Ajker Patrika

পারিবারিক সহিংসতায় গ্রেপ্তার অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার

পারিবারিক সহিংসতায় গ্রেপ্তার অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার

খারাপ সময় যখন আসে, তখন বোধ হয় আর পিছু ছাড়ে না!

সম্প্রতি চ্যানেল সেভেনের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয় মাইকেল স্ল্যাটারকে। ওই চাকরিটা না গেলে তাঁকে হয়তো চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবেও দেখা যেত। এবার পারিবারিক সহিংসতার দায়ে আটক হলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার।

সংবাদমাধ্যমে খবর, ৫১ বছর বয়সী স্লাটারকে আজ বুধবার তাঁর সিডনির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিউ সাউথ ওয়েলসের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল মঙ্গলবার স্ল্যাটারের বাড়ি থেকেই পারিবারিক সহিংসতার অভিযোগ এসেছিল। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ঝামেলায় পড়েছিলেন স্ল্যাটার। ওই ঘটনার পরপরই চ্যানেল সেভেনের ধারাভাষ্যকারের চাকরি হারিয়েছিলেন তিনি। 

পারিবারিক সহিংসতার বিষয়টি পরিষ্কার করা না হলেও ধারণা করা হচ্ছে, বান্ধবীকে ভয়ভীতি প্রদর্শন করেছেন স্ল্যাটার। তিন বছর ধরে এই বান্ধবীর সঙ্গে থাকছেন তিনি। 

গত মে মাসে মালদ্বীপে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে মারামারিতেও জড়িয়েছিলেন স্ল্যাটার। ওয়ার্নারের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনায়ও বেশ সমালোচিত হয়েছিলেন স্ল্যাটার। 

১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৭৪টি টেস্ট ও ৪২টি ওয়ানডে খেলেছেন স্ল্যাটার। দুই সংস্করণ মিলিয়ে ৬ হাজার ২৯৯ রান করেছেন এই ওপেনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত