ক্রীড়া ডেস্ক
মুল্লানপুরের যাদবিন্দ্র ক্রিকেট স্টেডিয়ামে তখন পাঞ্জাব কিংসের বাঁধভাঙা উদযাপন। ক্রিকেটার, সত্ত্বাধিকারী প্রীতি জিনতা, দর্শক—সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তাঁরা যুদ্ধ জয় করেছেন। মার্কো ইয়ানসেনকে ঘিরে যখন সবাই উদযাপনে ব্যস্ত, তখন আন্দ্রে রাসেলকে ঘিরে ধরে হতাশা।
ইয়ানসেনের বলে রাসেল বোল্ড হতেই শেষ কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। রাসেলের এই হতাশাই যে ম্যাচে কলকাতার বাজে পারফরম্যান্সের প্রতিচ্ছবি। বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে ১১২ রানের লক্ষ্য আহামরি কিছু না হলেও কলকাতা হেরেছে ১৬ রানে। ১৫.১ ওভারে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা গুটিয়ে গেছে ৯৫ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহানে বলের, ‘ব্যাখ্যা দেওয়ার মতো কিছুই নেই। আমরা সবাই দেখেছি সেখানে কী হয়েছে। খুবই হতাশ। দায়টা নিজের কাঁধে তুলে নিচ্ছি।’
১১২ রানের লক্ষ্যে নেমে কলকাতা নাইট রাইডার্সের একটা পর্যায়ে স্কোর ছিল ৭.৩ ওভারে ২ উইকেটে ৬২ রান। এখান থেকেই ঘুরতে থাকে ম্যাচ। অষ্টম ওভারের চতুর্থ বলে যুজভেন্দ্র চাহালকে স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রাহানে। কলকাতা অধিনায়ক করেছেন ১৭ বলে ১৭ রান। পরে দেখা যায়, রিভিউ নিলে বেঁচে যেতেন রাহানে। কারণ, ইমপ্যাক্ট ছিল অফস্টাম্পের বাইরে। ননস্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা অংক্রিশ রঘুবংশীর সঙ্গে সেই মুহূর্তে কী কথা হয়েছিল, সেটা নিয়ে ম্যাচ শেষে রাহানে বলেন, ‘বাজে শট খেলে আউট হয়েছি। যদিও সেটা মিসিং ছিল। সে (রঘুবংশী) নিজেও নিশ্চিত ছিল না। সে বলছিল এটা আম্পায়ার্স কল হতে পারে। আমি নিজেও নিশ্চিত ছিলাম না।’
১১২ রানের লক্ষ্য দেখে কলকাতা নাইট রাইডার্সের ভক্ত-সমর্থকেরা হয়তো ভেবেছিলেন, ম্যাচটা তাড়াতাড়ি জিতে নেট রানরেট বাড়িয়ে নিতে পারবে দলটি। কিন্তু কিসের কী! তাসের ঘরের মতো ভেঙে পড়ল রাহানের দল। ১৬ রানে জিতে আইপিএল ইতিহাসে সবচেয়ে কম রান করে ম্যাচ জয়ের রেকর্ড নিজের করল পাঞ্জাব কিংস। হারের দায় স্বীকার করে রাহানে বলেন, ‘আসলে না (নেট রানরেটের চিন্তা ছিল কি না)। খুবই বাজে ব্যাটিং করেছি। পুরোপুরি নিজেরাই দায়টা নিচ্ছি।’
৭ ম্যাচে ৩ জয় ও ৪ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে এখন কলকাতা নাইট রাইডার্স। সবার ওপরে থাকা গুজরাট টাইটান্সের পয়েন্ট ৮। এমনকি দুই, তিন, চার ও পাঁচে থাকা দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাদেরও ৮ পয়েন্ট। নেট রানরেটই পার্থক্য গড়ে দিয়েছে এখানে।
মুল্লানপুরের যাদবিন্দ্র ক্রিকেট স্টেডিয়ামে তখন পাঞ্জাব কিংসের বাঁধভাঙা উদযাপন। ক্রিকেটার, সত্ত্বাধিকারী প্রীতি জিনতা, দর্শক—সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তাঁরা যুদ্ধ জয় করেছেন। মার্কো ইয়ানসেনকে ঘিরে যখন সবাই উদযাপনে ব্যস্ত, তখন আন্দ্রে রাসেলকে ঘিরে ধরে হতাশা।
ইয়ানসেনের বলে রাসেল বোল্ড হতেই শেষ কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। রাসেলের এই হতাশাই যে ম্যাচে কলকাতার বাজে পারফরম্যান্সের প্রতিচ্ছবি। বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে ১১২ রানের লক্ষ্য আহামরি কিছু না হলেও কলকাতা হেরেছে ১৬ রানে। ১৫.১ ওভারে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা গুটিয়ে গেছে ৯৫ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহানে বলের, ‘ব্যাখ্যা দেওয়ার মতো কিছুই নেই। আমরা সবাই দেখেছি সেখানে কী হয়েছে। খুবই হতাশ। দায়টা নিজের কাঁধে তুলে নিচ্ছি।’
১১২ রানের লক্ষ্যে নেমে কলকাতা নাইট রাইডার্সের একটা পর্যায়ে স্কোর ছিল ৭.৩ ওভারে ২ উইকেটে ৬২ রান। এখান থেকেই ঘুরতে থাকে ম্যাচ। অষ্টম ওভারের চতুর্থ বলে যুজভেন্দ্র চাহালকে স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রাহানে। কলকাতা অধিনায়ক করেছেন ১৭ বলে ১৭ রান। পরে দেখা যায়, রিভিউ নিলে বেঁচে যেতেন রাহানে। কারণ, ইমপ্যাক্ট ছিল অফস্টাম্পের বাইরে। ননস্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা অংক্রিশ রঘুবংশীর সঙ্গে সেই মুহূর্তে কী কথা হয়েছিল, সেটা নিয়ে ম্যাচ শেষে রাহানে বলেন, ‘বাজে শট খেলে আউট হয়েছি। যদিও সেটা মিসিং ছিল। সে (রঘুবংশী) নিজেও নিশ্চিত ছিল না। সে বলছিল এটা আম্পায়ার্স কল হতে পারে। আমি নিজেও নিশ্চিত ছিলাম না।’
১১২ রানের লক্ষ্য দেখে কলকাতা নাইট রাইডার্সের ভক্ত-সমর্থকেরা হয়তো ভেবেছিলেন, ম্যাচটা তাড়াতাড়ি জিতে নেট রানরেট বাড়িয়ে নিতে পারবে দলটি। কিন্তু কিসের কী! তাসের ঘরের মতো ভেঙে পড়ল রাহানের দল। ১৬ রানে জিতে আইপিএল ইতিহাসে সবচেয়ে কম রান করে ম্যাচ জয়ের রেকর্ড নিজের করল পাঞ্জাব কিংস। হারের দায় স্বীকার করে রাহানে বলেন, ‘আসলে না (নেট রানরেটের চিন্তা ছিল কি না)। খুবই বাজে ব্যাটিং করেছি। পুরোপুরি নিজেরাই দায়টা নিচ্ছি।’
৭ ম্যাচে ৩ জয় ও ৪ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে এখন কলকাতা নাইট রাইডার্স। সবার ওপরে থাকা গুজরাট টাইটান্সের পয়েন্ট ৮। এমনকি দুই, তিন, চার ও পাঁচে থাকা দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাদেরও ৮ পয়েন্ট। নেট রানরেটই পার্থক্য গড়ে দিয়েছে এখানে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম দুই ম্যাচে রিশাদ হোসেনের শুরু হয়েছিল। লাহোর কালান্দার্সের জার্সিতে তিনটি করে উইকেট নিয়েছিলেন সেই দুই ম্যাচে। তবে পরশু মুলতান সুলতানসের বিপক্ষে বাজে পারফরম্যান্স করেছেন তিনি। ৪ ওভারে ৪৫ রানে নিয়েছেন ২ উইকেট। আজ রাতে লাহোর কালান্দার্স খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে।
১৭ মিনিট আগেমাঠের পারফরম্যান্সে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না ভিনিসিয়ুস জুনিয়র। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না তিনি। ব্রাজিলের এই ফরোয়ার্ড কড়া শাস্তি পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
৪০ মিনিট আগেচোটে পড়ায় এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম চার ম্যাচে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। ফেরার পরই দারুণ ছন্দে ভারতীয় এই পেসার। ছন্দে থাকা বুমরা এবার ভেঙেছেন মোস্তাফিজুর রহমানের একটি রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে পেসারদের মধ্যে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গত রাতে...
১ ঘণ্টা আগেশাদাব খান রেকর্ডটা গড়তে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকেই বেছে নিলেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাদাব উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন। পাকিস্তানি লেগস্পিনারের রেকর্ড গড়ার দিনে রিশাদ হোসেন আরও পিছিয়ে পড়লেন।
২ ঘণ্টা আগে