
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে সেঞ্চুরিয়ান লিটন দাশের সঙ্গে পঞ্চম উইকেটে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দারুণ সঙ্গ দিয়েছিলেন মুশফিকুর রহিম। দিন শেষে লিটন ১১৩ রানে অপরাজিত থাকলেও সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে ছিলেন মুশফিক। দ্বিতীয় দিন সকালে সেঞ্চুরির আশা জাগিয়েও মুশফিক ফিরলেন ৯ রান দূরে থাকতে।
আগের দিন ১০৮ বলে ফিফটি ছোঁয়া মুশফিক ১৮০ বলে ৮২ রানে অপরাজিত থেকে কাল দিন শেষ করেছিলেন। আজ দ্বিতীয় দিন সকালে আরও ৩৫ বল খেলে ৯ রান যোগ করে ফিরলেন ৯১ রানে।
দিনের দ্বিতীয় ওভারেই শাহিন আফ্রিদির বলে লিটন (১১৪) এলবিডব্লু হলে মুশফিকও যেন নিজেকে খোলসবন্দী করে নেন। প্রথম ওভারে নোমান আলীর অফ স্টাম্পের বাইরের বল পয়েন্টে ঠেলে এক রান নেওয়ার পর টানা ১১ বল ডট দেন। অভিষিক্ত ইয়াসির রাব্বিও হাসান আলীর বলে ব্যক্তিগত ৪ রানে বলের লাইন মিস করে বোল্ড হলে মুশফিকও নিজেকে খানিকটা গুটিয়ে নেন। হাসান আলী-শাহিন আফ্রিদির পর ফাহিম আশরাফকে আক্রমণে আনেন বাবর আজম। বোলিংয়ে এই পরিবর্তনই যেন কাল হয়ে দাঁড়ায় মুশফিকের জন্য।
ফাহিমের খাটো লেংথের বল মুশফিকের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। পাকিস্তানি খেলোয়াড়দের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন মুশফিক। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লেতে দেখেন বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে গেছে। ২২৫ বলে ৯১ রানে ফিরতে হয় মুশফিককে। মুশফিক সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন প্রায় দেড় বছর আগে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সেবার মুশফিক ২০৩ রানে অপরাজিত ছিলেন। দেড় বছর পর পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ফিরলেন ৯ রান দূরে থাকতে।
গতকাল দলীয় ৪৭ রানে মুমিনুল আউট হলে উইকেটে এসেছিলেন মুশফিক। তিনি উইকেটে আসার পর নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে ফিরে যেতে দেখেন নাজমুল হাসান শান্তকে। পরে লিটনকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে এগোতে থাকেন মুশফিক। ইনিংসের শুরু থেকে উইকেটে আঁকড়ে ধরে পড়ে থাকার প্রবণতা ছিল মুশফিকের। এর ফলও পেয়েছেন হাতেনাতে। শুরুতে কিছুটা সময় নিলেও উইকেটে থিতু হওয়ার পর বেশ স্বাচ্ছন্দ্যে খেলেছেন।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে সেঞ্চুরিয়ান লিটন দাশের সঙ্গে পঞ্চম উইকেটে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দারুণ সঙ্গ দিয়েছিলেন মুশফিকুর রহিম। দিন শেষে লিটন ১১৩ রানে অপরাজিত থাকলেও সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে ছিলেন মুশফিক। দ্বিতীয় দিন সকালে সেঞ্চুরির আশা জাগিয়েও মুশফিক ফিরলেন ৯ রান দূরে থাকতে।
আগের দিন ১০৮ বলে ফিফটি ছোঁয়া মুশফিক ১৮০ বলে ৮২ রানে অপরাজিত থেকে কাল দিন শেষ করেছিলেন। আজ দ্বিতীয় দিন সকালে আরও ৩৫ বল খেলে ৯ রান যোগ করে ফিরলেন ৯১ রানে।
দিনের দ্বিতীয় ওভারেই শাহিন আফ্রিদির বলে লিটন (১১৪) এলবিডব্লু হলে মুশফিকও যেন নিজেকে খোলসবন্দী করে নেন। প্রথম ওভারে নোমান আলীর অফ স্টাম্পের বাইরের বল পয়েন্টে ঠেলে এক রান নেওয়ার পর টানা ১১ বল ডট দেন। অভিষিক্ত ইয়াসির রাব্বিও হাসান আলীর বলে ব্যক্তিগত ৪ রানে বলের লাইন মিস করে বোল্ড হলে মুশফিকও নিজেকে খানিকটা গুটিয়ে নেন। হাসান আলী-শাহিন আফ্রিদির পর ফাহিম আশরাফকে আক্রমণে আনেন বাবর আজম। বোলিংয়ে এই পরিবর্তনই যেন কাল হয়ে দাঁড়ায় মুশফিকের জন্য।
ফাহিমের খাটো লেংথের বল মুশফিকের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। পাকিস্তানি খেলোয়াড়দের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন মুশফিক। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লেতে দেখেন বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে গেছে। ২২৫ বলে ৯১ রানে ফিরতে হয় মুশফিককে। মুশফিক সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন প্রায় দেড় বছর আগে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সেবার মুশফিক ২০৩ রানে অপরাজিত ছিলেন। দেড় বছর পর পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ফিরলেন ৯ রান দূরে থাকতে।
গতকাল দলীয় ৪৭ রানে মুমিনুল আউট হলে উইকেটে এসেছিলেন মুশফিক। তিনি উইকেটে আসার পর নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে ফিরে যেতে দেখেন নাজমুল হাসান শান্তকে। পরে লিটনকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে এগোতে থাকেন মুশফিক। ইনিংসের শুরু থেকে উইকেটে আঁকড়ে ধরে পড়ে থাকার প্রবণতা ছিল মুশফিকের। এর ফলও পেয়েছেন হাতেনাতে। শুরুতে কিছুটা সময় নিলেও উইকেটে থিতু হওয়ার পর বেশ স্বাচ্ছন্দ্যে খেলেছেন।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
১ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে