নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮ বলে অপরাজিত ১৪ রানের কার্যকরী এক ইনিংস খেলেন তানজিম হাসান সাকিব। ক্যারিয়ারের প্রথম ম্যাচে একটি করে ছক্কা ও চারের বাউন্ডারিও পেয়েছেন। এতে ব্যাটিংয়ে জুনিয়র সাকিবের অভিষেকটা রঙিনই বলা যায়।
জুনিয়র সাকিবের মূল কাজ হচ্ছে–পেস বোলিং। সেটির শুরুটা যেন আরও দুর্দান্ত হলো তাঁর। দলের হয়ে প্রথম ওভার করতে এলেন তিনি। বোলিংয়ে অভিষেক ওয়ানডে ওয়াইড দিয়ে শুরু করলেন। কিন্তু ওভারের দ্বিতীয় বলেই তুলে নিলেন রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট।
ভারতের অধিনায়ককে রানের খাতাই খুলতে দেননি সাকিব। শর্ট লেংথের বলে কাভারে এনামুল হক বিজয়কে সহজ ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। নিজের এবং দলের দ্বিতীয় ওভারে ইনসুইংয়ে বোল্ড করলেন তিলক ভার্মাকে। নিজের অভিষেক রাঙিয়ে তুললেও তিলকের অভিষেকটা ম্লানই করে দিলেন সাকিব। ৯ বলে ৫ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
এই রিপোর্ট পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান। শুভমান গিল ২৮ ও লোকেশ রাহুল ১৪ রানে অপরাজিত আছেন।
এর আগে মিডল অর্ডার এবং টেলএন্ডারের দৃঢ়তায় ভারতকে ২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এবারের এশিয়া কাপে সব ম্যাচের শুরুতে বাংলাদেশের নিয়মিত দৃশ্য– ব্যাটিং বিপর্যয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।
সেখান থেকে পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের ১১৫ বলে ১০১ রানে জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। সাকিব ৮০ ও হৃদয় করেন ৫৪ রান। শেষ দিকে টেলএন্ডার ব্যাটাররাও দারুণ অবদান রাখেন। আট নম্বরে নেমে ৪৫ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন নাসুম আহমেদ।

১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮ বলে অপরাজিত ১৪ রানের কার্যকরী এক ইনিংস খেলেন তানজিম হাসান সাকিব। ক্যারিয়ারের প্রথম ম্যাচে একটি করে ছক্কা ও চারের বাউন্ডারিও পেয়েছেন। এতে ব্যাটিংয়ে জুনিয়র সাকিবের অভিষেকটা রঙিনই বলা যায়।
জুনিয়র সাকিবের মূল কাজ হচ্ছে–পেস বোলিং। সেটির শুরুটা যেন আরও দুর্দান্ত হলো তাঁর। দলের হয়ে প্রথম ওভার করতে এলেন তিনি। বোলিংয়ে অভিষেক ওয়ানডে ওয়াইড দিয়ে শুরু করলেন। কিন্তু ওভারের দ্বিতীয় বলেই তুলে নিলেন রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট।
ভারতের অধিনায়ককে রানের খাতাই খুলতে দেননি সাকিব। শর্ট লেংথের বলে কাভারে এনামুল হক বিজয়কে সহজ ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। নিজের এবং দলের দ্বিতীয় ওভারে ইনসুইংয়ে বোল্ড করলেন তিলক ভার্মাকে। নিজের অভিষেক রাঙিয়ে তুললেও তিলকের অভিষেকটা ম্লানই করে দিলেন সাকিব। ৯ বলে ৫ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
এই রিপোর্ট পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান। শুভমান গিল ২৮ ও লোকেশ রাহুল ১৪ রানে অপরাজিত আছেন।
এর আগে মিডল অর্ডার এবং টেলএন্ডারের দৃঢ়তায় ভারতকে ২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এবারের এশিয়া কাপে সব ম্যাচের শুরুতে বাংলাদেশের নিয়মিত দৃশ্য– ব্যাটিং বিপর্যয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।
সেখান থেকে পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের ১১৫ বলে ১০১ রানে জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। সাকিব ৮০ ও হৃদয় করেন ৫৪ রান। শেষ দিকে টেলএন্ডার ব্যাটাররাও দারুণ অবদান রাখেন। আট নম্বরে নেমে ৪৫ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন নাসুম আহমেদ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে