
ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার এখনো ৯ মাস বাকি থাকলেও নিজেদের কাছে শিরোপা ধরে রাখার বিষয়ে সুযোগ দেখছেন জো রুট। গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।
এবারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। এ বছরের অক্টোবর-নভেম্বরে শুরু হবে টুর্নামেন্টটি। কিন্তু বিশ্বকাপ নিয়ে এখনই কথা বলা শুরু করেছেন রুট। তিনি বলেছেন, ‘এটি দারুণ এক সুযোগ। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি আমাদের। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেতে যাচ্ছি আমরা।’
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সের নিরিখেই এমন সুযোগ দেখছেন বলে জানিয়েছেন রুট। তাঁর মতে, ভারতের মাটিতে যদি সতীর্থরা স্পিন ভালো খেলতে পারেন, তাহলে অবশ্যই টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখা যাবে।
৩২ বছর বয়সী রুট বলেছেন, ‘মনে করি ইংল্যান্ডের ক্রিকেটাররা ভারতে অনেক সময় কাটিয়েছে। এতে তারা কন্ডিশন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছে। এটা নির্ভর করবে আমরা ধরাবাহিকভাবে কতটা ভালো স্পিন বল খেলব। এর সঙ্গে বিশ্বকাপের আগে আমরা কীভাবে ওয়ানডে সংস্করণ খেলব তার ওপর নির্ভর করবে।’
এখন পর্যন্ত ১২ বার ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। এর মধ্যে একবারই শুধু চ্যাম্পিয়ন হতে পেরেছে ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই স্বাদ পায় তারা। এবার ১৩তম সংস্করণে সেই সংখ্যাটা বাড়ানোর কথা জানিয়ে রাখলেন রুট।
ওয়ানডে ও টেস্টে নিজের ব্যাটিং মানানসই হলেও টি-টোয়েন্টি সংস্করণে খাপ খাইয়ে নিতে পারেননি রুট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও নিজেকে মানিয়ে নিতে বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি ২০) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট বলেছেন, ‘বছরের শেষ দিকে ভারতে বিশ্বকাপ হবে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে আইএলটি ২০ খেলছি। সংক্ষিপ্ত সংস্করণে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। এর জন্য দেখতে চাই এটি আমাকে একজন ভালো ব্যাটার হতে সহায়তা করতে পারে কি না।’

ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার এখনো ৯ মাস বাকি থাকলেও নিজেদের কাছে শিরোপা ধরে রাখার বিষয়ে সুযোগ দেখছেন জো রুট। গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।
এবারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। এ বছরের অক্টোবর-নভেম্বরে শুরু হবে টুর্নামেন্টটি। কিন্তু বিশ্বকাপ নিয়ে এখনই কথা বলা শুরু করেছেন রুট। তিনি বলেছেন, ‘এটি দারুণ এক সুযোগ। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি আমাদের। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেতে যাচ্ছি আমরা।’
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সের নিরিখেই এমন সুযোগ দেখছেন বলে জানিয়েছেন রুট। তাঁর মতে, ভারতের মাটিতে যদি সতীর্থরা স্পিন ভালো খেলতে পারেন, তাহলে অবশ্যই টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখা যাবে।
৩২ বছর বয়সী রুট বলেছেন, ‘মনে করি ইংল্যান্ডের ক্রিকেটাররা ভারতে অনেক সময় কাটিয়েছে। এতে তারা কন্ডিশন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছে। এটা নির্ভর করবে আমরা ধরাবাহিকভাবে কতটা ভালো স্পিন বল খেলব। এর সঙ্গে বিশ্বকাপের আগে আমরা কীভাবে ওয়ানডে সংস্করণ খেলব তার ওপর নির্ভর করবে।’
এখন পর্যন্ত ১২ বার ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। এর মধ্যে একবারই শুধু চ্যাম্পিয়ন হতে পেরেছে ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই স্বাদ পায় তারা। এবার ১৩তম সংস্করণে সেই সংখ্যাটা বাড়ানোর কথা জানিয়ে রাখলেন রুট।
ওয়ানডে ও টেস্টে নিজের ব্যাটিং মানানসই হলেও টি-টোয়েন্টি সংস্করণে খাপ খাইয়ে নিতে পারেননি রুট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও নিজেকে মানিয়ে নিতে বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি ২০) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট বলেছেন, ‘বছরের শেষ দিকে ভারতে বিশ্বকাপ হবে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে আইএলটি ২০ খেলছি। সংক্ষিপ্ত সংস্করণে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। এর জন্য দেখতে চাই এটি আমাকে একজন ভালো ব্যাটার হতে সহায়তা করতে পারে কি না।’

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১৯ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে