Ajker Patrika

নাঈমকে কী শেখাচ্ছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০: ১৫
নাঈমকে কী শেখাচ্ছেন সাকিব

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাঈম। তামিম ইকবালের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে জাতীয় দলের ওপেনিং করছেন তিনি। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টানা ব্যাট হাতে ব্যর্থ নাঈম। ফর্মহীনতা কিংবা শট খেলার দুর্বলতা দেখা যাচ্ছে এই ব্যাটারের মাঝে। আর তাতেই তার টি-টোয়েন্টি দলে থাকা নিয়ে প্রশ্নও উঠেছে। 

চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ ম্যাচের ৭টিতে ব্যাটিংয়ে নেমেছিলেন নাঈম। এই সাত ইনিংসে সর্বোচ্চ ১৫ রানসহ ৬৫.৭৮ স্ট্রাইক রেটে মোট সংগ্রহ ৫০। ২০ পার হয়নি কোনো ইনিংস। 

নাঈমের আসলে কী হয়েছে? কেন তার ব্যাটে রান নেই এই নিয়ে প্রশ্নেরও কোনো শেষ নেই। শুরুতে মিনিস্টার ঢাকা দলের হয়ে তিনে নামেন তিনি। এরপর চারে জায়গা হয় তাঁর। শেষ পর্যন্ত আটে নেমেও ব্যর্থ হয়েছিলেন নাঈম, বাদ পড়েন পরের ম্যাচে। 

ওপেনার হয়েও অন্য পজিশনে নামায় নাঈনের এমন অধঃপতন কী না এমন প্রশ্নে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলছিলেন, ‘পজিশনের জন্য এমন হতে পারে। কিন্তু বিশ্বকাপ থেকে টানা এমন খারাপ করারটা পারফরম্যান্সে ঘাটতিও হতে পারে। তার ফর্মহীনতা দলের জন্যও ক্ষতিকর।’

বিপিএলের প্রথম ধাপের দশ ম্যাচ শেষ হয়েছে ঢাকার। শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টে টিকে থাকার শঙ্কা দেখা দিয়েছে ঢাকা-শিবিরে। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে আসা সাকিবের সঙ্গে দেখা হয় নাঈমের। 

টুর্নামেন্টের শুরুতে ব্যাটিং নিয়ে খানিকটা ধুঁকলেও টানা পাঁচ ম্যাচে দুর্দান্ত সাকিব। তাইতো সাকিবকে সামনে পেয়ে হয়তো নিজের দুর্বলতার কথা জানান নাঈম। সাকিবেরও জাতীয় দলের সতীর্থের ব্যাটিং সমস্যার কথা জানার কথা। তাই মাঠের এক কোণে নাঈমকে শট খেলার বিভিন্ন টিপস দেন তিনি। ভেসে আসা বল কিংবা স্লোয়ারকে কীভাবে খেলবে কিংবা টার্ন করা বলে কীভাবে রান করতে হয় এই টিপসগুলোই দিতে দেখা যায় সাকিবকে। তারপর নাঈমও সাকিবের দেখাদেখি চেষ্টা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত