
চার ম্যাচে তিন হার, দুটি বড় ব্যবধানে। গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১০ দলের বিশ্বকাপে ইংলিশরা এখন পয়েন্ট টেবিলের নয়ে! খারাপ সময়ের চক্করে আটকে যাওয়া ইংল্যান্ড এবার পেল আরেকটি দুঃসংবাদ।
গতকাল লক্ষ্ণৌতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময়ে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন বাঁহাতি পেসার টপলি। চোট এতটাই গুরুতর যে গতকাল ব্যাটিংয়ে নামাই হয়নি টপলির।
আজ সংবাদ বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না টপলির। আঘাত পাওয়া আঙুলে চিড় ধরা পড়েছে তাঁর। যে হাতে বল করেন সেই হাতের তর্জনীর হাড় ফেটে যাওয়ায় আর বোলিং করাও সম্ভব নয় ২৯ বছর বয়সী পেসারের। চোট পাওয়া পেসারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ইসিবির।
টপলি চোট পাওয়ায় শোনা যাচ্ছিল দলে আনা হতে পারে ২০১৯ বিশ্বকাপজয়ী পেসার জফরা আর্চারকে। এই মুহূর্তে ভারতেই আছেন আর্চার। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড কোচ ম্যাথিউ মট। বলেছেন, ‘আর্চারকে মূল দলে নেওয়ার কথা আমরা ভাবছি না। যদিও আর্চার এখন অনেকটাই ফিট, কিন্তু এখানে এসেছে মূলত মেডিকেল টিমকে রিপোর্ট করতে। এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস নেই তার।’
বদলি হিসেবে একজন ‘এক্স-ফ্যাক্টর’কে খুঁজছেন মট যার উপস্থিতি বদলে দিতে পারে খারাপ সময়ে থাকা ইংল্যান্ডকে। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে চমক দেওয়ার সুযোগ খুঁজছেন ইংলিশ কোচ,‘আমাদের বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সামনের ম্যাচগুলোর কথাও আমাদের মাথায় রাখতে হবে। হয়তো চাইলে আমরা একজন এক্স-ফ্যাক্টর খেলোয়াড় চাইছি... আর যেকারণে আমরা রিজার্ভে থাকা খেলোয়াড় নিয়েও তাড়াহুড়ো করছি না।’

চার ম্যাচে তিন হার, দুটি বড় ব্যবধানে। গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১০ দলের বিশ্বকাপে ইংলিশরা এখন পয়েন্ট টেবিলের নয়ে! খারাপ সময়ের চক্করে আটকে যাওয়া ইংল্যান্ড এবার পেল আরেকটি দুঃসংবাদ।
গতকাল লক্ষ্ণৌতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময়ে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন বাঁহাতি পেসার টপলি। চোট এতটাই গুরুতর যে গতকাল ব্যাটিংয়ে নামাই হয়নি টপলির।
আজ সংবাদ বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না টপলির। আঘাত পাওয়া আঙুলে চিড় ধরা পড়েছে তাঁর। যে হাতে বল করেন সেই হাতের তর্জনীর হাড় ফেটে যাওয়ায় আর বোলিং করাও সম্ভব নয় ২৯ বছর বয়সী পেসারের। চোট পাওয়া পেসারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ইসিবির।
টপলি চোট পাওয়ায় শোনা যাচ্ছিল দলে আনা হতে পারে ২০১৯ বিশ্বকাপজয়ী পেসার জফরা আর্চারকে। এই মুহূর্তে ভারতেই আছেন আর্চার। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড কোচ ম্যাথিউ মট। বলেছেন, ‘আর্চারকে মূল দলে নেওয়ার কথা আমরা ভাবছি না। যদিও আর্চার এখন অনেকটাই ফিট, কিন্তু এখানে এসেছে মূলত মেডিকেল টিমকে রিপোর্ট করতে। এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস নেই তার।’
বদলি হিসেবে একজন ‘এক্স-ফ্যাক্টর’কে খুঁজছেন মট যার উপস্থিতি বদলে দিতে পারে খারাপ সময়ে থাকা ইংল্যান্ডকে। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে চমক দেওয়ার সুযোগ খুঁজছেন ইংলিশ কোচ,‘আমাদের বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সামনের ম্যাচগুলোর কথাও আমাদের মাথায় রাখতে হবে। হয়তো চাইলে আমরা একজন এক্স-ফ্যাক্টর খেলোয়াড় চাইছি... আর যেকারণে আমরা রিজার্ভে থাকা খেলোয়াড় নিয়েও তাড়াহুড়ো করছি না।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১০ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১২ ঘণ্টা আগে