নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮ বলে অপরাজিত ১৪ রানের কার্যকরী এক ইনিংস খেলেন তানজিম হাসান সাকিব। ক্যারিয়ারের প্রথম ম্যাচে একটি করে ছক্কা ও চারের বাউন্ডারিও পেয়েছেন। এতে ব্যাটিংয়ে জুনিয়র সাকিবের অভিষেকটা রঙিনই বলা যায়।
জুনিয়র সাকিবের মূল কাজ হচ্ছে–পেস বোলিং। সেটির শুরুটা যেন আরও দুর্দান্ত হলো তাঁর। দলের হয়ে প্রথম ওভার করতে এলেন তিনি। বোলিংয়ে অভিষেক ওয়ানডে ওয়াইড দিয়ে শুরু করলেন। কিন্তু ওভারের দ্বিতীয় বলেই তুলে নিলেন রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট।
ভারতের অধিনায়ককে রানের খাতাই খুলতে দেননি সাকিব। শর্ট লেংথের বলে কাভারে এনামুল হক বিজয়কে সহজ ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। নিজের এবং দলের দ্বিতীয় ওভারে ইনসুইংয়ে বোল্ড করলেন তিলক ভার্মাকে। নিজের অভিষেক রাঙিয়ে তুললেও তিলকের অভিষেকটা ম্লানই করে দিলেন সাকিব। ৯ বলে ৫ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
এই রিপোর্ট পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান। শুভমান গিল ২৮ ও লোকেশ রাহুল ১৪ রানে অপরাজিত আছেন।
এর আগে মিডল অর্ডার এবং টেলএন্ডারের দৃঢ়তায় ভারতকে ২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এবারের এশিয়া কাপে সব ম্যাচের শুরুতে বাংলাদেশের নিয়মিত দৃশ্য– ব্যাটিং বিপর্যয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।
সেখান থেকে পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের ১১৫ বলে ১০১ রানে জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। সাকিব ৮০ ও হৃদয় করেন ৫৪ রান। শেষ দিকে টেলএন্ডার ব্যাটাররাও দারুণ অবদান রাখেন। আট নম্বরে নেমে ৪৫ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন নাসুম আহমেদ।

১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮ বলে অপরাজিত ১৪ রানের কার্যকরী এক ইনিংস খেলেন তানজিম হাসান সাকিব। ক্যারিয়ারের প্রথম ম্যাচে একটি করে ছক্কা ও চারের বাউন্ডারিও পেয়েছেন। এতে ব্যাটিংয়ে জুনিয়র সাকিবের অভিষেকটা রঙিনই বলা যায়।
জুনিয়র সাকিবের মূল কাজ হচ্ছে–পেস বোলিং। সেটির শুরুটা যেন আরও দুর্দান্ত হলো তাঁর। দলের হয়ে প্রথম ওভার করতে এলেন তিনি। বোলিংয়ে অভিষেক ওয়ানডে ওয়াইড দিয়ে শুরু করলেন। কিন্তু ওভারের দ্বিতীয় বলেই তুলে নিলেন রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট।
ভারতের অধিনায়ককে রানের খাতাই খুলতে দেননি সাকিব। শর্ট লেংথের বলে কাভারে এনামুল হক বিজয়কে সহজ ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। নিজের এবং দলের দ্বিতীয় ওভারে ইনসুইংয়ে বোল্ড করলেন তিলক ভার্মাকে। নিজের অভিষেক রাঙিয়ে তুললেও তিলকের অভিষেকটা ম্লানই করে দিলেন সাকিব। ৯ বলে ৫ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
এই রিপোর্ট পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান। শুভমান গিল ২৮ ও লোকেশ রাহুল ১৪ রানে অপরাজিত আছেন।
এর আগে মিডল অর্ডার এবং টেলএন্ডারের দৃঢ়তায় ভারতকে ২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এবারের এশিয়া কাপে সব ম্যাচের শুরুতে বাংলাদেশের নিয়মিত দৃশ্য– ব্যাটিং বিপর্যয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।
সেখান থেকে পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের ১১৫ বলে ১০১ রানে জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। সাকিব ৮০ ও হৃদয় করেন ৫৪ রান। শেষ দিকে টেলএন্ডার ব্যাটাররাও দারুণ অবদান রাখেন। আট নম্বরে নেমে ৪৫ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন নাসুম আহমেদ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে