
২০১৭ এর ২৯ অক্টোবর—পচেফস্ট্রুমের সেই দিনটি বাংলাদেশ ক্রিকেট দল যে করেই হোক ভুলে থাকতে চাইবে। সেদিনের টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ৩৫ বলে সেঞ্চুরি করেন ডেভিড মিলার। সেই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকা শন জর্জ চলে গেলেন না ফেরার দেশে।
জর্জের মৃত্যুর খবর আজ নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা লিখেছে সিএসএ। সিএসএ’র প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি বলেন, ‘শনের হঠাৎ চলে যাওয়া দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে অনেক বড় শূন্যস্থান তৈরি করেছে। তার অনুপস্থিতি সবসময় অনুভূত হবে। তার মহত্ত্ব, উদারতা সবাই অনেক বেশি মিস করবে। আমাদের অন্তরের অন্ত: স্থল থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে তার ছেলে নাথান ও মেয়ে টিফানি, যাদের এখন সময়টা বেশ কঠিন। শান্তিতে ঘুমান শন জর্জ।’ ৫৬ বছর বয়সে জর্জ মারা যান গতকাল।
আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, লিস্ট ‘এ, প্রথম শ্রেণির ক্রিকেটেও আম্পায়ারিংয়ে অনেক অভিজ্ঞ ছিলেন জর্জ। ৭২ ওয়ানডে ও ৫৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেন জর্জ। এর পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৯ ম্যাচ ও ১৭৬ লিস্ট ‘এ’ ম্যাচে তিনি আম্পায়ার ছিলেন। যার মধ্যে ২০১৭ সালে লর্ডসে ইংল্যান্ড-ভারত নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মাঠের আম্পায়ার ছিলেন। সেই ম্যাচে ভারতকে ৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। গত বছরের মার্চে আম্পায়ারিং থেকে অবসরের পর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে আসছিলেন জর্জ।
জর্জের অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট খেলার সৌভাগ্য হয়নি। তবে ১৯৮৬-৮৭ মৌসুম থেকে ১৯৯০-৯১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচ খেলেন। ১০.৯৫ গড়ে করেন ২৩০ রান। ৪৫ রান ছিল তাঁর সর্বোচ্চ স্কোর। বোলিংয়ে ২৯ উইকেট নিয়েছিলেন।

২০১৭ এর ২৯ অক্টোবর—পচেফস্ট্রুমের সেই দিনটি বাংলাদেশ ক্রিকেট দল যে করেই হোক ভুলে থাকতে চাইবে। সেদিনের টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ৩৫ বলে সেঞ্চুরি করেন ডেভিড মিলার। সেই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকা শন জর্জ চলে গেলেন না ফেরার দেশে।
জর্জের মৃত্যুর খবর আজ নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা লিখেছে সিএসএ। সিএসএ’র প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি বলেন, ‘শনের হঠাৎ চলে যাওয়া দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে অনেক বড় শূন্যস্থান তৈরি করেছে। তার অনুপস্থিতি সবসময় অনুভূত হবে। তার মহত্ত্ব, উদারতা সবাই অনেক বেশি মিস করবে। আমাদের অন্তরের অন্ত: স্থল থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে তার ছেলে নাথান ও মেয়ে টিফানি, যাদের এখন সময়টা বেশ কঠিন। শান্তিতে ঘুমান শন জর্জ।’ ৫৬ বছর বয়সে জর্জ মারা যান গতকাল।
আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, লিস্ট ‘এ, প্রথম শ্রেণির ক্রিকেটেও আম্পায়ারিংয়ে অনেক অভিজ্ঞ ছিলেন জর্জ। ৭২ ওয়ানডে ও ৫৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেন জর্জ। এর পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৯ ম্যাচ ও ১৭৬ লিস্ট ‘এ’ ম্যাচে তিনি আম্পায়ার ছিলেন। যার মধ্যে ২০১৭ সালে লর্ডসে ইংল্যান্ড-ভারত নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মাঠের আম্পায়ার ছিলেন। সেই ম্যাচে ভারতকে ৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। গত বছরের মার্চে আম্পায়ারিং থেকে অবসরের পর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে আসছিলেন জর্জ।
জর্জের অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট খেলার সৌভাগ্য হয়নি। তবে ১৯৮৬-৮৭ মৌসুম থেকে ১৯৯০-৯১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচ খেলেন। ১০.৯৫ গড়ে করেন ২৩০ রান। ৪৫ রান ছিল তাঁর সর্বোচ্চ স্কোর। বোলিংয়ে ২৯ উইকেট নিয়েছিলেন।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে