ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট দলে ‘মিউজিক্যাল চেয়ারের’ খেলা চলে সব সময়। নেতৃত্ব থেকে কোচের চাকরি—‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানে সবকিছু নিয়েই থাকে ঘোর অনিশ্চয়তা। গ্যারি কারস্টেন পদত্যাগ করার দেড় মাস পর পাকিস্তানকে বিদায় বললেন জেসন গিলেস্পি।
পাকিস্তানের লাল বলে প্রধান কোচের চাকরি গতকাল ছেড়েছেন গিলেস্পি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকইনফো। এমন এক সময়ে তিনি পদত্যাগ করেছেন, যখন পাকিস্তান ব্যস্ত দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামীকাল। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। সাদা বলের ক্রিকেটের সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি। গিলেস্পির পদত্যাগের পর আকিব জাভেদকে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে পিসিবি। আকিব পাকিস্তানের টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকছেন।
গিলেস্পির পদত্যাগের ব্যাপারটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। পাকিস্তানের সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে পিসিবি চুক্তি নবায়ন না করার ব্যাপারটি যে গিলেস্পি মানতে পারেননি, সেটা তো গতকালই স্পষ্ট হয়েছে। কাজের ক্ষেত্রে গিলেস্পি ও নিয়েলসেনের বোঝাপড়া ছিল দুর্দান্ত। এর আগে এ বছরের ১৭ নভেম্বর গিলেস্পির চাকরি ছাড়ার খবর প্রচার করেছিল ক্রিকইনফো। পিসিবি সেটা তৎক্ষণাৎ গুজব বলে উড়িয়ে দিয়েছিল।
পাকিস্তানের সাদা বলের প্রধান কোচের পদ থেকে এ বছরের ২৮ অক্টোবর পদত্যাগ করেছিলেন কারস্টেন। ঠিক তার কদিন পরই শুরু হয়েছিল পাকিস্তান-অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে পাকিস্তান ভেঙেছিল ২২ বছরের ডেডলক। ওয়ানডে সিরিজের পরপরই টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ধবলধোলাই করেছিল পাকিস্তানকে।
চলতি বছরের এপ্রিলেই কারস্টেন, গিলেস্পি দুজনকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল পিসিবি। কারস্টেনকে দেওয়া হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব। টেস্টের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন গিলেস্পি।
আরও পড়ুন:

পাকিস্তান ক্রিকেট দলে ‘মিউজিক্যাল চেয়ারের’ খেলা চলে সব সময়। নেতৃত্ব থেকে কোচের চাকরি—‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানে সবকিছু নিয়েই থাকে ঘোর অনিশ্চয়তা। গ্যারি কারস্টেন পদত্যাগ করার দেড় মাস পর পাকিস্তানকে বিদায় বললেন জেসন গিলেস্পি।
পাকিস্তানের লাল বলে প্রধান কোচের চাকরি গতকাল ছেড়েছেন গিলেস্পি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকইনফো। এমন এক সময়ে তিনি পদত্যাগ করেছেন, যখন পাকিস্তান ব্যস্ত দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামীকাল। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। সাদা বলের ক্রিকেটের সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি। গিলেস্পির পদত্যাগের পর আকিব জাভেদকে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে পিসিবি। আকিব পাকিস্তানের টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকছেন।
গিলেস্পির পদত্যাগের ব্যাপারটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। পাকিস্তানের সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে পিসিবি চুক্তি নবায়ন না করার ব্যাপারটি যে গিলেস্পি মানতে পারেননি, সেটা তো গতকালই স্পষ্ট হয়েছে। কাজের ক্ষেত্রে গিলেস্পি ও নিয়েলসেনের বোঝাপড়া ছিল দুর্দান্ত। এর আগে এ বছরের ১৭ নভেম্বর গিলেস্পির চাকরি ছাড়ার খবর প্রচার করেছিল ক্রিকইনফো। পিসিবি সেটা তৎক্ষণাৎ গুজব বলে উড়িয়ে দিয়েছিল।
পাকিস্তানের সাদা বলের প্রধান কোচের পদ থেকে এ বছরের ২৮ অক্টোবর পদত্যাগ করেছিলেন কারস্টেন। ঠিক তার কদিন পরই শুরু হয়েছিল পাকিস্তান-অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে পাকিস্তান ভেঙেছিল ২২ বছরের ডেডলক। ওয়ানডে সিরিজের পরপরই টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ধবলধোলাই করেছিল পাকিস্তানকে।
চলতি বছরের এপ্রিলেই কারস্টেন, গিলেস্পি দুজনকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল পিসিবি। কারস্টেনকে দেওয়া হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব। টেস্টের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন গিলেস্পি।
আরও পড়ুন:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৪৩ মিনিট আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
২ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
২ ঘণ্টা আগে