
২৮ মাস পর টেস্টে সেঞ্চুরির অপেক্ষা লিটন দাসের ফুরিয়েছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে করেছেন সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্ক ছোঁয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়ে লাফ দিলেন লিটন।
পাকিস্তানকে বাংলাদেশ ধবলধোলাইয়ের পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন লিটন। এটাই বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং। লিটনের রেটিং পয়েন্ট ৬৮৮। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৩৮ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন লিটন। এই জুটিটাই বাংলাদেশের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিততে অবদান রেখেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯৪ রান করেন লিটন।
১৫৫ রান ও ১০ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হয়েছেন মিরাজ। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলিংয়ে এটাই তাঁর সেরা অবস্থান।মিরাজের রেটিং পয়েন্ট ৬২০। যেখানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। জশ হ্যাজলউড ও জসপ্রীত বুমরা দুজনেই যৌথভাবে টেস্ট র্যাঙ্কিংয়ের দ্বিতীয় বোলার। দুজনেরই রেটিং পয়েন্ট ৮৪৭।
লিটন-মিরাজের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁদের সতীর্থদেরও। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে এখন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেন হাসান। লিটন-মিরাজের মতো এই টেস্টেও হাসান নাম লেখান রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে। তাসকিন আহমেদ ১১ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ৮৫ নম্বরে। সিরিজের দ্বিতীয় টেস্টে ৯৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। শরীফুল ইসলামের পরিবর্তেই দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন।
বোলিংয়ের মতো অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও এগিয়েছেন মিরাজ। তিন ধাপ এগিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে এসেছেন তিনি। পাকিস্তান সিরিজে আশানুরূপ পারফরম্যান্স না হলেও টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে সাকিব আল হাসান। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩০৩। রবীন্দ্র জাদেজা ও অশ্বিন আগের মতোই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ও তিনে। ভারতীয় এই দুই স্পিনারের রেটিং পয়েন্ট ৪৪৪ ও ৩২২।
৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ১৭ নম্বরে মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১৯১ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারও নাম লেখান পিন্ডির অনার্স বোর্ডে। লর্ডসে রেকর্ড গড়া সেঞ্চুরির পর আগের মতোই টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। ইংলিশ এই ব্যাটােরর রেটিং পয়েন্ট ৯২২। ৮৫৯ ও ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে বরাবরের মতো দুই ও তিনে কেইন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল।

২৮ মাস পর টেস্টে সেঞ্চুরির অপেক্ষা লিটন দাসের ফুরিয়েছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে করেছেন সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্ক ছোঁয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়ে লাফ দিলেন লিটন।
পাকিস্তানকে বাংলাদেশ ধবলধোলাইয়ের পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন লিটন। এটাই বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং। লিটনের রেটিং পয়েন্ট ৬৮৮। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৩৮ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন লিটন। এই জুটিটাই বাংলাদেশের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিততে অবদান রেখেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯৪ রান করেন লিটন।
১৫৫ রান ও ১০ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হয়েছেন মিরাজ। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলিংয়ে এটাই তাঁর সেরা অবস্থান।মিরাজের রেটিং পয়েন্ট ৬২০। যেখানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। জশ হ্যাজলউড ও জসপ্রীত বুমরা দুজনেই যৌথভাবে টেস্ট র্যাঙ্কিংয়ের দ্বিতীয় বোলার। দুজনেরই রেটিং পয়েন্ট ৮৪৭।
লিটন-মিরাজের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁদের সতীর্থদেরও। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে এখন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেন হাসান। লিটন-মিরাজের মতো এই টেস্টেও হাসান নাম লেখান রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে। তাসকিন আহমেদ ১১ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ৮৫ নম্বরে। সিরিজের দ্বিতীয় টেস্টে ৯৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। শরীফুল ইসলামের পরিবর্তেই দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন।
বোলিংয়ের মতো অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও এগিয়েছেন মিরাজ। তিন ধাপ এগিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে এসেছেন তিনি। পাকিস্তান সিরিজে আশানুরূপ পারফরম্যান্স না হলেও টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে সাকিব আল হাসান। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩০৩। রবীন্দ্র জাদেজা ও অশ্বিন আগের মতোই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ও তিনে। ভারতীয় এই দুই স্পিনারের রেটিং পয়েন্ট ৪৪৪ ও ৩২২।
৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ১৭ নম্বরে মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১৯১ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারও নাম লেখান পিন্ডির অনার্স বোর্ডে। লর্ডসে রেকর্ড গড়া সেঞ্চুরির পর আগের মতোই টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। ইংলিশ এই ব্যাটােরর রেটিং পয়েন্ট ৯২২। ৮৫৯ ও ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে বরাবরের মতো দুই ও তিনে কেইন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
২ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৪ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৪ ঘণ্টা আগে