
কাল থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ দলের তিন দিনের অনুশীলন ক্যাম্প। আজ সন্ধ্যায় তামিম ইকবালরা চলে যাবেন সেখানে। ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যই মূলত এই ক্যাম্প। তবে সিলেটকে কেন ক্যাম্পের জন্য বেছে নেওয়া হয়েছে, আজ সেই ব্যাখ্যা দিলেন বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
আজ মিরপুরে সাংবাদিকদের হাথুরুসিংহে বলেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হলো ইংল্যান্ডের উইকেটের সঙ্গে এখানকার কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হলো সেখানেই অনুশীলন করা উচিত। এ ছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তা ছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাব।’
আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে হবে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হাথুরুর ভাবনায় শুধু আয়ারল্যান্ড সিরিজ নয়, সব দিক থেকেই নিজেদের উন্নতির জন্য ফল দেবে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশ কোচ বললেন, ‘শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সব দিকে উন্নতির জন্য। আমরা প্রতিপক্ষ ও ফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতি খুঁজছি, সেটা যেখানেই খেলি না কেন।’
হাথুরু যোগ করেন, ‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেওয়া, আর কিছু নয়।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৯ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে