
কিংবদন্তি ডব্লিউ জি গ্রেস পরলোকে পাড়ি জমিয়েছেন ১৯১৫ সালে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে হাজার হাজার রান ও উইকেটের জন্য এখনো তিনি অমর। তাঁর একটি রেকর্ড টিকে ছিল ১৫৯ বছর। অবশেষে সেই রেকর্ডও ভেঙে দিলেন ১৬ বছর বয়সী ফারহান আহমেদ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের সারে-নটিংহামশায়ার চার দিনের ম্যাচ গত রাতে শেষ হয়েছে। টুর্নামেন্টে ফারহান প্রতিনিধিত্ব করছেন সারের হয়ে। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়ার কাজ অনেকটাই সেরে রাখেন তিনি।ট্রেন্ট ব্রিজে গতকাল শেষ দিনে ভেঙে দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি গ্রেসের রেকর্ড। সারের মিডল অর্ডার ব্যাটার জর্ডান ক্লার্ককে ফিরিয়ে দশম উইকেট নিয়েছেন ফারহান। ১৬ বছর ১৯২ দিন বয়সে ব্রিটেনে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। এর আগে গ্রেস ১৮৬৫ সালে লন্ডনের ওভালে ৮৪ রানে নেন ১৩ উইকেট। ‘জেন্টেলম্যান অব দ্য সাউথে’র হয়ে যখন এই কীর্তি গড়েন, তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৪০ দিন। গ্রেস খেলেছিলেন ‘প্লেয়ার্স অব সাউথের’ বিপক্ষে।
ওপার থেকে রেকর্ড ভাঙার কীর্তি দেখে হয়তো ১৬ বছর বয়সী কিশোর ফারহানকে আশীর্বাদ করেন গ্রেস। শুধু রেকর্ড ভাঙাই নয়। গ্রেস, ফারহানের মধ্যে মিলও খুঁজে পাওয়া গেছে। গ্রেস রেকর্ডটা গড়েন তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে। অন্যদিকে ফারহানের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম ম্যাচ না খেললেও তাঁর অভিষেক হয়েছে নটিংহামশায়ারের হয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফারহানের অভিজ্ঞতাও তেমন নয়। ১৬ বছর বয়সী এই কিশোর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন দুই ম্যাচ। লিস্ট ‘এ’ তে খেলেছেন এক ম্যাচ। যুব টেস্টে খেলার অভিজ্ঞতা তিন ম্যাচের।
১৫৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেওয়া ফারহানের নটিংহামশায়ার অবশ্য জিততে পারেনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে। সারে-নটিংহামশায়ার ম্যাচ ড্র হয়েছে। যেখানে সারে প্রথম ইনিংসে ৫২৫ রানে অলআউট হয়েছে। নটিংহামশায়ার তাদের প্রথম ইনিংসে ৪০৫ রানে গুটিয়ে গেছে। তাতে দ্বিতীয় ইনিংসে নামার আগেই ১২০ রানের লিড পেয়ে যায় সারে। এরপর ৯ উইকেটে ১৭৭ রান করে ইনিংস ঘোষণা করে সারে। ২৯৮ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২১ রান করে নটিংহামশায়ার।

কিংবদন্তি ডব্লিউ জি গ্রেস পরলোকে পাড়ি জমিয়েছেন ১৯১৫ সালে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে হাজার হাজার রান ও উইকেটের জন্য এখনো তিনি অমর। তাঁর একটি রেকর্ড টিকে ছিল ১৫৯ বছর। অবশেষে সেই রেকর্ডও ভেঙে দিলেন ১৬ বছর বয়সী ফারহান আহমেদ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের সারে-নটিংহামশায়ার চার দিনের ম্যাচ গত রাতে শেষ হয়েছে। টুর্নামেন্টে ফারহান প্রতিনিধিত্ব করছেন সারের হয়ে। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়ার কাজ অনেকটাই সেরে রাখেন তিনি।ট্রেন্ট ব্রিজে গতকাল শেষ দিনে ভেঙে দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি গ্রেসের রেকর্ড। সারের মিডল অর্ডার ব্যাটার জর্ডান ক্লার্ককে ফিরিয়ে দশম উইকেট নিয়েছেন ফারহান। ১৬ বছর ১৯২ দিন বয়সে ব্রিটেনে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। এর আগে গ্রেস ১৮৬৫ সালে লন্ডনের ওভালে ৮৪ রানে নেন ১৩ উইকেট। ‘জেন্টেলম্যান অব দ্য সাউথে’র হয়ে যখন এই কীর্তি গড়েন, তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৪০ দিন। গ্রেস খেলেছিলেন ‘প্লেয়ার্স অব সাউথের’ বিপক্ষে।
ওপার থেকে রেকর্ড ভাঙার কীর্তি দেখে হয়তো ১৬ বছর বয়সী কিশোর ফারহানকে আশীর্বাদ করেন গ্রেস। শুধু রেকর্ড ভাঙাই নয়। গ্রেস, ফারহানের মধ্যে মিলও খুঁজে পাওয়া গেছে। গ্রেস রেকর্ডটা গড়েন তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে। অন্যদিকে ফারহানের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম ম্যাচ না খেললেও তাঁর অভিষেক হয়েছে নটিংহামশায়ারের হয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফারহানের অভিজ্ঞতাও তেমন নয়। ১৬ বছর বয়সী এই কিশোর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন দুই ম্যাচ। লিস্ট ‘এ’ তে খেলেছেন এক ম্যাচ। যুব টেস্টে খেলার অভিজ্ঞতা তিন ম্যাচের।
১৫৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেওয়া ফারহানের নটিংহামশায়ার অবশ্য জিততে পারেনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে। সারে-নটিংহামশায়ার ম্যাচ ড্র হয়েছে। যেখানে সারে প্রথম ইনিংসে ৫২৫ রানে অলআউট হয়েছে। নটিংহামশায়ার তাদের প্রথম ইনিংসে ৪০৫ রানে গুটিয়ে গেছে। তাতে দ্বিতীয় ইনিংসে নামার আগেই ১২০ রানের লিড পেয়ে যায় সারে। এরপর ৯ উইকেটে ১৭৭ রান করে ইনিংস ঘোষণা করে সারে। ২৯৮ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২১ রান করে নটিংহামশায়ার।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৫ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৬ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে