
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই অনেক গুলো পদক্ষেপ হাতে নেন রমিজ রাজা। এর মধ্যে ঘরোয়া ক্রিকেট ও ক্রিকেটারদের বেতন নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন রমিজ। এসব নিয়ে বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।
রমিজের কিছু বিষয় নিয়ে যে সমালোচনা হয়নি, তা নয়। এক সময়ের সতীর্থ ওয়াসিম আকরাম যেমন মিডিয়াতে বেশি কথা না বলার পরামর্শ দিয়েছিলেন নতুন বোর্ড চেয়ারম্যানকে। সাবেক অধিনায়ক ও ওপেনার সালমান বাট অবশ্য সমালোচনায় সবাইকে ছাড়িয়ে গেছেন। তাঁর দাবি, ক্রিকেটারদের বাৎসরিক আয় নিয়ে মিথ্যাচার করেছেন রমিজ।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রমিজ জানান, দেশের ঘরোয়া ক্রিকেটাররা বর্তমানে বছরে ৫০ থেকে ৬০ লাখ রুপি আয় করতে পারেন। যা আগে কখনো তাঁরা ভাবতেই পারেননি। তবে সালমান হিসেব কষে বুঝিয়ে দিয়েছেন, এই পরিমাণ উপার্জন কোনোভাবেই সম্ভব নয় তাঁদের পক্ষে।
এক ভিডিও বার্তায় সালমান বলেছেন, ‘প্রথম উদাহরণ হিসেবে এ+ ক্যাটাগরির কথাই ধরি, এক বছরের চুক্তিতে তাদের মাসিক বেতন আড়াই লাখ রুপি। যেটা বছরে দাঁড়ায় ৩০ লাখ রুপি। এমন কোনো ম্যাচ নেই যেখানে ১ লাখ রুপি ম্যাচ ফি দেওয়া হয়। কখনো ৬০ হাজার, কখনোবা ৭০ হাজার পাওয়া যায়।’
একজন ক্রিকেটারের পক্ষে বছর ৬০ লাখ রুপি আয় সম্ভব নয় জানিয়ে সালমান বলেছেন, ‘কোনো খেলোয়াড় যদি তিন সংস্করণের সব ম্যাচ খেলে, তাহলে বছরে ১০টি প্রথম শ্রেণি, ১০টি ওয়ানডে ও ১০টি টেস্ট ম্যাচ। এর বাইরে টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল যোগ করে বছরে সর্বোচ্চ ৩৩-৩৪ ম্যাচ খেলে। তাহলে এ+ ক্যাটাগরির খেলোয়াড়দের আয়ও ৬০ লাখ রুপি হয় না।’
সর্বশেষ সালমান জানান, ‘এ+ ক্যাটাগরির সব খেলোয়াড় তিন সংস্করণ খেলে না। তাদের দল সব সময় ফাইনালেও ওঠে না। এক-দুজন হয়তো ফাইনাল পর্যন্ত থাকে।’ রমিজের বছরে ক্রিকেটারদের ৫০ থেকে ৬০ লাখ রুপি আয় নিয়ে সালমানের দাবি, ‘এমন মন্তব্য করা আসলে ব্যবসায়ীদের প্রতারণাপূর্ণ কৌশল অবলম্বনের মতো।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই অনেক গুলো পদক্ষেপ হাতে নেন রমিজ রাজা। এর মধ্যে ঘরোয়া ক্রিকেট ও ক্রিকেটারদের বেতন নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন রমিজ। এসব নিয়ে বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।
রমিজের কিছু বিষয় নিয়ে যে সমালোচনা হয়নি, তা নয়। এক সময়ের সতীর্থ ওয়াসিম আকরাম যেমন মিডিয়াতে বেশি কথা না বলার পরামর্শ দিয়েছিলেন নতুন বোর্ড চেয়ারম্যানকে। সাবেক অধিনায়ক ও ওপেনার সালমান বাট অবশ্য সমালোচনায় সবাইকে ছাড়িয়ে গেছেন। তাঁর দাবি, ক্রিকেটারদের বাৎসরিক আয় নিয়ে মিথ্যাচার করেছেন রমিজ।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রমিজ জানান, দেশের ঘরোয়া ক্রিকেটাররা বর্তমানে বছরে ৫০ থেকে ৬০ লাখ রুপি আয় করতে পারেন। যা আগে কখনো তাঁরা ভাবতেই পারেননি। তবে সালমান হিসেব কষে বুঝিয়ে দিয়েছেন, এই পরিমাণ উপার্জন কোনোভাবেই সম্ভব নয় তাঁদের পক্ষে।
এক ভিডিও বার্তায় সালমান বলেছেন, ‘প্রথম উদাহরণ হিসেবে এ+ ক্যাটাগরির কথাই ধরি, এক বছরের চুক্তিতে তাদের মাসিক বেতন আড়াই লাখ রুপি। যেটা বছরে দাঁড়ায় ৩০ লাখ রুপি। এমন কোনো ম্যাচ নেই যেখানে ১ লাখ রুপি ম্যাচ ফি দেওয়া হয়। কখনো ৬০ হাজার, কখনোবা ৭০ হাজার পাওয়া যায়।’
একজন ক্রিকেটারের পক্ষে বছর ৬০ লাখ রুপি আয় সম্ভব নয় জানিয়ে সালমান বলেছেন, ‘কোনো খেলোয়াড় যদি তিন সংস্করণের সব ম্যাচ খেলে, তাহলে বছরে ১০টি প্রথম শ্রেণি, ১০টি ওয়ানডে ও ১০টি টেস্ট ম্যাচ। এর বাইরে টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল যোগ করে বছরে সর্বোচ্চ ৩৩-৩৪ ম্যাচ খেলে। তাহলে এ+ ক্যাটাগরির খেলোয়াড়দের আয়ও ৬০ লাখ রুপি হয় না।’
সর্বশেষ সালমান জানান, ‘এ+ ক্যাটাগরির সব খেলোয়াড় তিন সংস্করণ খেলে না। তাদের দল সব সময় ফাইনালেও ওঠে না। এক-দুজন হয়তো ফাইনাল পর্যন্ত থাকে।’ রমিজের বছরে ক্রিকেটারদের ৫০ থেকে ৬০ লাখ রুপি আয় নিয়ে সালমানের দাবি, ‘এমন মন্তব্য করা আসলে ব্যবসায়ীদের প্রতারণাপূর্ণ কৌশল অবলম্বনের মতো।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে