ক্রীড়া ডেস্ক

এইডেন মার্করামের সেঞ্চুরিতে লর্ডসে ১৪ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। এক মাস পর প্রোটিয়া এই চ্যাম্পিয়ন ক্রিকেটার আইসিসির থেকেও পেয়েছেন পুরস্কার।
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে হারিয়ে আইসিসির ২০২৫-এর জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মার্করাম। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। রাবাদা-মার্করাম গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই শুধু খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ফাইনালে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে করেন ১৩৬ রান। দুই ইনিংসে একটি করে উইকেট নেন তিনি। আর রাবাদা ফাইনালে নেন ৯ উইকেট। যার মধ্যে ৫ উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে।
আইসিসির মাসসেরার পুরস্কার জেতার পর দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ফাইনাল জয়ের কথা উল্লেখ করেছেন মার্করাম। পুরো দলীয় প্রচেষ্টায় প্রোটিয়ারা চ্যাম্পিয়ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মার্করাম বলেন, ‘আইসিসির এই পুরস্কার জেতা অনেক সম্মানের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার জয় ও দলের জয়ে অবদান রাখা আমার জন্য অনেক সম্মানের। লর্ডসে শিরোপা জেতা দক্ষিণ আফ্রিকার জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। পুরো দলীয় প্রচেষ্টাতেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব ছিল। কাগিসো রাবাদা ও টেম্বা বাভুমারও অবদান ছিল।’
নিশাংকা জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ম্যাচই খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। সিরিজের দুই টেস্টে ১২৩ গড়ে ৩৬৯ রান করেন তিনি। তিন ইনিংসের মধ্যে দুটিতে ছিল সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। অস্ট্রিয়ার করনবীর সিং গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪৬৫ রান করেন। আর নেপালের সন্দ্বীপ লামিচানে জুনে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন।
১৯৯৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে আইসিসি ইভেন্টে সেমিফাইনালের চক্রে আটকে গিয়েছিল অনেকবার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার কাছাকাছি গিয়েও দক্ষিণ আফ্রিকা হেরেছিল ভারতের কাছে। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা।

এইডেন মার্করামের সেঞ্চুরিতে লর্ডসে ১৪ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। এক মাস পর প্রোটিয়া এই চ্যাম্পিয়ন ক্রিকেটার আইসিসির থেকেও পেয়েছেন পুরস্কার।
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে হারিয়ে আইসিসির ২০২৫-এর জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মার্করাম। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। রাবাদা-মার্করাম গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই শুধু খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ফাইনালে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে করেন ১৩৬ রান। দুই ইনিংসে একটি করে উইকেট নেন তিনি। আর রাবাদা ফাইনালে নেন ৯ উইকেট। যার মধ্যে ৫ উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে।
আইসিসির মাসসেরার পুরস্কার জেতার পর দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ফাইনাল জয়ের কথা উল্লেখ করেছেন মার্করাম। পুরো দলীয় প্রচেষ্টায় প্রোটিয়ারা চ্যাম্পিয়ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মার্করাম বলেন, ‘আইসিসির এই পুরস্কার জেতা অনেক সম্মানের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার জয় ও দলের জয়ে অবদান রাখা আমার জন্য অনেক সম্মানের। লর্ডসে শিরোপা জেতা দক্ষিণ আফ্রিকার জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। পুরো দলীয় প্রচেষ্টাতেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব ছিল। কাগিসো রাবাদা ও টেম্বা বাভুমারও অবদান ছিল।’
নিশাংকা জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ম্যাচই খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। সিরিজের দুই টেস্টে ১২৩ গড়ে ৩৬৯ রান করেন তিনি। তিন ইনিংসের মধ্যে দুটিতে ছিল সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। অস্ট্রিয়ার করনবীর সিং গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪৬৫ রান করেন। আর নেপালের সন্দ্বীপ লামিচানে জুনে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন।
১৯৯৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে আইসিসি ইভেন্টে সেমিফাইনালের চক্রে আটকে গিয়েছিল অনেকবার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার কাছাকাছি গিয়েও দক্ষিণ আফ্রিকা হেরেছিল ভারতের কাছে। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা।

উড়তে থাকা বার্সেলোনা অবশেষে থামল। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জয়ের পর হারল বার্সা। সান সেবাস্তিয়ান মাঠে গত রাতে রিয়াল সোসিয়াদাদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সা। হারের পর রেফারিকে দায়ী করছেন বার্সা কোচ হ্যানসি ফ্লিক ও মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চার দিনে তিন টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে পাকিস্তান সিরিজে বিশ্বকাপ দলে থাকা একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের সম্ভাবনা থাকলেও জিততে পারেনি। ১৬ জানুয়ারি হারারে স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের দেওয়া ২১১ রানের লক্ষ্যে নেমে ১৭৩ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। সেদিন ৩৭ রানে হেরে যাওয়া পাকিস্তান আজ টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে নামবে।
২ ঘণ্টা আগে
ফিক্সিং ইস্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কলঙ্কিত হওয়া নতুন কিছু নয়। এবার বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের (আকু) পাশাপাশি সিআইডি ও আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট তৎপর হওয়ায় ফিক্সিং কাণ্ডে ২০২৬ বিপিএল খবরের শিরোনাম হয়নি বললেই চলে। তবে সাইফ হাসান গত রাতে যা বলেছেন, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।
২ ঘণ্টা আগে