ক্রীড়া ডেস্ক
ক্রিকেট ক্যারিয়ারের শেষ প্রান্তে ৩৮ বছর বয়সী মুশফিকুর রহিম। সীমিত ওভারের দুই সংস্করণকে এরই মধ্যে বিদায় বলেছেন। এখন তাঁর মনোযোগ শুধু টেস্ট সংস্করণ ঘিরে। গতকাল গল টেস্টে সেঞ্চুরির পর জানিয়েছেন, এই সেঞ্চুরি তাঁর কাছে বিশেষ কিছু নয়। ক্যারিয়ারের শেষটা তিনি উপভোগ করছেন, ‘এই সেঞ্চুরি আমার জন্য বিশেষ কিছু না। ক্যারিয়ারের শেষ দিকে এসে আমার কাছে প্রতিটি ইনিংসই বিশেষ কিছু। চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার।’
গল টেস্টে দ্বিতীয় দিন বৃষ্টির পর আবারও খেলা শুরু হয়েছে। মুশফিক ব্যাটিং করছেন ১৬৩ রানে। চতুর্থ ডাবল সেঞ্চুরির পথে হাঁটছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ৯৭ টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে তিনি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। গ্রেটদের সঙ্গে নামটা না এলেও বাংলাদেশের ইতিহাসসেরা ব্যাটারই মুশফিকই। তাই অসংখ্যবার তাঁর নাম সামনে আসবে এত এত রেকর্ডের জন্য—
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান
মুশফিকুর রহিম ৬২১৫*
তামিম ইকবাল ৫১৩৪
সাকিব আল হাসান ৪৬০৯
মুমিনুল হক ৪৫৭৭
টেস্টে সর্বোচ্চ জুটিতে মুশফিকের দাপট
মুশফিক-সাকিব ৩৫৯
তামিম-ইমরুল ৩১২
মুশফিক-লিটন ২৭২
মুশফিক-আশরাফুল ২৬৭
মুশফিক-মুমিনুল ২৬৬
মুশফিক-শান্ত ২৬৪
মুমিনুল-শান্ত ২৪২
মুশফিক-মুমিনুল ২৩৬
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে মুশফিকই সেরা
মুশফিকুর রহিম ১৫০৯ ৫৮.০৩
কেন উইলিয়ামসন ১৪৬৭ ৬৯.৮৫
জো রুট ১৩৭৬ ৬২.৫৪
টম লাথাম ১১৩৯ ৫৯.৯৪
(বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে)
টেস্টে বাংলাদেশের ১৫০+ ইনিংস
মুশফিকুর রহিম ৭
মুমিনুল হক ৩
মোহাম্মদ আশরাফুল ২
তামিম ইকবাল ২
ইমরুল কয়েস ১
মাহমুদউল্লাহ রিয়াদ ১
নাজমুল হোসেন শান্ত ১
সাকিব আল হাসান ১
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি
মুশফিকুর রহিম ৩
সাকিব আল হাসান ১
তামিম ইকবাল ১
বাংলাদেশের হয়ে এক ইনিংসে ৩০০ বল খেলা ব্যাটার
মুশফিকুর রহিম ৬
জাভেদ ওমর ২
(আমিনুল ইসলাম বুলবুল, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক,
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত—প্রত্যেকে ১ বার)
বাংলাদেশের হয়ে এক ইনিংসে ২০০ বল খেলা ব্যাটার
মুশফিকুর রহিম ১৩
মুমিনুল হক ৭
মোহাম্মদ আশরাফুল ৫
তামিম ইকবাল ৫
(জাভেদ ওমর, সাকিব আল হাসান, ইমরুল কায়েস,
মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস প্রত্যেকে ৩ বার)
ক্রিকেট ক্যারিয়ারের শেষ প্রান্তে ৩৮ বছর বয়সী মুশফিকুর রহিম। সীমিত ওভারের দুই সংস্করণকে এরই মধ্যে বিদায় বলেছেন। এখন তাঁর মনোযোগ শুধু টেস্ট সংস্করণ ঘিরে। গতকাল গল টেস্টে সেঞ্চুরির পর জানিয়েছেন, এই সেঞ্চুরি তাঁর কাছে বিশেষ কিছু নয়। ক্যারিয়ারের শেষটা তিনি উপভোগ করছেন, ‘এই সেঞ্চুরি আমার জন্য বিশেষ কিছু না। ক্যারিয়ারের শেষ দিকে এসে আমার কাছে প্রতিটি ইনিংসই বিশেষ কিছু। চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার।’
গল টেস্টে দ্বিতীয় দিন বৃষ্টির পর আবারও খেলা শুরু হয়েছে। মুশফিক ব্যাটিং করছেন ১৬৩ রানে। চতুর্থ ডাবল সেঞ্চুরির পথে হাঁটছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ৯৭ টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে তিনি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। গ্রেটদের সঙ্গে নামটা না এলেও বাংলাদেশের ইতিহাসসেরা ব্যাটারই মুশফিকই। তাই অসংখ্যবার তাঁর নাম সামনে আসবে এত এত রেকর্ডের জন্য—
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান
মুশফিকুর রহিম ৬২১৫*
তামিম ইকবাল ৫১৩৪
সাকিব আল হাসান ৪৬০৯
মুমিনুল হক ৪৫৭৭
টেস্টে সর্বোচ্চ জুটিতে মুশফিকের দাপট
মুশফিক-সাকিব ৩৫৯
তামিম-ইমরুল ৩১২
মুশফিক-লিটন ২৭২
মুশফিক-আশরাফুল ২৬৭
মুশফিক-মুমিনুল ২৬৬
মুশফিক-শান্ত ২৬৪
মুমিনুল-শান্ত ২৪২
মুশফিক-মুমিনুল ২৩৬
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে মুশফিকই সেরা
মুশফিকুর রহিম ১৫০৯ ৫৮.০৩
কেন উইলিয়ামসন ১৪৬৭ ৬৯.৮৫
জো রুট ১৩৭৬ ৬২.৫৪
টম লাথাম ১১৩৯ ৫৯.৯৪
(বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে)
টেস্টে বাংলাদেশের ১৫০+ ইনিংস
মুশফিকুর রহিম ৭
মুমিনুল হক ৩
মোহাম্মদ আশরাফুল ২
তামিম ইকবাল ২
ইমরুল কয়েস ১
মাহমুদউল্লাহ রিয়াদ ১
নাজমুল হোসেন শান্ত ১
সাকিব আল হাসান ১
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি
মুশফিকুর রহিম ৩
সাকিব আল হাসান ১
তামিম ইকবাল ১
বাংলাদেশের হয়ে এক ইনিংসে ৩০০ বল খেলা ব্যাটার
মুশফিকুর রহিম ৬
জাভেদ ওমর ২
(আমিনুল ইসলাম বুলবুল, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক,
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত—প্রত্যেকে ১ বার)
বাংলাদেশের হয়ে এক ইনিংসে ২০০ বল খেলা ব্যাটার
মুশফিকুর রহিম ১৩
মুমিনুল হক ৭
মোহাম্মদ আশরাফুল ৫
তামিম ইকবাল ৫
(জাভেদ ওমর, সাকিব আল হাসান, ইমরুল কায়েস,
মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস প্রত্যেকে ৩ বার)
ফুটবল বিশ্বকাপে গত দুই আসরে জায়গা করে নিতে পারেনি ইতালি। অথচ বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন তারা। এবারও বিশ্বকাপ খেলার সুযোগ পাবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। ফুটবলের এমন দুঃসময়ে দেশটিকে সুখবর এনে দিল ক্রিকেট৷ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
১৭ মিনিট আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই কিংবদন্তি ইংলিশ ব্যাটার জ্যাক হবস ও সাবেক অধিনায়ক মাইকেল ভনের পাশে বসলেন জো রুট। জসপ্রীত বুমরাকে চার মেরে লর্ডসে টানা তৃতীয় সেঞ্চুরির কীর্তি গড়লেন এই তারকা ব্যাটার। হবস ও ভনের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠে অসাধারণ কাজটি করলেন রুট। তবে এই সেঞ্চুরির পরই
২ ঘণ্টা আগেজার্সির জয় আছে এক উইকেট, জয়ের জন্য দরকারও ১ বলে ১ রান। এমন নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে হারিয়ে চমকে দিল ইউরোপের দল জার্সি। রোমাঞ্চকর জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা জাগিয়ে রাখল তারা।
৩ ঘণ্টা আগেপুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এগিয়ে থেকেও জাপানের কাছে হেরেছে ৬-৪ গোলে। আরেক সেমিফাইনালে মালয়েশিয়াকে শুটআউটে ৩ (৪)-৩ (৩) ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান।
৪ ঘণ্টা আগে