
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলতে নেদারল্যান্ডস সিরিজ জয়ের কোনো বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার। ডাচদের বিপক্ষে হেসেখেলে সিরিজ জিতেছে প্রোটিয়ারা। জোহানেসবার্গে আজ তৃতীয় নেদারল্যান্ডসকে ১৪৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে সরাসরি বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের।
নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জয়ের পর ২৪ ম্যাচে ৯৮ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় এখন তারা আছে ৮ নম্বরে। প্রোটিয়াদের জয়ে ওয়েস্ট ইন্ডিজের বাছাইপর্ব খেলা নিশ্চিত হয়ে গেছে। ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে উইন্ডিজরা এখন ৯ নম্বরে। দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপ খেলায় জল ঢেলে দিতে পারে আয়ারল্যান্ড। ২১ ম্যাচ খেলা আইরিশদের পয়েন্ট ৬৮। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ জিতলে আইরিশদের পয়েন্ট হবে ৯৮। পয়েন্ট তালিকার প্রথম আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ।
৩৭১ রানের লক্ষ্যে অবশ্য ভালোই খেলছিল নেদারল্যান্ডস। ২৫.৪ ওভারে ডাচদের স্কোর ছিল ২ উইকেটে ১৫১ রান। এখান থেকেই খেই হারানো শুরু করে সফরকারীরা। ৭৩ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারায় নেদারল্যান্ডস। ৩৯.১ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায় ডাচরা। ডাচ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৭ রান করেন ম্যাক্স ও’ ডাউড। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন সিসান্দা মাগালা।
ম্যাচসেরা হয়েছেন এইডেন মার্করাম। ১২৬ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৭৫ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন প্রোটিয়া এই ব্যাটার। বোলিংয়ে ৪০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেটও পেয়েছেন মার্করাম।
টস হেরে আজ আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও ও ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৩৭০ রান করে। ১২৬ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৭৫ রানের ইনিংস খেলেন মার্করাম। আর ৬১ বলে ৯১ রান করেন মিলার। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ফ্রেড ক্লাসেন, ভিভিয়ান কিংমা ও পল ফন মিকেরেন।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলতে নেদারল্যান্ডস সিরিজ জয়ের কোনো বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার। ডাচদের বিপক্ষে হেসেখেলে সিরিজ জিতেছে প্রোটিয়ারা। জোহানেসবার্গে আজ তৃতীয় নেদারল্যান্ডসকে ১৪৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে সরাসরি বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের।
নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জয়ের পর ২৪ ম্যাচে ৯৮ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় এখন তারা আছে ৮ নম্বরে। প্রোটিয়াদের জয়ে ওয়েস্ট ইন্ডিজের বাছাইপর্ব খেলা নিশ্চিত হয়ে গেছে। ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে উইন্ডিজরা এখন ৯ নম্বরে। দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপ খেলায় জল ঢেলে দিতে পারে আয়ারল্যান্ড। ২১ ম্যাচ খেলা আইরিশদের পয়েন্ট ৬৮। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ জিতলে আইরিশদের পয়েন্ট হবে ৯৮। পয়েন্ট তালিকার প্রথম আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ।
৩৭১ রানের লক্ষ্যে অবশ্য ভালোই খেলছিল নেদারল্যান্ডস। ২৫.৪ ওভারে ডাচদের স্কোর ছিল ২ উইকেটে ১৫১ রান। এখান থেকেই খেই হারানো শুরু করে সফরকারীরা। ৭৩ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারায় নেদারল্যান্ডস। ৩৯.১ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায় ডাচরা। ডাচ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৭ রান করেন ম্যাক্স ও’ ডাউড। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন সিসান্দা মাগালা।
ম্যাচসেরা হয়েছেন এইডেন মার্করাম। ১২৬ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৭৫ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন প্রোটিয়া এই ব্যাটার। বোলিংয়ে ৪০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেটও পেয়েছেন মার্করাম।
টস হেরে আজ আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও ও ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৩৭০ রান করে। ১২৬ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৭৫ রানের ইনিংস খেলেন মার্করাম। আর ৬১ বলে ৯১ রান করেন মিলার। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ফ্রেড ক্লাসেন, ভিভিয়ান কিংমা ও পল ফন মিকেরেন।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি এখন শুধুই আর দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। বল গড়িয়েছে রাষ্ট্রের কোর্টে। বাংলাদেশ সরকারের অন্তত তিনজন উপদেষ্টা এ বিষয়ে গত দুই দিনে এ নিয়ে কথা বলেছেন। ক্রীড়া উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়ে
৭ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ম্যাচের ২১ মিনিটে। মনিকা চাকমাকে পেছন থেকে ফেলে দেন সাবিত্রি ত্রিপুরা। রেফারি অবশ্য ফাউলের বাঁশি বাজাননি। তবে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।
১০ ঘণ্টা আগে
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। জয়ের জন্য মোস্তাফিজুর রহমান ছাড়া আর কেইবা বড় ভরসা হতে পারত রংপুর রাইডার্সের। বাঁহাতি এই পেসারের আইপিএলে বাদ পড়া নিয়ে বর্তমানে উত্তাল দেশের ক্রিকেট। মাঠের বাইরের ঘটনা অবশ্য মাঠের ভেতর প্রভাব পড়তে দেননি। একইসঙ্গে নিরাশ করেননি রংপুরকে।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে