
এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে বাংলাদেশ বলতে গেলে ছিটকে গেছে। কাগজে-কলমে কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে ঠিকই। তবে সেই সমীকরণ বলতে গেলে বাংলাদেশের পক্ষে মেলানো অসম্ভবই। সে যা-ই হোক, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফের কথা শুনে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের কিছুটা হলেও মন ভালো হতে পারে।
পাকিস্তান পর্ব শেষে এশিয়া কাপ এখন হচ্ছে শ্রীলঙ্কায়। কলম্বোর প্রেমাদাসায় চলছে সুপার ফোরের বাকি অংশ। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা-এই তিন ক্রিকেট দল রয়েছে কলম্বোর সিনামন গ্র্যান্ডে হোটেলে। আর আজ প্রেমাদাসায় চলছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে বের হওয়ার সময় বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আশরাফ। তখন এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। পিসিবি সভাপতি বলেন, ‘জানতে পেরেছি তাদের এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তবে তাদের শুভকামনা জানাচ্ছি।’ এরপর আশরাফ বাংলায় বলেন, ‘বাংলাদেশ ভালো আছে।’
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত সপ্তাহের বুধবার সুপার ফোরে খেলেছে বাংলাদেশ-পাকিস্তান। তার আগে পাকিস্তানের মাঠে ২০২০ সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে এশিয়ার এই দুই দল। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের ব্যাপারে আশরাফ বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক অনেক ভালো। সেই সম্পর্ক যেন আরও ভালো হয়, তা-ই চেষ্টা করে যাচ্ছি।’
প্রেমাদাসায় আজ টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করে ভারত। এরপরই খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টিতে। বিরাট কোহলি ৮ রানে ও লোকেশ রাহুল ১৭ রানে ব্যাটিং করছেন। ১টি করে উইকেট নিয়েছেন শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে