্টাফদের কাজে লাগাবে। সেই পদ্ধতি এবার খেলোয়াড়দের ক্ষেত্রেও অনুসরণ করেছে তারা। বিশ্বকাপের আগে ঝুঁকি না নিতেই শক্তিশালী দল নিয়ে আসছে না কিউইরা। টিম সাউদি, টম লাথাম, ডেভন কনওয়ের মতো শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে তারা।
লাথামকে বিশ্রাম দেওয়ায় বাংলাদেশ সফরে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ৩২ বছর বয়সী এই পেসার। বাংলাদেশ সফর শেষে সরাসরি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে নিউজিল্যান্ড।
শীর্ষ সারির খেলোয়াড়দের বিশ্রাম দিলেও নতুন মুখ হিসেবে শুধু ডিন ফক্সক্রফটই দলে ডাক পেয়েছেন। আরব আমিরাতে বিপক্ষে গত মাসে অবশ্য টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ২৫ বছর বয়সী এই ব্যাটারের। এক বছর পর দলে ফিরেছেন ২০২২ সালে একমাত্র ওয়ানডে খেলা ডেন ক্লিভার। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা পেসার ট্রেন্ট বোল্ট ডাক পেয়েছেন দলে।
এবারও দ্বিতীয় সারি দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এমনই দল পাঠিয়েছিল সফরকারীরা। স্কোয়াড ঘোষণা বিষয়ে এনজেডসির নতুন প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেছেন, ‘আগামী এপ্রিলে পাকিস্তান সফরের আগ পর্যন্ত আমাদের ঠাসা সূচি রয়েছে। এ সময় বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টের ম্যাচ রয়েছে। তাই খেলোয়াড় এবং স্টাফদের সতেজ ও ভালোভাবে তৈরি করতে সর্বোত্তম চেষ্টা করা হচ্ছে।’
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৫ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে