Ajker Patrika

লাবুশেন-হেডের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

লাবুশেন-হেডের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

সেঞ্চুরি করা এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন মারনাস লাবুশেন। অ্যাডিলেডে আজ শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন লাবুশেন। লাবুশেনের সঙ্গে সেঞ্চুরির দেখা পেয়েছেন ট্রাভিস হেডও। লাবুশেন-হেডের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়া শেষ করেছে ৩ উইকেটে ৩৩০ রানে।

অ্যাডিলেডে এই টেস্টে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করছেন স্টিভ স্মিথ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্মিথ। দলীয় ৩৪ রানে ভেঙে যায় অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। নবম ওভারের শেষ বলে ডেভিড ওয়ার্নারকে ফেরান আলজারি জোসেফ। ওয়ার্নারের পরে উইকেটে আসেন লাবুশেন। দ্বিতীয় উইকেটে উসমান খাজার সঙ্গে লাবুশেন করেন ৯৫ রানের জুটি। ৬২ রান করা খাজার উইকেট নেন ডেভন থমাস। টেস্ট ক্যারিয়ারের ১৯ তম ফিফটি তুলে নেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।

খাজার বিদায়ের পর উইকেটে আসেন স্মিথ। তবে এই ম্যাচে স্মিথ রানের খাতা খুলতেই পারেননি। অস্ট্রেলিয়ার অধিনায়কের উইকেট নেন জেসন হোল্ডার। তাতে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৩১ রান। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামেন হেড। লাবুশেন-হেড চতুর্থ উইকেটে ১৯৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে প্রথম দিনের খেলা শেষ করেন। লাবুশেন পেয়েছেন দশম টেস্ট সেঞ্চুরি। টানা ৩ ইনিংসে সেঞ্চুরি পেলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। আর হেড সাদা পোশাকে পেয়েছেন পঞ্চম সেঞ্চুরি। ১২০ রান করে অপরাজিত আছেন লাবুশেন। হেড অপরাজিত আছেন ১১৪ রান করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত