ক্রীড়া ডেস্ক

ধারণাটা বেশ পুরোনো। টেস্ট ক্রিকেটকে যখনই আরও আকর্ষণীয় করে তোলার প্রশ্ন এসেছে, তখনই কেউ কেউ টেস্টে দুই স্তরের প্রস্তাব করেছেন। যদিও ২০১৬ সালে এই ধারণা থেকে সরে আসে আইসিসি, তারপরও কেউ কেউ টেস্টে দুই স্তর চালুর যৌক্তিকতা দেখছেন। এই দলে আছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রীও।
টি-টোয়েন্টি চলমান রমরমার সময়েও হারিয়ে যায়নি টেস্ট ক্রিকেটের আবেদন। হারিয়ে যে যায়নি তাঁর প্রমাণ মাত্রই শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারতের মেলবোর্ন টেস্টে রেকর্ড দর্শকের উপস্থিতি। টেস্টের পাঁচ দিনে উপস্থিতি ছিল ৩ লাখ ৭৩ হাজার ৬১৯ দর্শকের। যা ভেঙে দিয়েছে ৮৭ বছরের পুরোনো রেকর্ড। এর আগে একটা টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ দর্শকের। আর সেটা হয়েছিল ১৯৩৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন টেস্টে। মেলবোর্নে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড এটাই প্রমাণ করে সাদা পোশাকের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়নি দর্শক।
তবে তৃপ্তির ঢেকুর তুলে এ নিয়ে হাতগুটিয়ে বসে থাকলে চলবে না। ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টোয়েন্টির জনপ্রিয়তার এই সময়ে কীভাবে টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করা যায় তা নিয়ে ভাবার পরামর্শ শাস্ত্রীর। বর্তমানে ধারাভাষ্যকর হিসেবে কাজ করা শাস্ত্রী বলছেন, ‘বড় বড় দল খেললে সেটা রোমাঞ্চ ছড়ায়, সেরা আবেদন তৈরি করে।’ আর সে ‘রোমাঞ্চ’ আর ‘আবেদন’ই টিকিয়ে রাখতে পারে টেস্ট ক্রিকেট। তাই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে শাস্ত্রীর পরামর্শ, ‘সেরা দল যদি আরেকটি সেরা দলের বিপক্ষে খেলে তবেই টেস্ট টিকে থাকবে। এর কোনো বিকল্প নেই।’
আর নেই বলেই অবনমন ও উত্তরণের সুযোগ রেখে দুই স্তরের টেস্ট চালুর সেই পুরোনো প্রস্তাব শাস্ত্রীর, ‘এই ম্যাচ (মেলবোর্ন টেস্ট) আরও একবার দেখাল যে দুই স্তরের টেস্ট ক্রিকেট কেন আমাদের দরকার। দুই স্তরের টেস্ট কাঠামোয় শীর্ষ ৬-৮টি দল থাকবে। থাকবে উত্তরণ ও অবনমনও। শক্তিশালী দুটি দল যদি না খেলে তাহলে টেস্টে এত দর্শক পাওয়া যাবে না।’

ধারণাটা বেশ পুরোনো। টেস্ট ক্রিকেটকে যখনই আরও আকর্ষণীয় করে তোলার প্রশ্ন এসেছে, তখনই কেউ কেউ টেস্টে দুই স্তরের প্রস্তাব করেছেন। যদিও ২০১৬ সালে এই ধারণা থেকে সরে আসে আইসিসি, তারপরও কেউ কেউ টেস্টে দুই স্তর চালুর যৌক্তিকতা দেখছেন। এই দলে আছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রীও।
টি-টোয়েন্টি চলমান রমরমার সময়েও হারিয়ে যায়নি টেস্ট ক্রিকেটের আবেদন। হারিয়ে যে যায়নি তাঁর প্রমাণ মাত্রই শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারতের মেলবোর্ন টেস্টে রেকর্ড দর্শকের উপস্থিতি। টেস্টের পাঁচ দিনে উপস্থিতি ছিল ৩ লাখ ৭৩ হাজার ৬১৯ দর্শকের। যা ভেঙে দিয়েছে ৮৭ বছরের পুরোনো রেকর্ড। এর আগে একটা টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ দর্শকের। আর সেটা হয়েছিল ১৯৩৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন টেস্টে। মেলবোর্নে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড এটাই প্রমাণ করে সাদা পোশাকের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়নি দর্শক।
তবে তৃপ্তির ঢেকুর তুলে এ নিয়ে হাতগুটিয়ে বসে থাকলে চলবে না। ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টোয়েন্টির জনপ্রিয়তার এই সময়ে কীভাবে টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করা যায় তা নিয়ে ভাবার পরামর্শ শাস্ত্রীর। বর্তমানে ধারাভাষ্যকর হিসেবে কাজ করা শাস্ত্রী বলছেন, ‘বড় বড় দল খেললে সেটা রোমাঞ্চ ছড়ায়, সেরা আবেদন তৈরি করে।’ আর সে ‘রোমাঞ্চ’ আর ‘আবেদন’ই টিকিয়ে রাখতে পারে টেস্ট ক্রিকেট। তাই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে শাস্ত্রীর পরামর্শ, ‘সেরা দল যদি আরেকটি সেরা দলের বিপক্ষে খেলে তবেই টেস্ট টিকে থাকবে। এর কোনো বিকল্প নেই।’
আর নেই বলেই অবনমন ও উত্তরণের সুযোগ রেখে দুই স্তরের টেস্ট চালুর সেই পুরোনো প্রস্তাব শাস্ত্রীর, ‘এই ম্যাচ (মেলবোর্ন টেস্ট) আরও একবার দেখাল যে দুই স্তরের টেস্ট ক্রিকেট কেন আমাদের দরকার। দুই স্তরের টেস্ট কাঠামোয় শীর্ষ ৬-৮টি দল থাকবে। থাকবে উত্তরণ ও অবনমনও। শক্তিশালী দুটি দল যদি না খেলে তাহলে টেস্টে এত দর্শক পাওয়া যাবে না।’

২৮০১৬ আন্তর্জাতিক রান নিয়ে এতদিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই একটা টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪৩৫৭।
২৯ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৬ ঘণ্টা আগে