‘বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা ও বৃষ্টি—এটা সব সময়ই একতরফা প্রেমের ব্যাপার’, তাবরাইজ শামসির কথাটা একবিন্দুও মিথ্যে নয়। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ—এমনটাই তো হয়ে আসছে সব সময়। অ্যান্টিগায় আজও এমন কঠিন পরিস্থিতিতে পড়েছিল প্রোটিয়ারা। তবে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার এইট গ্রুপ-২ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন এইডেন মার্করামরা।
আগের দুই ম্যাচ জিতলেও ক্যারিবীয়দের বিপক্ষে হারলে নেট রানরেটের কঠিন সমীকরণে পড়ে বিদায় নিতে হতো দক্ষিণ আফ্রিকাকে। তবে মার্কো ইয়ানসেনের দৃঢ়তায় সেটি হয়নি। তার আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা উইন্ডিজকে বড় স্কোর গড়তে দেননি শামসি। এই বাঁহাতি স্পিনার ওভারে ২৭ রান দিয়ে নেন দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট। দুই সেট ব্যাটার কাইল মায়ার্স ও রোস্টন চেজের পাশাপাশি শেরফান রাদারফোর্ডকে ফেরান তিনি। মায়ার্স ও রোস্টনের ৮১ রানের জুটি ভেঙে দলে ফেরান স্বস্তি।
ম্যাচসেরাও হয়েছেন শামসি। তবে বোলিংয়ে দারুণ করলেও সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় হারতে বসেছিল প্রোটিয়ারা। তবে রোমাঞ্চকর জয়ের পর শামসি মনে করিয়ে দিলেন, বৃষ্টি ও বিশ্বকাপের সঙ্গে দ. আফ্রিকার সব সময়ের একতরফা প্রেমের কথাটা। তিনি আরও বলেছেন, ‘শেষ দিকে একটু স্নায়ু উত্তেজনায় ভুগছিলাম। এটাই আমাদের টুর্নামেন্টের মূল বিষয়। আমরা দল হিসেবে জিতেছি, কোন পরিস্থিতিতে সে জয় পেলাম সেটা কোনো ব্যাপার না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
১৪ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
১ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে