
ওয়াশিংটন সুন্দরকে চার মারার পরই উদযাপন শুরু বিউ ওয়েবস্টারের। ভারতের বিপক্ষে ১০ বছর পর টেস্ট সিরিজ জয়ের উপলক্ষ্যেই ওয়েবস্টারের এমন উদযাপন। এই জয়ে অস্ট্রেলিয়া উঠে গেল ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। একই সঙ্গে অজিরা ২৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে লিখিয়ে নিল নিজের নামে।
সিডনিতে পঞ্চম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার সামনে ছিল ১৬২ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট এবং ২০০-এর বেশি ওভার রয়েছে। কারণ, আজ তো ছিল অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টের তৃতীয় দিন। তবে অজিরা তিন দিনেই ম্যাচ জিতেছে। ২৭ ওভারে ৪ উইকেটে করেছে ১৬২ রান। ৬ রানরেটে ব্যাটিং করে জিতে অজিরা ভাঙল ২২ বছরের পুরোনো রেকর্ড। ১৫০ বা তার বেশি রান তাড়া করে অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে সর্বোচ্চ রানরেটে জয়ের ঘটনা এটাই। এর আগে এই কীর্তি অজিরাই গড়েছিল ২০০৩ সালে সিডনিতে।
নিজেদের মাঠে অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী, সেটা পরিসংখ্যান আরেকটু গভীরভাবে দেখলেই বোঝা যাবে। অস্ট্রেলিয়ায় ১৫০ বা তার বেশি রান তাড়া করে সর্বোচ্চ রানরেটে টেস্ট জয়ের সেরা পাঁচের প্রত্যেকটিতেই করেছে অজিরা। পাঁচটির চারটিই আবার সিডনিতে। যার মধ্যে ২০০৬ সালের জানুয়ারিতে সিডনিতে প্রোটিয়াদের দেওয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করে অজিরা জিতেছিল ৮ উইকেটে। অস্ট্রেলিয়ার তখন রানরেট ছিল ৪.৭৬। এই তালিকায় সেরা পাঁচে থাকা একমাত্র ম্যাচটি হয়েছে অ্যাডিলেডে। ২০০৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অজিরা জিতেছিল ৫.১১ রানরেটে ব্যাটিং করে।
২০২১-২৩ সালে সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। আজ সেই ভারতকে বিদায় করে ফাইনালে উঠল অজিরা। লর্ডসে এ বছরের ১১ জুন শুরু হবে ২০২৩-২৫ চক্রের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে অজিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
| লক্ষ্য | রানরেট | দল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
|---|---|---|---|---|---|
| ১৬২ | ৬ | অস্ট্রেলিয়া | ভারত | সিডনি | ২০২৫ |
| ১৭২ | ৫.৮৯ | অস্ট্রেলিয়া | জিম্বাবুয়ে | সিডনি | ২০০৩ |
| ১৬৮ | ৫.১১ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | অ্যাডিলেড | ২০০৬ |
| ২৮৭ | ৪.৭৬ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ২০০৬ |
| ১৯৮ | ৪.৫৮ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ১৯১১ |

ওয়াশিংটন সুন্দরকে চার মারার পরই উদযাপন শুরু বিউ ওয়েবস্টারের। ভারতের বিপক্ষে ১০ বছর পর টেস্ট সিরিজ জয়ের উপলক্ষ্যেই ওয়েবস্টারের এমন উদযাপন। এই জয়ে অস্ট্রেলিয়া উঠে গেল ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। একই সঙ্গে অজিরা ২৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে লিখিয়ে নিল নিজের নামে।
সিডনিতে পঞ্চম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার সামনে ছিল ১৬২ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট এবং ২০০-এর বেশি ওভার রয়েছে। কারণ, আজ তো ছিল অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টের তৃতীয় দিন। তবে অজিরা তিন দিনেই ম্যাচ জিতেছে। ২৭ ওভারে ৪ উইকেটে করেছে ১৬২ রান। ৬ রানরেটে ব্যাটিং করে জিতে অজিরা ভাঙল ২২ বছরের পুরোনো রেকর্ড। ১৫০ বা তার বেশি রান তাড়া করে অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে সর্বোচ্চ রানরেটে জয়ের ঘটনা এটাই। এর আগে এই কীর্তি অজিরাই গড়েছিল ২০০৩ সালে সিডনিতে।
নিজেদের মাঠে অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী, সেটা পরিসংখ্যান আরেকটু গভীরভাবে দেখলেই বোঝা যাবে। অস্ট্রেলিয়ায় ১৫০ বা তার বেশি রান তাড়া করে সর্বোচ্চ রানরেটে টেস্ট জয়ের সেরা পাঁচের প্রত্যেকটিতেই করেছে অজিরা। পাঁচটির চারটিই আবার সিডনিতে। যার মধ্যে ২০০৬ সালের জানুয়ারিতে সিডনিতে প্রোটিয়াদের দেওয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করে অজিরা জিতেছিল ৮ উইকেটে। অস্ট্রেলিয়ার তখন রানরেট ছিল ৪.৭৬। এই তালিকায় সেরা পাঁচে থাকা একমাত্র ম্যাচটি হয়েছে অ্যাডিলেডে। ২০০৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অজিরা জিতেছিল ৫.১১ রানরেটে ব্যাটিং করে।
২০২১-২৩ সালে সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। আজ সেই ভারতকে বিদায় করে ফাইনালে উঠল অজিরা। লর্ডসে এ বছরের ১১ জুন শুরু হবে ২০২৩-২৫ চক্রের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে অজিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
| লক্ষ্য | রানরেট | দল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
|---|---|---|---|---|---|
| ১৬২ | ৬ | অস্ট্রেলিয়া | ভারত | সিডনি | ২০২৫ |
| ১৭২ | ৫.৮৯ | অস্ট্রেলিয়া | জিম্বাবুয়ে | সিডনি | ২০০৩ |
| ১৬৮ | ৫.১১ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | অ্যাডিলেড | ২০০৬ |
| ২৮৭ | ৪.৭৬ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ২০০৬ |
| ১৯৮ | ৪.৫৮ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ১৯১১ |

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১৫ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
২৯ মিনিট আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে