ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস—লিটন দাসের নেতৃত্বে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতেই যখন হবে এশিয়া কাপ, তখন এই সংস্করণে হ্যাটট্রিক সিরিজ জয় নিঃসন্দেহে বাংলাদেশকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে। কিন্তু আকাশ চোপড়ার মতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে বেশি দূর যেতে পারবে না।
এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আকাশ আজ নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দল নিয়ে আলাপ-আলোচনা করতে গিয়ে এই গ্রুপকে ‘মৃত্যুকূপ’ বলেছেন। শ্রীলঙ্কাকে কদিন আগে তাদের মাঠে হারালেও ২০২২ সালে লঙ্কানরাই গ্রুপ পর্ব থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশকে। তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে আফগানদের কাছেও হেরেছিল বাংলাদেশ। এবার আমিরাতে এশিয়া কাপ শুরুর আগে শারজায় রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে পাকিস্তান-আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলে। মোহাম্মদ নবী, রশিদ, নুর আহমদদের ঘূর্ণিতে প্রতিপক্ষ রীতিমতো চোখে সর্ষেফুল দেখছে।
টি-টোয়েন্টিতে কোনো দলকে হালকাভাবে দেখার সুযোগ নেই—আকাশ এই বাস্তবতাকে স্বীকার করছেন ঠিকই। তবে এবারের এশিয়া কাপে বাংলাদেশ বেশি ভালো করতে পারবে বলে মনে করেন না ভারতীয় এই ক্রিকেট বিশেষজ্ঞ। আকাশ আজ বলেছেন, ‘সুযোগ অনেক থাকলেও সত্যি বলতে তাদের সম্ভাবনা অনেকটাই কম। যদিও টি-টোয়েন্টিতে কোনো দলকে আগেভাগে বাতিলের খাতায় ফেলা যায় না। আমার মতে তারা কোথাও না কোথাও ধরা খাবে। আফগানিস্তান-শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে উঠবে। তাই বাংলাদেশের গল্প লিগ পর্যায়ে শেষ হয়ে যেতে পারে।’
২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে গ্রুপ পর্বে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। ৮ বছর পর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে (২০১৫) ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে গত তিন বছরে মেজর টুর্নামেন্টে বলার মতো কিছুই নেই বাংলাদেশের। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—কোনো টুর্নামেন্টেই বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারেনি। মেজর ইভেন্টে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আকাশ বলেন, ‘তাদের (বাংলাদেশ) হারানোর কিছু নেই। কিন্তু তারা বহুজাতীয় টুর্নামেন্টে দীর্ঘদিন ধরে ভালো খেলছে না। তারা আমাদের ২০০৭ সালে গ্রুপ থেকেই ছিটকে দিয়েছিল। বৈশ্বিক টুর্নামেন্টে নিয়মিত খেলে। কিন্তু তেমন প্রতিদ্বন্দ্বী মনে করার কোনো সুযোগ নেই।’
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২১৫ রান বাংলাদেশ করেছিল ২০১৮ নিদহাস ট্রফিতে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। গত দুই মাসে তিনটি টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ঠিকই। কিন্তু তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন, জাকের আলী অনিক ছাড়া আর কাউকে সে অর্থে জ্বলে উঠতে দেখা যায়নি। আকাশের মতে প্রতিপক্ষ একবার আক্রমণ শুরু করলে বাংলাদেশের হা করে তাকিয়ে ছাড়া কোনো উপায় নেই। ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, ‘২০২৫ সালে খেয়াল করলে দেখবেন, খুব কম ব্যাটারেরই স্ট্রাইকরেট ১৫০-এর কাছাকাছি। দুই একজনের স্ট্রাইকরেট ১৪০-এর বেশি। ২১০-২২০ করার মতো দল না তারা (বাংলাদেশ)। ১৬০-১৮০ এর মতো স্কোর করতে পারে সহজে। যদি প্রতিপক্ষ দল বেধড়ক পেটায়, তাদের উত্তর দেওয়ার মতো কিছু থাকবে না।’
বাংলাদেশ সবশেষ দুটি সিরিজ ঘরের মাঠে জিতেছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। যার মধ্যে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ হারার পর মিরপুরের উইকেটের কড়া সমালোচনা করেছে। আকাশের মতে মিরপুরে বাংলাদেশ স্পিন আক্রমণ নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে। কিন্তু বর্তমান বাস্তবতা বিবেচনায় শক্তিশালী পেস আক্রমণও থাকা দরকার বলে মনে করেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ। এখানে তিনি (আকাশ) তাসকিন আহমেদের ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা সিরিজে লিটন ম্যান অব দ্য সিরিজ হলেও আকাশ মনে করেন, ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে লিটন তেমন কিছুই করতে পারেননি।
৯ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে দুই দিন পর। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটনরা। এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচই বাংলাদেশ খেলবে আবুধাবিতে।

শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস—লিটন দাসের নেতৃত্বে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতেই যখন হবে এশিয়া কাপ, তখন এই সংস্করণে হ্যাটট্রিক সিরিজ জয় নিঃসন্দেহে বাংলাদেশকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে। কিন্তু আকাশ চোপড়ার মতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে বেশি দূর যেতে পারবে না।
এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আকাশ আজ নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দল নিয়ে আলাপ-আলোচনা করতে গিয়ে এই গ্রুপকে ‘মৃত্যুকূপ’ বলেছেন। শ্রীলঙ্কাকে কদিন আগে তাদের মাঠে হারালেও ২০২২ সালে লঙ্কানরাই গ্রুপ পর্ব থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশকে। তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে আফগানদের কাছেও হেরেছিল বাংলাদেশ। এবার আমিরাতে এশিয়া কাপ শুরুর আগে শারজায় রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে পাকিস্তান-আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলে। মোহাম্মদ নবী, রশিদ, নুর আহমদদের ঘূর্ণিতে প্রতিপক্ষ রীতিমতো চোখে সর্ষেফুল দেখছে।
টি-টোয়েন্টিতে কোনো দলকে হালকাভাবে দেখার সুযোগ নেই—আকাশ এই বাস্তবতাকে স্বীকার করছেন ঠিকই। তবে এবারের এশিয়া কাপে বাংলাদেশ বেশি ভালো করতে পারবে বলে মনে করেন না ভারতীয় এই ক্রিকেট বিশেষজ্ঞ। আকাশ আজ বলেছেন, ‘সুযোগ অনেক থাকলেও সত্যি বলতে তাদের সম্ভাবনা অনেকটাই কম। যদিও টি-টোয়েন্টিতে কোনো দলকে আগেভাগে বাতিলের খাতায় ফেলা যায় না। আমার মতে তারা কোথাও না কোথাও ধরা খাবে। আফগানিস্তান-শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে উঠবে। তাই বাংলাদেশের গল্প লিগ পর্যায়ে শেষ হয়ে যেতে পারে।’
২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে গ্রুপ পর্বে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। ৮ বছর পর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে (২০১৫) ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে গত তিন বছরে মেজর টুর্নামেন্টে বলার মতো কিছুই নেই বাংলাদেশের। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—কোনো টুর্নামেন্টেই বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারেনি। মেজর ইভেন্টে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আকাশ বলেন, ‘তাদের (বাংলাদেশ) হারানোর কিছু নেই। কিন্তু তারা বহুজাতীয় টুর্নামেন্টে দীর্ঘদিন ধরে ভালো খেলছে না। তারা আমাদের ২০০৭ সালে গ্রুপ থেকেই ছিটকে দিয়েছিল। বৈশ্বিক টুর্নামেন্টে নিয়মিত খেলে। কিন্তু তেমন প্রতিদ্বন্দ্বী মনে করার কোনো সুযোগ নেই।’
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২১৫ রান বাংলাদেশ করেছিল ২০১৮ নিদহাস ট্রফিতে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। গত দুই মাসে তিনটি টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ঠিকই। কিন্তু তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন, জাকের আলী অনিক ছাড়া আর কাউকে সে অর্থে জ্বলে উঠতে দেখা যায়নি। আকাশের মতে প্রতিপক্ষ একবার আক্রমণ শুরু করলে বাংলাদেশের হা করে তাকিয়ে ছাড়া কোনো উপায় নেই। ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, ‘২০২৫ সালে খেয়াল করলে দেখবেন, খুব কম ব্যাটারেরই স্ট্রাইকরেট ১৫০-এর কাছাকাছি। দুই একজনের স্ট্রাইকরেট ১৪০-এর বেশি। ২১০-২২০ করার মতো দল না তারা (বাংলাদেশ)। ১৬০-১৮০ এর মতো স্কোর করতে পারে সহজে। যদি প্রতিপক্ষ দল বেধড়ক পেটায়, তাদের উত্তর দেওয়ার মতো কিছু থাকবে না।’
বাংলাদেশ সবশেষ দুটি সিরিজ ঘরের মাঠে জিতেছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। যার মধ্যে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ হারার পর মিরপুরের উইকেটের কড়া সমালোচনা করেছে। আকাশের মতে মিরপুরে বাংলাদেশ স্পিন আক্রমণ নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে। কিন্তু বর্তমান বাস্তবতা বিবেচনায় শক্তিশালী পেস আক্রমণও থাকা দরকার বলে মনে করেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ। এখানে তিনি (আকাশ) তাসকিন আহমেদের ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা সিরিজে লিটন ম্যান অব দ্য সিরিজ হলেও আকাশ মনে করেন, ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে লিটন তেমন কিছুই করতে পারেননি।
৯ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে দুই দিন পর। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটনরা। এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচই বাংলাদেশ খেলবে আবুধাবিতে।

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
১২ মিনিট আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২৯ মিনিট আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
১ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
২ ঘণ্টা আগে