Ajker Patrika

বাজে শটে আউট মিরাজ, চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: ক্রিকইনফো
বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: ক্রিকইনফো

ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—শ্রীলঙ্কায় চলমান ওয়ানডে সিরিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গে বহুল প্রচলিত কথাটির কোনো মিল পাওয়া যাচ্ছে না। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে খেলার বদলে নিজের উইকেট উপহার দিয়ে আসছেন তিনি।

শ্রীলঙ্কার কাছে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে বাংলাদেশ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে। সিরিজে টিকে থাকতে এখন মিরাজদের জয়ের কোনো বিকল্প নেই। প্রেমাদাসায় আজ দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ নম্বরে খেলতে নেমে কেবল ১০ বল টিকতে পেরেছেন মিরাজ। দুষ্মন্ত চামিরার বলে অযথা পুল করতে গিয়ে সীমানার ধারে ক্যাচের শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ২৯ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান করেছে।

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। টিকে থাকার লড়াইয়ে লিটন দাস, তাসকিন আহমেদের পরিবর্তে নেওয়া হয়েছে শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদকে। ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করতে থাকলেও শ্রীলঙ্কার দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে বাংলাদেশের নিশ্চিত কিছু রান আটকে গেছে। দলীয় ১০ রানে ভেঙে গেছে সফরকারীদের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের তৃতীয় বলে আসিথা ফার্নান্দোকে কাট করতে যান তানজিম হাসান তামিম। এজ হওয়া বল ধরেছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ১১ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়াই করেছেন ৭ রান।

তানজিদ তামিমের পর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে শান্তর সঙ্গে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ৬৩ রানের জুটি। শান্ত-ইমনের জুটি টিকেছে ৫৫ বল। ১২তম ওভারের তৃতীয় বলে চারিথ আসালাঙ্কার হালকা শর্ট লেংথের বল পুল করতে গিয়ে শান্ত (১৪) লংঅনে মাহিশ তিকশানার তালুবন্দী হয়েছেন। এই জুটি ভাঙায় বাংলাদেশের স্কোর হয়ে যায় ১১.৩ ওভারে ২ উইকেটে ৭৩ রান। ইমন একপ্রান্তে তাঁর সাবলীল ব্যাটিং চালিয়ে যান। ১৪তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে আসালাঙ্কাকে ছক্কা ও চার মেরে ফিফটি পূর্ণ করেন ইমন। ওয়ানডেতে এটা ইমনের প্রথম ফিফটি।

ইমন যেভাবে ব্যাটিং করতে থাকেন, তাতে মনে হচ্ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে যাবেন। তবে ওয়ানডেতে প্রথমবারের মতো তিন অঙ্ক ছোঁয়া হয়নি। ২০তম ওভারের চতুর্থ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান ইমন। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার ৬৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৬৭ রান।

ইমনের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন মিরাজ। এক ওভার বিরতিতে হাসারাঙ্গা আসতেই তাঁকে স্লগ সুইপে চার মারেন মিরাজ। তবে ঠিক তার পরের ওভারেই বাংলাদেশ অধিনায়ক বিভ্রান্ত হয়েছেন চামিরার কৌশলের কাছে। ২৩তম ওভারের চতুর্থ বলে হঠাৎই চামিরা বাউন্সার মারেন। পুল করতে গিয়ে মিরাজ ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পাথুম নিশাংকার তালুবন্দী হয়েছেন। ১০ বলে মিরাজ করেছেন ৯ রান।

মিরাজ আউট হওয়ার পর শামীম ও তাওহীদ হৃদয়ের জুটিটা ভালোভাবেই এগোচ্ছিল। পঞ্চম উইকেটে ৩৭ বলে ৩৩ রানের জুটি গড়েন শামীম-হৃদয়। তবে ২৯তম ওভারের পঞ্চম বলে আসিথাকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে জানিথ লিয়ানাগের তালুবন্দী হয়েছেন শামীম (২২)। জাকের আলী অনিক এরপর ব্যাটিংয়ে এসেই ডট দিয়েছেন আসিথাকে। অন্য প্রান্তে হৃদয় ২৫ রান করে অপরাজিত। ৪২ বলের ইনিংসে কেবল ১ চার মেরেছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত