ক্রীড়া ডেস্ক

রাজনৈতিকভাবে ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্ক ক্রিকেটে বরাবরই প্রভাব ফেলে। বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিতের পরপরই প্রশ্ন উঠেছিল পাকিস্তান নারী দলের ভারতে খেলতে যাওয়া নিয়ে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্টভাবে হুঙ্কার ভারতে পাকিস্তানের মেয়েদের না পাঠানোর ব্যাপারে। ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফির সময় আইসিসির সঙ্গে হাইব্রিড মডেলের যে চুক্তি হয়েছিল সেটা বহাল থাকছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে শনিবার নাকভি বলেছেন, ‘ভারত ঠিক যেভাবে পাকিস্তানে এসে চ্যাম্পিয়নস ট্রফি খেলেনি এবং তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি দেওয়া হয়েছিল, সেভাবেই পাকিস্তানও ভারতে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। একটা চুক্তি যখন হয়েছে, সেটাকে মেনে চলতেই হবে।’
পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুর ব্যাপারে তাঁদের নিজস্ব কোনো পছন্দ নেই। ভারত এবং আইসিসি আলোচনা করে যেখানে ঠিক করবে সেখানেই খেলতে প্রস্তুত ফাতিমা সানা-সিদরা আমিনরা।
গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যেতে কখনোই রাজি ছিল না ভারত। তাই নিজেদের ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলেছে তারা। চুক্তি অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফির পর আগামী তিনটি আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে যাবে না। এর মধ্যে ভারতে আয়োজিত দুটি টুর্নামেন্ট হচ্ছে ২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ও ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৮ সালে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান।
২০২৫ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতের ৫টি ভেন্যুতে হবে ওয়ানডে নারী বিশ্বকাপ। বাছাইপর্ব থেকে পাকিস্তান এবং বাংলাদেশ মূল পর্বে জায়গা করে নিয়েছে।

রাজনৈতিকভাবে ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্ক ক্রিকেটে বরাবরই প্রভাব ফেলে। বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিতের পরপরই প্রশ্ন উঠেছিল পাকিস্তান নারী দলের ভারতে খেলতে যাওয়া নিয়ে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্টভাবে হুঙ্কার ভারতে পাকিস্তানের মেয়েদের না পাঠানোর ব্যাপারে। ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফির সময় আইসিসির সঙ্গে হাইব্রিড মডেলের যে চুক্তি হয়েছিল সেটা বহাল থাকছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে শনিবার নাকভি বলেছেন, ‘ভারত ঠিক যেভাবে পাকিস্তানে এসে চ্যাম্পিয়নস ট্রফি খেলেনি এবং তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি দেওয়া হয়েছিল, সেভাবেই পাকিস্তানও ভারতে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। একটা চুক্তি যখন হয়েছে, সেটাকে মেনে চলতেই হবে।’
পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুর ব্যাপারে তাঁদের নিজস্ব কোনো পছন্দ নেই। ভারত এবং আইসিসি আলোচনা করে যেখানে ঠিক করবে সেখানেই খেলতে প্রস্তুত ফাতিমা সানা-সিদরা আমিনরা।
গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যেতে কখনোই রাজি ছিল না ভারত। তাই নিজেদের ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলেছে তারা। চুক্তি অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফির পর আগামী তিনটি আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে যাবে না। এর মধ্যে ভারতে আয়োজিত দুটি টুর্নামেন্ট হচ্ছে ২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ও ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৮ সালে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান।
২০২৫ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতের ৫টি ভেন্যুতে হবে ওয়ানডে নারী বিশ্বকাপ। বাছাইপর্ব থেকে পাকিস্তান এবং বাংলাদেশ মূল পর্বে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৭ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৮ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ ঘণ্টা আগে