
সাকিব আল হাসান আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি চান। গতকাল রাতে দুবাইয়ে রওনা হওয়ার আগে নিজের ভাবনা জানিয়েছেন গণমাধ্যমকে। সাকিব এও বলেছেন মানসিক ও শারীরিক অবস্থা মিলিয়ে তিনি এখন খেলার অবস্থায় নেই। যে কারণে সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি সিরিজেই নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে সিরিজে ৫ উইকেট নিলেও ৩ ম্যাচে রান করেছেন ৬০। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সের গ্রাফ আরও নিচে। বোলিংয়ে ২ উইকেটের সঙ্গে রান করেছে ১৫। এমন পারফরম্যান্সে সাকিব নিজেও সন্তুষ্ট নন, ‘আফগানিস্তান সিরিজে আমি ভালো খেলতে পারিনি, চেষ্টা করেছি। মনে হয়েছে আমি গাড়ির যাত্রী ছিলাম। আমি কখনোই যেটা চাই না। খেলাটা একবারেই উপভোগ করতে পারিনি। ওয়ানডে, টেস্ট দুই সিরিজই।’
সাকিব খেলতে চান নিজের ওপর পূর্ণ আস্থা নিয়ে। পারফরম্যান্স দিয়ে যেন নিজের এবং দলের প্রত্যাশা মেটানোর সর্বোচ্চ সম্ভাবনা থাকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার বিরতি চাওয়ার কারণ এটিই বলে তিনি জানিয়েছেন। আর সামনে দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ অলরাউন্ডার, ‘এ রকম মানসিক অবস্থা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটা ঠিক হবে না। এখন পর্যন্ত মনে হচ্ছে আমার শারীরিক এবং মানসিক অবস্থা যদি এ রকম থাকে তাহলে দলের জন্যই ক্ষতি হবে। নিজের প্রতি নিজের চাওয়া এবং মানুষ প্রত্যাশানুযায়ী যদি না খেলতে পারি এবং যদি যাত্রী হয়ে থাকতে হয় সেটা দুঃখজনক।’

সাকিব আল হাসান আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি চান। গতকাল রাতে দুবাইয়ে রওনা হওয়ার আগে নিজের ভাবনা জানিয়েছেন গণমাধ্যমকে। সাকিব এও বলেছেন মানসিক ও শারীরিক অবস্থা মিলিয়ে তিনি এখন খেলার অবস্থায় নেই। যে কারণে সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি সিরিজেই নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে সিরিজে ৫ উইকেট নিলেও ৩ ম্যাচে রান করেছেন ৬০। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সের গ্রাফ আরও নিচে। বোলিংয়ে ২ উইকেটের সঙ্গে রান করেছে ১৫। এমন পারফরম্যান্সে সাকিব নিজেও সন্তুষ্ট নন, ‘আফগানিস্তান সিরিজে আমি ভালো খেলতে পারিনি, চেষ্টা করেছি। মনে হয়েছে আমি গাড়ির যাত্রী ছিলাম। আমি কখনোই যেটা চাই না। খেলাটা একবারেই উপভোগ করতে পারিনি। ওয়ানডে, টেস্ট দুই সিরিজই।’
সাকিব খেলতে চান নিজের ওপর পূর্ণ আস্থা নিয়ে। পারফরম্যান্স দিয়ে যেন নিজের এবং দলের প্রত্যাশা মেটানোর সর্বোচ্চ সম্ভাবনা থাকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার বিরতি চাওয়ার কারণ এটিই বলে তিনি জানিয়েছেন। আর সামনে দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ অলরাউন্ডার, ‘এ রকম মানসিক অবস্থা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটা ঠিক হবে না। এখন পর্যন্ত মনে হচ্ছে আমার শারীরিক এবং মানসিক অবস্থা যদি এ রকম থাকে তাহলে দলের জন্যই ক্ষতি হবে। নিজের প্রতি নিজের চাওয়া এবং মানুষ প্রত্যাশানুযায়ী যদি না খেলতে পারি এবং যদি যাত্রী হয়ে থাকতে হয় সেটা দুঃখজনক।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৯ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১১ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৪ ঘণ্টা আগে