Ajker Patrika

মাশরাফির সিলেটের জয়রথ ছুটছেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২৩: ০১
মাশরাফির সিলেটের জয়রথ ছুটছেই

মৌসুমের পর মৌসুম ধুঁকতে থাকা দলটাই এবার এক দমকায় যেন বদলে গেছে। নবম আসরে টানা চার জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। তরুণ তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্তরা মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ভয়ডড়হীন ক্রিকেটই খেলছেন।

ঢাকা পর্বের শেষ ম্যাচে আজ ঢাকা ডমিনেটরসকে দাপুটে ক্রিকেট খেলেই ৬২ রানে হারিয়েছে সিলেট। আগে ব্যাটিং করে সিলেট ২০১ রানের বড় সংগ্রহই দাঁড় করায়। আরও একবার জ্বলে উঠেছেন হৃদয়। তাঁর টানা তৃতীয় ফিফটির ইনিংসটি থেমেছে ৮৪ রানে। হৃদয় নিজের ইনিংস সাজিয়েছেন সমান পাঁচটি করে চার ছক্কায়।

ফিল্ডিংয়ের সময় ১১তম ওভারে রেজাউর রহমানের বোলিংয়ের সময় অবশ্য হাতে ব্যাথা পেয়েছেন হৃদয়। সিলেট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ডাক্তারের কাছে নেওয়া হচ্ছে তাঁকে। হাতে সেলাইও লাগতে পারে। বিপিএলে টানা তিনটি ফিফটি করা দ্বিতীয় বাংলাদেশী হৃদয়। তাঁর আগে গত মৌসুমে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল। দলীয় ১৭ রানে ওপেনার মোহাম্মদ হারিসকে আউট হন। 

এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে হৃদয়ের জুটিই মূলত সিলেটকে এবারের আসরের প্রথম দুইশ ছাড়িয়ে দেওয়া স্কোর করে। দুজনের জুটি থেকে যোগ হয় ৮৮ রান। শান্ত ৫৭ রান করে আউট হলে দ্বিতীয় উইকেট জুটি ভাঙে। ৩৯ বলে শান্তর ইনিংসে ৭ চার ও ২ ছক্কা। এই দুইজন ছাড়া সিলেটের হয়ে বলার মতো রান নেই আর কারও। সিলেটের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ১৩ রান এসেছে অতিরিক্ত থেকে। তাড়া করতে ঢাকা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। 

দলীয় ৩০ রানের মধ্যে ফেরেন আহমেদ শেহজাদ, দিলশান মুনাবিরা ও সৌম্য সরকার। চতুর্থ উইকেটে বড় জুটির চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন ও নাসির হোসেন। ৭৭ রানের জুটি ভেঙে মিঠুন ফিরলে আবার আসা-যাওয়ার মিছিল শুরু হয়। ২৮ বলে ৩ ছক্কা ও ২ চার ছিল মিঠুনের ইনিংসে। থিসেরা পেরেরার বলে অতিরিক্ত ফিল্ডার নাজমুল ইসলামের হাতে ক্যাচ দেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪৪ রান করেন নাসির। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ১ ছয়ে। ৩ বল বাকি থাকতে ঢাকার ইনিংস থামে ৯ উইকেটে ১৩৯ রানে। ক্যাচ ধরতে গিয়ে হাতে ব্যাথা পেয়ে মুক্তার আলী ব্যাটিংয়ে নামেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

জামায়াত-এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ: মাহফুজ আলম

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ