
দীর্ঘদিন নেপালের ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন পরশ খাড়কা। হয়তো স্বপ্নও দেখেছিলেন এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলার। তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে এখন অবসরের তিন বছর পর উত্তরসূরিদের প্রথমবার এশিয়া কাপ খেলতে দেখে নিশ্চয় গর্ব হচ্ছে তাঁর।
ভারতের বিপক্ষে নেপাল যেভাবে ব্যাট করল, তা দেখে নতুন এক দৃশ্যও কল্পনাও করেছেন খাড়কা। টুইটারে জানতে চেয়েছেন, ‘আজ (গতকাল) জিতলে কী হবে? চিন্তা করুন তো।’ শুধু খাড়কা নয়, নেপালের ক্রিকেটাররাও যেন এই স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল। জিতলেই যে সুপার ফোর! সেই স্বপ্ন বাস্তবায়নে পাকিস্তানের বিপক্ষে উড়ে যাওয়া দলটিই ক্যান্ডিতে দেখাল, ক্রিকেটে উন্নতির গ্রাফ।
ভারতের চেয়ে শক্তিতে যোজন পিছিয়ে নেপাল। তাতে কী! বড় দল তো কতবার ছোট দলের কাছে ঘায়েল হয়েছে। টসে হেরে নেপাল যেভাবে ভয়ডরহীন ব্যাট চালাল তা ভ্রু কুঁচকে দিয়েছিল রোহিত শর্মাকে। এমনকি ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই কারান কেসি যেভাবে তিনবার আউটের আবেদন জানালেন, সেটিতে আর ভ্রু কুঁচকানো নয় বরং বেঁচে গিয়েই যেন স্বস্তি ভারত অধিনায়কের।
শুরুতে ম্যাড়ম্যাড়ে ভাবা হলেও দুই দলের জন্য বাঁচা-মরার ম্যাচটিতে লড়াই জমিয়ে তোলেন নেপালের দুই ওপেনার কুশল ভার্টেল ও আসিফ শেখ। তাদের হয়তো পুঁচকে ভেবে মাঠে নেমেছিল ভারত। না হলে শুরুতেই অমন ক্যাচ মিসের মহড়া! ব্যক্তিগত কারণে দেশে ফেরা জসপ্রীত বুমরাহ না থাকলেও মোহাম্মদ শামি-সিরাজরা নেপালের ৬৫ রানের উদ্বোধনী জুটি ভাঙতে হিমশিম খেয়েছেন। শেষ পর্যন্ত আসিফের ৫৮, সম্পাল কামির ৪৮ ও ভার্টেলের ৩৮ রানের সুবাদে ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় নেপাল। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন সিরাজ ও রবীন্দ্র জাদেজা।
লক্ষ্য তাড়া করতে ২.১ ওভারে বিনা উইকেটে ১৭ রান করতেই বৃষ্টি মাথায় সাজঘরে ফিরতে হয় রোহিত (৪) ও শুবমান গিলকে (১২)। নেপালের ইনিংসও বৃষ্টি বাধায় পড়ে দুবার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা। এই ম্যাচ ফল না হলে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে ভারত।
ওয়ানডেতে বৃষ্টি আইনে ফলের জন্য কমপক্ষে ইনিংসের ২০ ওভার খেলা হতে হয়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট জানিয়েছে, ম্যাচ যদি ২০ ওভারে নেমে আসে তবে ডিএলএস নিয়মে ভারতের লক্ষ্য হবে ১৩০ রান। তবে আম্পায়ররা মাঠ তদন্তের পরে জানিয়েছে, ২৩ ওভারে ১৪৫ রান তাড়া করতে হতে পারে রোহিতদের।

দীর্ঘদিন নেপালের ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন পরশ খাড়কা। হয়তো স্বপ্নও দেখেছিলেন এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলার। তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে এখন অবসরের তিন বছর পর উত্তরসূরিদের প্রথমবার এশিয়া কাপ খেলতে দেখে নিশ্চয় গর্ব হচ্ছে তাঁর।
ভারতের বিপক্ষে নেপাল যেভাবে ব্যাট করল, তা দেখে নতুন এক দৃশ্যও কল্পনাও করেছেন খাড়কা। টুইটারে জানতে চেয়েছেন, ‘আজ (গতকাল) জিতলে কী হবে? চিন্তা করুন তো।’ শুধু খাড়কা নয়, নেপালের ক্রিকেটাররাও যেন এই স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল। জিতলেই যে সুপার ফোর! সেই স্বপ্ন বাস্তবায়নে পাকিস্তানের বিপক্ষে উড়ে যাওয়া দলটিই ক্যান্ডিতে দেখাল, ক্রিকেটে উন্নতির গ্রাফ।
ভারতের চেয়ে শক্তিতে যোজন পিছিয়ে নেপাল। তাতে কী! বড় দল তো কতবার ছোট দলের কাছে ঘায়েল হয়েছে। টসে হেরে নেপাল যেভাবে ভয়ডরহীন ব্যাট চালাল তা ভ্রু কুঁচকে দিয়েছিল রোহিত শর্মাকে। এমনকি ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই কারান কেসি যেভাবে তিনবার আউটের আবেদন জানালেন, সেটিতে আর ভ্রু কুঁচকানো নয় বরং বেঁচে গিয়েই যেন স্বস্তি ভারত অধিনায়কের।
শুরুতে ম্যাড়ম্যাড়ে ভাবা হলেও দুই দলের জন্য বাঁচা-মরার ম্যাচটিতে লড়াই জমিয়ে তোলেন নেপালের দুই ওপেনার কুশল ভার্টেল ও আসিফ শেখ। তাদের হয়তো পুঁচকে ভেবে মাঠে নেমেছিল ভারত। না হলে শুরুতেই অমন ক্যাচ মিসের মহড়া! ব্যক্তিগত কারণে দেশে ফেরা জসপ্রীত বুমরাহ না থাকলেও মোহাম্মদ শামি-সিরাজরা নেপালের ৬৫ রানের উদ্বোধনী জুটি ভাঙতে হিমশিম খেয়েছেন। শেষ পর্যন্ত আসিফের ৫৮, সম্পাল কামির ৪৮ ও ভার্টেলের ৩৮ রানের সুবাদে ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় নেপাল। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন সিরাজ ও রবীন্দ্র জাদেজা।
লক্ষ্য তাড়া করতে ২.১ ওভারে বিনা উইকেটে ১৭ রান করতেই বৃষ্টি মাথায় সাজঘরে ফিরতে হয় রোহিত (৪) ও শুবমান গিলকে (১২)। নেপালের ইনিংসও বৃষ্টি বাধায় পড়ে দুবার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা। এই ম্যাচ ফল না হলে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে ভারত।
ওয়ানডেতে বৃষ্টি আইনে ফলের জন্য কমপক্ষে ইনিংসের ২০ ওভার খেলা হতে হয়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট জানিয়েছে, ম্যাচ যদি ২০ ওভারে নেমে আসে তবে ডিএলএস নিয়মে ভারতের লক্ষ্য হবে ১৩০ রান। তবে আম্পায়ররা মাঠ তদন্তের পরে জানিয়েছে, ২৩ ওভারে ১৪৫ রান তাড়া করতে হতে পারে রোহিতদের।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আইসিসি। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। আজ রোববার ছুটির দিন হওয়ায় কোনো সভায় বসেনি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতি
৩ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। আজ দুপুরে জরুরি সভার পর এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছে তারা। এর পরিপ্রেক্ষিতে দ্রুত আইসিসির জবাব ও সহমর্মিতা প্রত্যাশা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের কেনার ২০ দিনও হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসারের নাম ছেঁটে ফেলে কেকেআর। ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদসহ বাংলাদেশের বিসিসিআইয়ের ওপর তোপ দেগেছে
৪ ঘণ্টা আগে